Home Shorts Videos Gallary Join
প্রথম পাতা খবর বিনোদন OTT ওয়েব সিরিজ লাইফস্টাইল তথ্য প্রযুক্তি

Weather Update: আসছে ব্যাপক দুর্যোগ! কাল থেকেই বৃষ্টির দাপট, আবহাওয়া দফতরের সতর্কতা জারি

শুরু হল বর্ষার নতুন ধারা। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ—উভয় অঞ্চলে আগামী কয়েক দিনে ভারী বৃষ্টির সম্ভাবনা নিয়ে চিন্তায় আবহাওয়া বিভাগ। পাহাড়ি জেলা থেকে শুরু করে সমতল—সর্বত্রই বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়াবিদদের মতে, সোমবার থেকে উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টির পরিমাণ ক্রমশ বাড়বে। মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ির মতো পার্বত্য ও সীমান্তবর্তী জেলাগুলিতে খুব ভারী বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।

উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত পৌঁছতে পারে। কোথাও কোথাও তা ২০ সেন্টিমিটার পর্যন্তও যেতে পারে, বিশেষত পার্বত্য অঞ্চলে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০–৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ দেখা দিতে পারে বলেও সতর্ক করেছে আবহাওয়া দফতর। একইসঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিকেও সতর্ক থাকতে বলা হয়েছে। রবিবার ও সোমবার এই অঞ্চলের মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, পশ্চিম বর্ধমান ও উত্তর ২৪ পরগনায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে। তীব্র বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা। শহরাঞ্চলে জল জমে যাওয়ার সম্ভাবনা, ট্র্যাফিক বিঘ্ন, বিদ্যুৎ পরিষেবায় সমস্যা ইত্যাদি পরিস্থিতি তৈরি হতে পারে। নদী, জলাশয় কিংবা খোলা মাঠে বজ্রপাতের সময় থাকলে বিপদ হতে পারে—এমন পরিস্থিতিতে বাইরে বেরোনোর সময় আরও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বর্ষার এই সক্রিয় রূপ আগামী কয়েকদিন রাজ্যজুড়ে দেখা যাবে বলেই ইঙ্গিত মিলছে। ফলে চাষবাস, সাধারণ জনজীবন ও শিক্ষা প্রতিষ্ঠানগুলিতেও প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে।

 প্রায়শই জিজ্ঞাস্য প্রশ্ন (FAQs):

১. উত্তরবঙ্গে কোন কোন জেলায় বেশি বৃষ্টির আশঙ্কা রয়েছে?
দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

২. দক্ষিণবঙ্গে বৃষ্টি কবে থেকে শুরু হতে পারে?
রবিবার ও সোমবার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম বর্ধমান ও উত্তর ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা।

৩. বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়া কবে বেশি দেখা যেতে পারে?
আগামী কয়েক দিন, বিশেষ করে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির প্রবণতা বাড়বে।

৪. বৃষ্টির সময় শহরাঞ্চলে কী ধরনের সমস্যার মুখোমুখি হওয়া যেতে পারে?
জল জমা, ট্র্যাফিক জ্যাম, বিদ্যুৎ পরিষেবায় বিঘ্ন ও চলাচলে সমস্যা তৈরি হতে পারে।

৫. বর্ষার এই পরিস্থিতি কতদিন স্থায়ী হতে পারে?
আগামী সপ্তাহজুড়ে এই প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।