Home Shorts Videos Gallary Join
প্রথম পাতা খবর বিনোদন OTT ওয়েব সিরিজ লাইফস্টাইল তথ্য প্রযুক্তি

কম বিনিয়োগে বেশি লাভ! LIC-র দুর্দান্ত পলিসিতে লাখপতি হওয়ার সুযোগ

আজকের দিনে সন্তানের ভবিষ্যতের জন্য সঞ্চয় ও সুরক্ষা, দুটোই সমান জরুরি। এই প্রেক্ষিতে ভারতের লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন (LIC) নিয়ে এসেছে একটি বিশেষ পরিকল্পনা—New Children’s Money Back Plan, যা একদিকে যেমন সেভিংস, অন্যদিকে তেমনই ইনস্যুরেন্স কভারেজও দেয়।এই পরিকল্পনাটি মূলত ০ থেকে ১২ বছর বয়সী শিশুদের জন্য তৈরি, যার কভারেজ থাকবে ২৫ বছর বয়স পর্যন্ত। পলিসিটি ২০২০ সালের ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়েছিল এবং ২০২৫ সালের ১ জানুয়ারির মধ্যে নেওয়া যাবে। এটি একটি participating, non-linked savings plan, অর্থাৎ এই পলিসিতে বোনাস পাওয়ার সুবিধা রয়েছে।

কী সুবিধা দিচ্ছে এই পলিসি?

এই পলিসির অন্যতম বৈশিষ্ট্য হল, এটি বিভিন্ন গুরুত্বপূর্ণ বয়সে অর্থ প্রদান করে। যেমন—

  • ১৮, ২০ ও ২২ বছর বয়সে শিশুকে মোট মৌলিক বিমার (Basic Sum Assured বা BSA) ২০% করে দেওয়া হবে।

  • ২৫ বছর বয়সে দেওয়া হবে বাকি ৪০% এবং তার সঙ্গে একত্রে সমস্ত জমাকৃত বোনাস।

এতে শুধু জীবিত থাকলে নয়, অকালমৃত্যুর ক্ষেত্রেও মিলবে সুবিধা। যদি শিশুর মৃত্যুর সময় রিস্ক কভারেজ শুরু না হয়ে থাকে, তবে এখন পর্যন্ত দেওয়া সমস্ত প্রিমিয়াম ফেরত দেওয়া হবে। আর যদি রিস্ক কভারেজ চালু হয়ে যায়, তবে দেওয়া হবে মূল বিমার পরিমাণ বা বার্ষিক প্রিমিয়ামের ৭ গুণ—যেটি বেশি হবে—তার সঙ্গে অতিরিক্ত বোনাস।

প্রিমিয়াম ও বিমার পরিমাণ

এই পলিসিতে ন্যূনতম বিমার পরিমাণ ₹২ লক্ষ। এর কোনও ঊর্ধ্ব সীমা নেই। প্রিমিয়ামের মেয়াদ নির্ধারিত হবে শিশুর বয়স অনুযায়ী (২৫ বছর থেকে বর্তমান বয়স বাদ দিয়ে)। অর্থাৎ, শিশুর বয়স যত কম, তত বেশি সময় প্রিমিয়াম জমা দেওয়া যাবে।

আরও কী থাকছে?

  • প্রিমিয়াম ওয়েভার রাইডার (Premium Waiver Rider) যুক্ত করার সুবিধা রয়েছে।

  • প্রয়োজন অনুযায়ী EMI-র মতো কিস্তিতে টাকা তোলার সুবিধাও পাওয়া যাবে।

  • চাইলে পলিসির উপর লোন নেওয়ার ব্যবস্থাও রয়েছে।

এই ধরনের পলিসি শিশুদের শিক্ষার খরচ, উচ্চশিক্ষা, বা বিবাহের সময় অনেকটাই সাহায্য করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

গুরুত্বপূর্ণ ৫টি প্রশ্ন ও উত্তর (FAQ)

১. কারা এই পলিসি কিনতে পারবেন?
→ যেকোনো শিশুর বয়স ০ থেকে ১২ বছরের মধ্যে হলে তার নামে এই পলিসি নেওয়া যাবে।

২. পলিসির মেয়াদ কত দিন?
→ পলিসি কার্যকর থাকবে শিশুর বয়স ২৫ বছর হওয়া পর্যন্ত।

৩. কত টাকা বিমার পরিমাণে শুরু করা যায়?
→ ন্যূনতম ₹২ লক্ষ, কোনও সর্বোচ্চ সীমা নেই।

৪. কবে কবে টাকা ফেরত পাওয়া যাবে?
→ শিশুর বয়স ১৮, ২০, ২২ ও ২৫ বছরে অর্থাৎ চারটি ধাপে টাকা ফেরত দেওয়া হবে।

৫. মৃত্যুর ক্ষেত্রে কী সুবিধা রয়েছে?
→ রিস্ক কভারেজ শুরু না হলে প্রিমিয়াম ফেরত; শুরু হলে মূল বিমা বা ৭ গুণ প্রিমিয়াম, যেটা বেশি—তথা বোনাসও।