Home Shorts Videos Gallary Join
প্রথম পাতা খবর বিনোদন OTT ওয়েব সিরিজ লাইফস্টাইল তথ্য প্রযুক্তি

বিনা সুদে ৬.৫ লক্ষ টাকার লোন, কেন্দ্র সরকারের অবিশ্বাস্য স্কিম জেনে নিন এখনই

স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের জন্য কেন্দ্রীয় সরকারের তরফে এল এক বড় উপহার। ‘আজীবিকা গ্রামীণ এক্সপ্রেস যোজনা’-র মাধ্যমে গ্রামে বসেই মিলতে পারে ₹৬.৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ, তাও সম্পূর্ণ সুদমুক্ত। সরকারের এই বিশেষ প্রকল্পের লক্ষ্য—গ্রামীণ পরিবহণ ব্যবস্থাকে উন্নত করা এবং মহিলাদের জন্য বিকল্প জীবিকার সুযোগ সৃষ্টি করা।

২০১৭ সালে চালু হয়েছিল ‘আজীবিকা গ্রামীণ এক্সপ্রেস যোজনা’ (AGEY)। এটি বাস্তবায়িত হচ্ছে National Rural Livelihoods Mission (NRLM)-এর অধীনে বিভিন্ন Community-Based Organization (CBO)-এর মাধ্যমে। এই যোজনার আওতায় স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের নতুন প্যাসেঞ্জার গাড়ি কেনার জন্য দেওয়া হচ্ছে সর্বোচ্চ ₹৬.৫ লক্ষ টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ।

এই ঋণ শোধ করার জন্য সময় দেওয়া হয়েছে ছয় বছর, অর্থাৎ ৭২টি মাসিক কিস্তিতে পুরো টাকা পরিশোধ করতে হবে। একবার সম্পূর্ণ টাকা পরিশোধ হয়ে গেলে গাড়ির মালিকানা পুরোপুরি স্থানান্তরিত হয়ে যাবে সংশ্লিষ্ট গ্রাহকের নামে।

যাঁরা এই যোজনার সুবিধা নিতে চান, তাঁদের অবশ্যই এক বছরের বেশি পুরনো স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হতে হবে এবং তাঁদের ঋণ শোধের ইতিহাস কমপক্ষে ৯০ শতাংশ সফল হতে হবে। পাশাপাশি, আবেদনকারী বা তাঁর নিযুক্ত ড্রাইভারের বৈধ বাণিজ্যিক ড্রাইভিং লাইসেন্স থাকা বাধ্যতামূলক।

এই প্রকল্পের অধীনে দুটি মডেলে কাজ করা যায়—সরাসরি গাড়ি কিনে নিজে চালানো, অথবা CBO-এর কাছ থেকে ভাড়ায় গাড়ি নিয়ে চালানো। দ্বিতীয় মডেলে মাসিক ভিত্তিতে নির্দিষ্ট ভাড়া দিতে হয় CBO-কে। গাড়ির রক্ষণাবেক্ষণের জন্য অতিরিক্ত ১.৫ লক্ষ পর্যন্ত সাহায্যও পাওয়া যেতে পারে, গাড়ির মোট মূল্যের উপর নির্ভর করে।

এই প্রকল্প একদিকে যেমন সুলভ এবং নিরাপদ গ্রামীণ পরিবহণ ব্যবস্থাকে উৎসাহ দিচ্ছে, অন্যদিকে তেমনি স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের অর্থনৈতিকভাবে স্বনির্ভর হয়ে ওঠার সুযোগ দিচ্ছে। বিশেষ করে গ্রামীণ মহিলাদের জন্য এটি একটি যুগান্তকারী পদক্ষেপ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

প্রশ্নোত্তর (FAQ):

১. আজীবিকা গ্রামীণ এক্সপ্রেস যোজনায় কত টাকা পর্যন্ত ঋণ পাওয়া যায়?
এই প্রকল্পের আওতায় সর্বোচ্চ ৬.৫ লক্ষ টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ পাওয়া যেতে পারে।

২. এই ঋণ শোধের জন্য কতদিন সময় দেওয়া হয়?
ঋণগ্রহীতাকে ছয় বছরের মধ্যে (৭২ মাসিক কিস্তিতে) পুরো ঋণ শোধ করতে হবে।

৩. এই প্রকল্পের যোগ্যতা কী কী?
আবেদনকারীর এক বছরের বেশি পুরনো স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হতে হবে, ভালো ঋণ শোধের রেকর্ড থাকতে হবে এবং বৈধ কমার্শিয়াল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

৪. গাড়ি কিভাবে ব্যবহার করা যায়?
গাড়ি কিনে নিজে চালানো যায় অথবা CBO-এর কাছ থেকে ভাড়ায় নিয়ে চালানো যায়।

৫. অতিরিক্ত আর্থিক সাহায্য কীভাবে পাওয়া যাবে?
গাড়ির রক্ষণাবেক্ষণের জন্য ১.৫ লক্ষ পর্যন্ত অতিরিক্ত অর্থ সাহায্য পাওয়া যেতে পারে, গাড়ির মূল্যের উপর নির্ভর করে।