রেশন কার্ডধারীদের জন্য বড়সড় নির্দেশ দিল সরকার। এখন থেকে নির্ধারিত সময়ের মধ্যে না হলে বন্ধ হতে পারে রেশন সুবিধা। রেশন কার্ডের সঙ্গে e‑KYC বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় খাদ্য ও নাগরিক সরবরাহ মন্ত্রক। নির্দেশ অনুযায়ী, সমস্ত রেশন কার্ডধারীদের আগামী এক মাসের মধ্যেই ডিজিটাল অথেনটিকেশন বা e‑KYC সম্পন্ন করতে হবে। যাঁরা এই প্রক্রিয়া সময়মতো করবেন না, তাঁদের খাদ্যশস্য সরবরাহ সাময়িকভাবে স্থগিত রাখা হতে পারে বলে জানানো হয়েছে।
সরকারের এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য, রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আনা ও ভুয়ো কার্ডধারীদের শনাক্ত করা। সেই কারণে জেলার পর্যায়ে তৈরি করা হচ্ছে সচেতনতা কমিটি (Vigilance Committees)। তারা নজর রাখবে কীভাবে রেশন বিতরণ হচ্ছে এবং প্রকৃত উপভোক্তারা সুবিধা পাচ্ছেন কিনা। তবে শুধু e‑KYC নয়, আরও কিছু প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিভিন্ন অঞ্চলে খাদ্য-সহ-রাজস্ব পরিদর্শকের পদ খালি থাকায় অস্থায়ীভাবে দায়িত্বে নিযুক্ত করা হচ্ছে কিছু আধিকারিককে। পাহাড়ি ও প্রত্যন্ত এলাকাগুলিতে যাতে রেশন পৌঁছাতে কোনও অসুবিধা না হয়, সেই কারণে দরজায় রেশন পৌঁছে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
একক পরিবারের কার্ডধারীদের জন্য কিছুটা সুবিধার কথা ঘোষণা করেছে সরকার। তাঁদের জন্য e‑KYC প্রক্রিয়ায় রাখা হয়েছে স্বল্প ছাড় ও সহজতর ব্যবস্থা, যাতে দ্রুত রেজিস্ট্রেশন সম্ভব হয়। সরকার আরও জানিয়েছে, বিভিন্ন ফসল সংগ্রহের পর খাদ্যশস্য যাতে নিরাপদভাবে সংরক্ষিত থাকে, তার ব্যবস্থাও করা হচ্ছে। এই প্রক্রিয়া বাস্তবায়নে স্থানীয় প্রশাসন, রেশন ডিলার ও উপভোক্তাদের মধ্যে সচেতনতা বাড়ানোর নির্দেশও জারি হয়েছে। লক্ষ্য একটাই—প্রত্যেক প্রকৃত উপভোক্তা যেন কোনও ধরনের জটিলতা ছাড়াই রেশন সুবিধা পান।
পাঠকদের জন্য ৫টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১. কেন রেশন কার্ডের সঙ্গে e‑KYC বাধ্যতামূলক করা হয়েছে?
– সরকারের উদ্দেশ্য, ভুয়ো রেশন কার্ড বন্ধ করা এবং প্রকৃত উপভোক্তাদের পরিষেবা নিশ্চিত করা।
২. e‑KYC না করলে কী সমস্যা হতে পারে?
– নির্ধারিত সময়ের মধ্যে না করলে সাময়িকভাবে রেশন সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে।
৩. কীভাবে e‑KYC সম্পন্ন করা যাবে?
– স্থানীয় রেশন ডিলারের মাধ্যমে অথবা অনলাইন পরিষেবার সাহায্যে e‑KYC করা যাবে।
৪. পাহাড়ি ও দূরবর্তী এলাকায় কী বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে?
– মাসে একবার সরাসরি উপভোক্তার দরজায় রেশন পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
৫. একক পরিবার বা একক কার্ডধারীরা কীভাবে সুবিধা পাবেন?
– তাঁদের জন্য কিছু ছাড় ও সহজ পদ্ধতিতে e‑KYC সম্পন্ন করার ব্যবস্থা রাখা হয়েছে।