whatsapp channel

সংসারে শান্তি নেই, আর্থিক কষ্টে ভুগছেন, বাস্তুমতে সুখবর আনবে এই বিশেষ মূর্তি

বর্তমানে নানান রকম বাস্তু দোষ এর কারণে জীবন-যাপনে সমস্যা তৈরি হতে পারে। অনেকের কুদৃষ্টির জন্য আপনার অর্থনৈতিক সংকট দেখা দিতে পারে। শারীরিক মানসিক সমস্যাও দেখা দিতে পারে। এই সমস্ত সমস্যা…

Avatar

HoopHaap Digital Media

বর্তমানে নানান রকম বাস্তু দোষ এর কারণে জীবন-যাপনে সমস্যা তৈরি হতে পারে। অনেকের কুদৃষ্টির জন্য আপনার অর্থনৈতিক সংকট দেখা দিতে পারে। শারীরিক মানসিক সমস্যাও দেখা দিতে পারে। এই সমস্ত সমস্যা থেকে বাঁচার জন্য বাস্তু বিশেষজ্ঞের মতামত নিতে পারেন। বাস্তুমতে, আপনি যদি বাড়িতে ফেংসুই এর কচ্ছপ নিয়ে আসেন তাহলে আপনার বাড়ি থেকে সমস্ত নেগেটিভিটি চলে যাবে। তবে এই কচ্ছপ রাখার কিছু নিয়ম কানুন আছে জেনে নিন কিভাবে এই কচ্ছপ কে আপনার গৃহে প্রতিস্থাপন করবেন।

সংসারে শান্তি নেই, আর্থিক কষ্টে ভুগছেন, বাস্তুমতে সুখবর আনবে এই বিশেষ মূর্তি

১) কচ্ছপকে যেকোনো ফাঁকা জায়গাতেই রাখতে হবে।

২) এছাড়া আপনার বাড়ির যেখানে প্রবেশদ্বার আছে সেখানেও রাখতে পারেন। এর ফলে আপনার বাড়ির প্রবেশের পথে কোন নেগেটিভ শক্তি আপনার বাড়িতে ঢুকবেনা।

৩) শুধু তাই নয়, যদি আপনার বাড়িতে কোন রকম মাছের অ্যাকোরিয়াম থাকে অথবা আর্টিফিশিয়াল ওয়াটারফল থাকে তাহলে তার সামনে কচ্ছপটিকে রেখে দিতে পারেন।

৪) আপনি যদি আপনার বিছানার পাশের টেবিলে কচ্ছপ রাখতে পারেন তাহলে আপনি যদি ইনসোমনিয়া বা অ্যাংজাইটি রোগে আক্রান্ত হয়ে থাকেন তাহলে এটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

৫) তবে বাথরুম বা রান্নাঘরে কখনোই কচ্ছপ রাখা উচিত নয়।

সংসারে শান্তি নেই, আর্থিক কষ্টে ভুগছেন, বাস্তুমতে সুখবর আনবে এই বিশেষ মূর্তি

৬) সবসময় পূর্বদিক অথবা উত্তর দিক অথবা উত্তর-পূর্ব দিক করে এই কচ্ছপ রাখা উচিত। যা পরিবারের প্রতিটি সদস্যের স্বাস্থ্যের এবং অর্থনৈতিক উন্নতির জন্য বিশেষ গুরুত্বপূর্ণ।

৭) যেকোনো ইচ্ছা পূরণের জন্য রাত্রে শুতে যাওয়ার আগে একটি হলুদ কাগজের উপর আপনার ইচ্ছা লিখে যদি কচ্ছপের পাশে রাখতে পারেন তাহলে খুব সহজেই আপনার ইচ্ছা পূরণ হবে। তবে এই কচ্ছপটিকে একটি লাল কাপড়ের ওপর রাখতে হবে। এক্ষেত্রে আপনাকে একটি ধাতব কচ্ছপ কিনে আনতে হবে।

৮) আপনার কাজের জায়গায় যদি একটি কালো কচ্ছপ রাখতে পারেন তাহলে অর্থনৈতিক সমস্ত সংকট কেটে যাবে।

সংসারে শান্তি নেই, আর্থিক কষ্টে ভুগছেন, বাস্তুমতে সুখবর আনবে এই বিশেষ মূর্তি

৯) ক্যারিয়ারে উন্নতি করার জন্য অবশ্যই আপনার কাজের জায়গায় মেন ডোরের কাছে একটি কচ্ছপ রাখুন।

১০) বাজারে অনেক রকমের কচ্ছপ পাওয়া যায়। পাথরের কচ্ছপ, আপনি আপনার প্রবেশ দ্বারের কাছে রাখতে পারেন পশ্চিম দিকে মুখ করে। আবার ধাতব রাখতে পারেন উত্তর-পশ্চিম দিকে মুখ করে। এছাড়া ক্রিস্টালের কচ্ছপ রাখতে পারেন দক্ষিণ-পশ্চিম মুখ করে। আর কাঠের কচ্ছপ রাখতে পারেন দক্ষিণ-পশ্চিম করে আপনার বেডরুমে।

whatsapp logo
Avatar
HoopHaap Digital Media