Home Shorts Videos Gallary Join
প্রথম পাতা খবর বিনোদন OTT ওয়েব সিরিজ লাইফস্টাইল তথ্য প্রযুক্তি

বাজারে এল Hero Classic 125 বাইক, দারুণ লুক আর 55kmpl মাইলেজে মুগ্ধ সবাই

ভারতীয় দুই চাকার যানবাহনের বাজারে আবার নতুন চমক নিয়ে হাজির হিরো মটোকর্প। এবার তারা নিয়ে এসেছে Hero Classic 125, একটি নতুন মোটরসাইকেল যা ক্লাসিক ডিজাইন ও আধুনিক প্রযুক্তির মিশেলে তৈরি। মূলত দৈনিক যাতায়াতকারী সাধারণ মানুষের কথা মাথায় রেখেই বাজারে আনা হয়েছে এই বাইকটি। কম বাজেটেও ভাল ফিচার ও মাইলেজ খোঁজার ক্রেতাদের জন্য এটি হতে পারে একটি দারুণ বিকল্প।

ইঞ্জিন ও পারফরম্যান্সের দিক থেকে নজরকাড়া এই বাইকটি তে রয়েছে ১২৪.৭ সিসি এয়ার-কুলড, সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন, যা ১০.৮ বিএইচপি শক্তি ও ১০.৬ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। এর সঙ্গে থাকছে ৫-স্পিড গিয়ারবক্স, যার মাধ্যমে গিয়ার পরিবর্তন হবে মসৃণ এবং দীর্ঘ রাইডে গতি বজায় থাকবে সহজেই।এছাড়া, মাইলেজের দিক থেকেও বাইকটি যথেষ্ট সাশ্রয়ী। প্রতি লিটার পেট্রোলে এটি চলবে আনুমানিক ৫৫ কিমি, যা দৈনিক ৪০-৫০ কিমি যাতায়াতকারীদের জন্য যথেষ্ট সুবিধাজনক।

ডিজাইনের দিক থেকে হিরো ক্লাসিক ১২৫ একদমই নজরকাড়া। গোল হেডল্যাম্প, ক্রোম-ফিনিশড মিরর, স্টাইলিশ গ্রাফিক্স ও সুন্দর কনট্যুরড ফুয়েল ট্যাঙ্ক এই বাইকটিকে দিয়েছে এক রেট্রো লুক। সেইসঙ্গে আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে সংযুক্ত হয়েছে ডিজিটাল-অ্যানালগ ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ইউএসবি চার্জিং পোর্ট এবং টিউবলেস টায়ার।নিরাপত্তার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে যথেষ্ট। আছে ইন্টিগ্রেটেড ব্রেকিং সিস্টেম (IBS), টেলিস্কোপিক ফ্রন্ট সাসপেনশন ও রিয়ার হাইড্রলিক শক অ্যাবজরবার, যা খারাপ রাস্তার ধাক্কাও সহজে সামাল দিতে পারে। দু’জন আরোহীর জন্য উপযুক্ত প্রশস্ত ও আরামদায়ক সিট রয়েছে এতে।

দামের দিক থেকেও বাইকটি যথেষ্ট প্রতিযোগিতামূলক। ড্রাম ব্রেক ভ্যারিয়েন্টের দাম শুরু হচ্ছে ₹৭৭,০০০ থেকে, আর ডিস্ক ব্রেক ভ্যারিয়েন্টের দাম ₹৮১,০০০ (এক্স-শোরুম)। তবে বিভিন্ন রাজ্য অনুযায়ী কর ও চার্জ ভিন্ন হতে পারে।শুধু অফলাইনে নয়, অনলাইন বুকিং-এর সুবিধাও থাকছে। সেইসঙ্গে থাকছে সহজ ফাইন্যান্সিং ও এক্সচেঞ্জ অফার। ছাত্র, চাকুরিজীবী, ডেলিভারি কর্মী বা বয়স্ক চালকদের জন্য এই বাইকটি হতে পারে সেরা সঙ্গী।

FAQ: গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

১. Hero Classic 125 কাদের জন্য উপযুক্ত?
→ এই বাইকটি মূলত দৈনিক যাতায়াতকারী ছাত্র, চাকুরিজীবী, ডেলিভারি কর্মী ও বয়স্ক রাইডারদের জন্য উপযুক্ত।

২. এই বাইকটির ইঞ্জিন ক্ষমতা কত?
→ এতে রয়েছে ১২৪.৭ সিসি এয়ার-কুলড ইঞ্জিন, যা ১০.৮ বিএইচপি ও ১০.৬ এনএম টর্ক উৎপন্ন করে।

৩. Hero Classic 125-এর মাইলেজ কত?
→ আনুমানিক মাইলেজ প্রতি লিটার পেট্রোলে ৫৫ কিমি।

৪. বাইকটির দাম কত এবং কোথায় পাওয়া যাবে?
→ ড্রাম ভ্যারিয়েন্টের দাম ₹৭৭,০০০ ও ডিস্ক ভ্যারিয়েন্টের দাম ₹৮১,০০০ (এক্স-শোরুম)। এটি হিরোর সমস্ত ডিলারশিপে শীঘ্রই পাওয়া যাবে।

৫. Hero Classic 125-এ কী কী আধুনিক ফিচার রয়েছে?
→ ডিজিটাল-অ্যানালগ মিটার, ইউএসবি চার্জিং পোর্ট, টিউবলেস টায়ার, ও IBS-এর মতো ফিচার এতে অন্তর্ভুক্ত।