Home Shorts Videos Gallary Join
প্রথম পাতা খবর বিনোদন OTT ওয়েব সিরিজ লাইফস্টাইল তথ্য প্রযুক্তি

১৩৬ কিমি রেঞ্জে বাজারে ঝড় তুলল Ampere Nexus, শক্তিশালী মোটর ও দুর্দান্ত ফিচার সহ লঞ্চ

ভারতের ইলেকট্রিক টু-হুইলার বাজারে নতুন সংযোজন Ampere Nexus ইতিমধ্যেই বেশ চর্চায় উঠে এসেছে। আধুনিক প্রযুক্তি, দারুণ ব্যাটারি ব্যাকআপ আর স্টাইলিশ ডিজাইনের সংমিশ্রণে তৈরি এই স্কুটারটি এমন গ্রাহকদের জন্যই উপযুক্ত, যারা পেট্রোল গাড়ির বিকল্প খুঁজছেন অথচ ফিচারে কোনও রকম আপস করতে নারাজ। Ampere Nexus-এ রয়েছে ৩ কিলোওয়াট ঘণ্টা ক্ষমতার LFP ব্যাটারি, যা সরকারি পরীক্ষায় একবার চার্জে সর্বোচ্চ ১৩৬ কিমি রেঞ্জ দিতে সক্ষম। বাস্তবিক ব্যবহারে এর গড় রেঞ্জ প্রায় ১০০ কিমি বলে জানা গেছে। চার্জিংয়ের ক্ষেত্রেও ব্যবহারকারীদের সময় বাঁচাতে সক্ষম এই মডেলটি, কারণ এটি মাত্র ৩.৩ ঘণ্টায় পুরোপুরি চার্জ হয়ে যায় ১৫ অ্যাম্পিয়ার চার্জার ব্যবহারে। চাইলে ২৫ অ্যাম্পিয়ারের ফাস্ট চার্জারের অপশনও রয়েছে।

পাওয়ার ও পারফরম্যান্সের দিক থেকেও পিছিয়ে নেই এই স্কুটার। এর পিক মোটর আউটপুট ৪.০ কিলোওয়াট, যা সর্বোচ্চ ৯৩ কিমি প্রতি ঘণ্টা গতিতে চলতে সক্ষম। এমনকি ১৬ ডিগ্রি ইনক্লাইন অর্থাৎ ঢালু রাস্তায় উঠতেও কোনও অসুবিধা হয় না। এতে থাকছে মোট পাঁচটি রাইড মোড—Eco, City, Power, Reverse ও Limp-Home—যা চালকের চাহিদা অনুযায়ী সহজে বদলানো যায়। গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে দুইটি ভ্যারিয়েন্টে এই মডেলটি বাজারে আনা হয়েছে—EX (₹১.১৪ লক্ষ) ও ST (₹১.২৪ লক্ষ), এক্স-শোরুম দামে। EX ভ্যারিয়েন্টে রয়েছে ৬.২ ইঞ্চির LCD ডিসপ্লে, আর ST মডেলটিতে থাকছে আরও আধুনিক ৭ ইঞ্চির টাচস্ক্রিন TFT ডিসপ্লে, যাতে Bluetooth, Wi-Fi কানেক্টিভিটি, ন্যাভিগেশন ও OTA আপডেট সাপোর্ট করা হয়।

রাস্তায় ভরসা দিতে Ampere Nexus-এ রয়েছে ১৭০ মিমি গ্রাউন্ড ক্লিয়ারেন্স, ১৩১৯ মিমি হুইলবেস, এবং মোট ১৩০ কেজি ওজন। ১২ ইঞ্চির অ্যালয় হুইল, সামনে ডিস্ক ও পেছনে ড্রাম ব্রেকের সংমিশ্রণ, এবং শক্তিশালী সাসপেনশন সিস্টেম শহর ও গ্রামীণ রাস্তায় সমানভাবে চলার সুবিধা দেয়। পাশাপাশি এর ৭১২ মিমি প্রশস্ত সিট, XXL সাইজ স্টোরেজ (যাতে XL হেলমেট রাখা যায়), হিল-হোল্ড ও রিভার্স গিয়ারের মত ফিচারগুলি দৈনন্দিন ব্যবহারে কার্যকর। Ampere Nexus নিঃসন্দেহে সেই ইলেকট্রিক স্কুটারের তালিকায় পড়ে যেটি শুধু পরিবেশবান্ধব নয়, বরং আধুনিকতার ছোঁয়া নিয়ে এসেছে গ্রাহকদের জীবনে।

প্রশ্নোত্তর বিভাগ (FAQs):

১. Ampere Nexus-এ সর্বোচ্চ কত কিমি রেঞ্জ পাওয়া যায়?
সরকারি পরীক্ষায় ১৩৬ কিমি, তবে বাস্তব জীবনে ১০০ কিমি রেঞ্জ পাওয়া সম্ভব।

২. এটি চার্জ হতে কতটা সময় লাগে?
১৫ অ্যাম্পিয়ার চার্জারে ৩.৩ ঘণ্টা, ফাস্ট চার্জারে আরও কম সময়ে চার্জ হতে পারে।

৩. এই স্কুটারে কী কী রাইড মোড রয়েছে?
Eco, City, Power, Reverse ও Limp-Home—মোট পাঁচটি মোড রয়েছে।

৪. Ampere Nexus-এর দাম কত?
EX ভ্যারিয়েন্টের দাম ১.১৪ লক্ষ ও ST ভ্যারিয়েন্টের দাম ১.২৪ লক্ষ (এক্স-শোরুম)।

৫. ST ভ্যারিয়েন্টে অতিরিক্ত কী ফিচার রয়েছে?
ST মডেলে ৭ ইঞ্চি টাচস্ক্রিন, Bluetooth, Wi-Fi, ন্যাভিগেশন ও OTA আপডেট সাপোর্ট থাকে।