দেশজুড়ে বাড়ছে আধার-নির্ভর ডিজিটাল নথিপত্রের গুরুত্ব। এবার সেই তালিকায় যোগ হল স্থায়ী হিসাব সংখ্যা বা PAN কার্ড। কেন্দ্র সরকারের নয়া নির্দেশ অনুযায়ী, ২০২৫ সালের ১ জুলাই থেকে PAN কার্ড পেতে বাধ্যতামূলক করা হয়েছে আধার যাচাই। অর্থাৎ, কোনও নাগরিক যদি নতুন PAN কার্ডের আবেদন করতে চান, তবে তাঁকে অবশ্যই আধার নম্বর যাচাই করিয়ে আবেদন করতে হবে। এই নিয়ম কার্যকর হওয়ার ফলে আর আগের মতো পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স বা অন্যান্য পরিচয়পত্র ব্যবহার করে PAN কার্ড পাওয়া যাবে না। শুধু আধার নম্বর যাচাই করেই নতুন আবেদন গ্রহণ করা হবে।
অন্যদিকে, যাঁদের ইতিমধ্যেই PAN কার্ড রয়েছে, তাঁদের জন্যও বেঁধে দেওয়া হয়েছে নির্দিষ্ট সময়সীমা। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ২০২৫ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে PAN এবং আধার লিঙ্ক না করালে ওই PAN কার্ড নিষ্ক্রিয় (Inactive) হয়ে যাবে। আধিকারিক পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালের মার্চ মাস পর্যন্ত দেশে মোট ৭৪ কোটি PAN কার্ড বিদ্যমান, যার মধ্যে ৬০.৫ কোটি ইতিমধ্যেই আধারের সঙ্গে যুক্ত হয়েছে। অর্থাৎ এখনও প্রায় ১৩.৫ কোটি কার্ডের আধার সংযুক্তিকরণ বাকি রয়েছে।
সরকারের মতে, এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হল নথি জালিয়াতি, নকল PAN কার্ড এবং ট্যাক্স ফাঁকি রুখে সিস্টেমে স্বচ্ছতা আনা। পাশাপাশি বিভিন্ন ডেটাবেসে একাধিক পরিচয় রেকর্ড থাকা রোধ করাও এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। আধার সংযুক্তি বাধ্যতামূলক করার ফলে করদাতাদের ক্ষেত্রে একাধিক সুবিধা থাকবে। যেমন দ্রুত আয়কর রিটার্ন প্রসেসিং, ভুয়ো হিসাব রোধ, এবং ট্যাক্স অ্যাকাউন্টের নির্ভুলতা বজায় রাখা। যাঁরা এখনো PAN-আধার লিঙ্ক করেননি, তাঁদের অবিলম্বে https://incometax.gov.in পোর্টালে গিয়ে এই সংযুক্তি প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দিচ্ছে আয়কর দপ্তর।
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQs)
১. কবে থেকে আধার ছাড়া PAN কার্ড পাওয়া যাবে না?
→ ২০২৫ সালের ১ জুলাই থেকে নতুন আবেদনকারীদের জন্য আধার যাচাই বাধ্যতামূলক করা হয়েছে।
২. পুরনো PAN কার্ডধারীরা কী করবেন?
→ তাঁদের ৩১ ডিসেম্বর ২০২৫-এর মধ্যে PAN এবং আধার লিঙ্ক করাতে হবে, না হলে PAN নিষ্ক্রিয় হবে।
৩. বর্তমানে কতজনের PAN আধারের সঙ্গে যুক্ত হয়েছে?
→ প্রায় ৬০.৫ কোটি PAN ইতিমধ্যেই আধারের সঙ্গে যুক্ত হয়েছে।
৪. আগের কোন ডকুমেন্টগুলি দিয়ে PAN তৈরি হতো?
→ পাসপোর্ট, ভোটার আইডি, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি আগে ব্যবহারযোগ্য ছিল।
৫. PAN-আধার লিঙ্ক না করলে কী কী সমস্যার মুখে পড়তে হবে?
→ আয়কর ফাইল করা যাবে না, TDS কাটা পড়বে বেশি হারে, ব্যাংক কাজকর্মেও সমস্যা হতে পারে।