Home Shorts Videos Gallary Join
প্রথম পাতা খবর বিনোদন OTT ওয়েব সিরিজ লাইফস্টাইল তথ্য প্রযুক্তি

Aadhaar Card Update: দ্রুত করুন, আধার সংশোধনের ফ্রি সুযোগ শেষ হচ্ছে ৯ দিনের মধ্যে

সরকারি পরিষেবার সহজলভ্যতার জন্য আধার কার্ডের তথ্য আপডেট থাকা অত্যন্ত জরুরি। সেই প্রয়োজনীয় কাজের জন্য এবার সময়সীমা বেঁধে দিল UIDAI।

বিনামূল্যে আপডেটের শেষ সুযোগ জুন ১৪

ভারতীয় ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি (UIDAI) ঘোষণা করেছে, আগামী ১৪ জুন, ২০২৫ পর্যন্ত myAadhaar পোর্টালে বিনামূল্যে আধার কার্ড আপডেট করা যাবে। এই সুবিধা শুধুমাত্র তাঁদের জন্য, যাঁদের আধার কার্ড ১০ বছরেরও আগে তৈরি হয়েছিল এবং এরপর আর আপডেট হয়নি।

এরপর লাগবে ৫০

এই সময়সীমা পেরিয়ে গেলে অনলাইনে আধার আপডেট করতে গ্রাহকদের ৫০ ফি দিতে হবে। যদিও শুধুমাত্র ডেমোগ্রাফিক (নাম, ঠিকানা, জন্মতারিখ ইত্যাদি) তথ্যই অনলাইনে আপডেট করা যাবে।

বায়োমেট্রিক আপডেট করতে হবে কেন্দ্রে গিয়ে

যদি কারও আধার কার্ডে বায়োমেট্রিক তথ্য (আঙুলের ছাপ, চোখের ছবি) আপডেট করার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে তা নির্ধারিত আধার সেন্টারে গিয়েই করতে হবে।

কেন জরুরি আধার আপডেট?

UIDAI-এর পক্ষ থেকে জানানো হয়েছে, আধার কার্ডে সঠিক তথ্য না থাকলে বহু সরকারী পরিষেবা পাওয়ায় সমস্যা হতে পারে। যেমন, ভর্তুকি, রেশন, পেনশন, ব্যাঙ্কিং পরিষেবা— সবেতেই আধার লিঙ্ক থাকা আবশ্যক। তাই সময় থাকতে সঠিক তথ্য আপডেট করে নেওয়া অত্যন্ত প্রয়োজনীয়।

সাধারণত জিজ্ঞাস্য (FAQ):

১. আমার আধার কার্ড ২০১৪ সালে তৈরি হয়েছিল। আমি কি বিনামূল্যে আপডেট করতে পারব?
হ্যাঁ, যদি গত ১০ বছরে আপনি কোনও আপডেট না করে থাকেন, তাহলে ১৪ জুন ২০২৫ পর্যন্ত বিনামূল্যে আপডেট করতে পারবেন।

২. কোথা থেকে অনলাইনে আধার আপডেট করব?
আপনার আধার কার্ডের ডেমোগ্রাফিক তথ্য myAadhaar পোর্টালে (https://myaadhaar.uidai.gov.in) গিয়ে আপডেট করা যাবে।

৩. আমি যদি ১৪ জুনের পরে আপডেট করতে চাই, কত টাকা লাগবে?
আপনাকে ₹৫০ ফি দিতে হবে অনলাইন আপডেটের জন্য।

৪. যদি আমার মোবাইল নম্বর আধারে লিঙ্ক না থাকে, আমি কি অনলাইনে আপডেট করতে পারব?
না, অনলাইনে আধার আপডেট করতে হলে আধারে মোবাইল নম্বর লিঙ্ক থাকা আবশ্যক।

৫. বায়োমেট্রিক আপডেটের জন্য কী করব?
আপনাকে নিকটবর্তী আধার এনরোলমেন্ট বা আপডেট সেন্টারে গিয়ে আবেদন করতে হবে।