Home Shorts Videos Gallary Join
প্রথম পাতা খবর বিনোদন OTT ওয়েব সিরিজ লাইফস্টাইল তথ্য প্রযুক্তি

Dearness Allowance: জুন মাসেই আসছে DA-এর টাকা, সরকারি কর্মীদের জন্য বড় আপডেট

জুন মাস পড়তেই কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য এল সুখবর। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে চলতি মাসেই তাঁদের অ্যাকাউন্টে জমা হতে চলেছে মহার্ঘ ভাতা ও মহার্ঘ পেনশনের (DA ও DR) পুরো টাকা। সেইসঙ্গে বকেয়া অর্থও দেওয়া হবে একসঙ্গে। অর্থাৎ এবার আর আলাদা করে আবেদন বা অফিসে ঘোরার প্রয়োজন নেই।বর্তমানে কেন্দ্রীয় কর্মীদের যে হারে মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে, সেই হারেই জুন মাসে টাকা দেওয়া হবে। নতুন কোনও পরিবর্তনের কথা এখনো ঘোষণা করা হয়নি। যাঁরা পেনশনের আওতায় রয়েছেন, তাঁরাও একই সুবিধা পাবেন।

সাধারণত, প্রতিটি মাসের শেষ সপ্তাহে বা পরবর্তী মাসের প্রথম সপ্তাহে কেন্দ্রীয় বেতন ও পেনশন জমা হয়। সেই নিয়ম মেনেই জুন মাসেও DA ও DR-এর টাকা ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে বলে আশা করা যাচ্ছে।যাঁদের গত মাসের বা তার আগের সময়ের মহার্ঘ ভাতা বকেয়া রয়েছে, তাঁদের জন্যও থাকছে স্বস্তির খবর। জুন মাসেই সেই বকেয়াও একসঙ্গে মিটিয়ে দেওয়া হবে বলে জানা গেছে। অর্থাৎ একবারেই পুরো টাকার হদিস পাওয়া যাবে।

এই অর্থ প্রদান কর্মীদের আর্থিক পরিকল্পনার ক্ষেত্রে বড় সুবিধা এনে দেবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। পেনশনভোগীদের ক্ষেত্রেও এটি যথেষ্ট ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। কর্মরতদের পাশাপাশি অবসরপ্রাপ্তরাও আর্থিক নিশ্চয়তা পাচ্ছেন সময়মতো।এই মুহূর্তে দেশের প্রায় ৫০ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও প্রায় ৬৫ লক্ষ পেনশনভোগী DA এবং DR-এর অধীনে রয়েছেন। ফলে জুন মাসের এই অর্থ প্রদান অনেকের আর্থিক দিক থেকে স্বস্তির কারণ হয়ে দাঁড়াবে।

সাধারণ প্রশ্নোত্তর (FAQ):

১. জুন মাসে DA ও DR কবে জমা হবে?
সাধারণ নিয়ম অনুযায়ী, মাসের শেষ সপ্তাহ বা পরের মাসের শুরুতে এই অর্থ জমা হয়।

২. মহার্ঘ ভাতার হারে কোনও পরিবর্তন হয়েছে কি?
না, এই মুহূর্তে DA বা DR-এর হারে কোনও পরিবর্তন হয়নি।

৩. বকেয়া অর্থ কাদের দেওয়া হবে?
যাঁদের পূর্ববর্তী মাস বা মাসগুলির মহার্ঘ ভাতা বকেয়া রয়েছে, তাঁরা এই অর্থ পাবেন।

৪. পেনশনভোগীরাও কি এই সুবিধা পাবেন?
হ্যাঁ, DR-এর অধীনে থাকা পেনশনভোগীরাও এই অর্থ পাবেন।

৫. এই অর্থ পেতে আলাদা করে কিছু করতে হবে কি?
না, এই অর্থ স্বয়ংক্রিয়ভাবে ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়ে যাবে।