Home Shorts Videos Gallary Join
প্রথম পাতা খবর বিনোদন OTT ওয়েব সিরিজ লাইফস্টাইল তথ্য প্রযুক্তি

BSNL Recharge Plan: মাত্র একবার রিচার্জেই সারাবছর পরিষেবা, BSNL নিয়ে এল সবচেয়ে সস্তার প্ল্যান

টেলিকম দুনিয়ায় একদিকে যখন দাম বাড়ছে, ঠিক তখনই ব্যতিক্রমী সিদ্ধান্ত নিল BSNL। গ্রাহকদের জন্য বাজারে নিয়ে এল এক বছর মেয়াদী দু’টি সাশ্রয়ী রিচার্জ প্ল্যান, যেখানে রয়েছে দৈনিক ডেটা, আনলিমিটেড কলিং ও প্রতিদিনের SMS-এর সুবিধা।

বিস্তারিত প্রতিবেদন

ভারত সঞ্চার নিগম লিমিটেড বা BSNL সম্প্রতি চালু করেছে দু’টি নতুন বার্ষিক প্রিপেইড রিচার্জ প্ল্যান। বর্তমান সময়ে Airtel, Jio এবং Vodafone-Idea-র মতো বেসরকারি সংস্থাগুলি যখন একের পর এক রিচার্জে মূল্যবৃদ্ধি করছে, ঠিক তখন সরকারি এই টেলিকম সংস্থার এই পদক্ষেপ গ্রাহকদের অনেকটাই স্বস্তি দেবে বলেই মনে করা হচ্ছে।প্রথম প্ল্যানটির দাম ₹১,৫১৫। এতে প্রতিদিন ২ জিবি হাই-স্পিড ডেটা, দেশের যেকোনও প্রান্তে আনলিমিটেড ভয়েস কল এবং ১০০টি SMS-এর সুবিধা পাওয়া যাবে। এই সুবিধাগুলি পুরো ৩৬৫ দিন ধরে প্রযোজ্য। হিসেব করলে প্রতি মাসে খরচ পড়ছে মাত্র ₹১২৬.২৫। এটি এমন গ্রাহকদের জন্য উপযুক্ত, যারা নিয়মিত ইন্টারনেট ব্যবহার করেন এবং প্রাথমিক SIM হিসেবে BSNL ব্যবহার করেন।

অন্যদিকে, দ্বিতীয় প্ল্যানটির দাম ₹১,৪৯৯। এতে মোট ২৪ জিবি ডেটা পাওয়া যাবে পুরো ৩৩৬ দিনের জন্য। এই প্ল্যানে ডেটার কোনো দৈনিক সীমা নেই, তবে আনলিমিটেড কলিং ও প্রতিদিন ১০০টি SMS-এর সুবিধা রয়েছে। প্রতি মাসে আনুমানিক খরচ দাঁড়ায় ₹১৩৭। এটি মূলত সেকেন্ডারি SIM ব্যবহারকারীদের জন্য আকর্ষণীয়, যাঁরা খুব বেশি ডেটা ব্যবহার করেন না।এই দু’টি প্ল্যানই মূলত বাজারে প্রতিযোগিতায় টিকে থাকার কৌশলের অংশ। টেলিকম খাতে প্রবল মূল্যবৃদ্ধির সময়েও BSNL গ্রাহকদের জন্য এই সুবিধাজনক বিকল্প এনে দিয়েছে, যা একদিকে যেমন সাশ্রয়ী, অন্যদিকে দীর্ঘমেয়াদী।

FAQ (প্রশ্নোত্তর)

১. BSNL-এর নতুন ₹১,৫১৫ প্ল্যানে কী কী সুবিধা আছে?
এই প্ল্যানে প্রতিদিন ২ জিবি ডেটা, আনলিমিটেড কলিং ও ১০০ SMS পাওয়া যাবে ৩৬৫ দিনের জন্য।

২. ₹১,৪৯৯ প্ল্যানটি কাদের জন্য উপযুক্ত?
যাঁরা ডেটা খুব কম ব্যবহার করেন এবং BSNL কে সেকেন্ডারি সিম হিসেবে ব্যবহার করেন, তাঁদের জন্য এই প্ল্যান যথাযথ।

৩. এই প্ল্যানগুলি কোথা থেকে রিচার্জ করা যাবে?
BSNL-এর অফিসিয়াল অ্যাপ, ওয়েবসাইট বা বিভিন্ন মোবাইল ওয়ালেট প্ল্যাটফর্ম থেকে রিচার্জ করা যাবে।

৪. অন্য টেলিকম সংস্থার তুলনায় এই প্ল্যানের সুবিধা কতটা বেশি?
অন্য সংস্থার বার্ষিক প্ল্যানের তুলনায় BSNL-এর এই প্ল্যানের খরচ অনেকটাই কম, বিশেষত ডেটা ও ভয়েস কল সুবিধা বিবেচনা করলে।

৫. এই প্ল্যানগুলির মেয়াদ কবে শেষ হবে বা অফার কতদিন থাকবে?
BSNL এখনও কোনও নির্দিষ্ট মেয়াদ ঘোষণা করেনি, তবে সীমিত সময়ের অফার হতে পারে।