Hoop Life

ভুল করেও বাড়িতে রাখবেন না এই ৫ টি জিনিস, হতে পারে চরম আর্থিক ক্ষতি

অনেক সময় আমাদের নিজেদের ভুলেই নানান রকম অর্থসংকট ডেকে নিয়ে আসি ঘরের মধ্যে। এমন কিছু কিছু জিনিস রাখি যা বাস্তুমতে একেবারেই রাখা উচিত না, অন্তত বিশেষজ্ঞরা তাই মনে করেন।

৫ টি গাছ কখনোই বাড়িতে রোপন করা উচিত না।
জেনে নিন এই ৫ টি গাছ কি কি

অশ্বত্থ গাছ -»
এই গাছ অনেক সময় মন্দিরের চারপাশে দেখতে পাওয়া যায়। কিন্তু এই গাছ কখনই গৃহে রোপন করা উচিত না। অন্তত বাস্তু বিশেষজ্ঞরা তাই বলেছেন। এই গাছ গৃহে রোপণ করলে অর্থনৈতিক অনটন দেখা দিতে পারে।

মাদার গাছ -»
যারা বৃক্ষপ্রেমী মানুষ আছেন তারা অনেক সময় মাদার গাছ বাড়িতে লাগিয়ে থাকেন। কিন্তু এই গাছ কখনই বাস্তুমতে শুভ নয়। এই গাছ যদি আপনার বাড়িতে থাকে, তাহলে আর্থিক অনটন দেখা দেবে, তাই এই গাছ কখনো বাড়িতে লাগাবেন না।

খেজুর গাছ -»
খেজুর গাছ কখনো নিজের বাস্তু স্থলে লাগানো উচিত নয়। কারণ এই গাছ লাগালে নেগেটিভ এনার্জি অনেক বেশি আপনার গৃহের মধ্যে প্রবেশ করবে, যার ফলে আর্থিক অভাব-অনটন দেখা দিতে পারে।

তালগাছ-»
নিজের বসতবাড়িতে কখনো তাল গাছ লাগানো উচিত না। তাল গাছ লাগালে অশুভ শক্তি আপনার গৃহে প্রবেশ করবে। যার ফলে আপনার গৃহে আর্থিক অনটন দেখা দিতে পারে।

তেঁতুল গাছ -»
অনেকেই গৃহে তেঁতুল গাছ রোপন করে থাকেন, কিন্তু এটি মোটেই শুভ নয়, এর ফলে আপনার গৃহে আর্থিক অনটন দেখা দিতে পারে।

Related Articles