Home Shorts Videos Gallary Join
প্রথম পাতা খবর বিনোদন OTT ওয়েব সিরিজ লাইফস্টাইল তথ্য প্রযুক্তি

Indian Railways: রেল বাজেটে বড় ধাক্কা! এক্সপ্রেস ও AC ট্রেনের ভাড়ায় পরিবর্তন, জেনে নিন নতুন রেট

ভারতের রেলযাত্রীদের জন্য আসছে এক নতুন অধ্যায়। ২০২৫ সালের ১ জুলাই থেকে শুরু হতে চলেছে ভারতীয় রেলের নতুন ভাড়া কাঠামো ও টিকিট বুকিং সংক্রান্ত বেশ কিছু পরিবর্তন। সাধারণ যাত্রীর ভাড়ায় সামান্য বৃদ্ধি হলেও, কিছু বিশেষ শ্রেণির জন্য কোনও পরিবর্তন নেই। একইসঙ্গে টাটকাল টিকিট বুকিংয়ে আনতে চলেছে আধার-নির্ভর কড়াকড়ি।

নতুন ভাড়ার বিবরণ

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নন-এসি মেল ও এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের প্রতি কিলোমিটারে অতিরিক্ত ১ পয়সা দিতে হবে। অন্যদিকে, এসি ক্লাসে এই বাড়তি ভাড়া হবে ২ পয়সা প্রতি কিলোমিটারে। সাধারণ দ্বিতীয় শ্রেণির ক্ষেত্রে ৫০০ কিলোমিটার পর্যন্ত যাত্রায় কোনও ভাড়া বাড়বে না। তবে তার বেশি দূরত্বে প্রতি কিলোমিটারে ০.৫ পয়সা অতিরিক্ত গুনতে হবে।

কোনও পরিবর্তন নেই এই শ্রেণিগুলিতে

সাবার্বান ট্রেনের যাত্রীদের জন্য কোনও ভাড়া বৃদ্ধি হবে না। একইসঙ্গে, মাসিক সিজন টিকিটেও কোনও অতিরিক্ত খরচ লাগবে না। অফিস যাত্রী ও নিত্যযাত্রীদের জন্য এটি এক বড় স্বস্তির খবর।

তৎকাল টিকিট বুকিংয়ে কড়া নিয়ম 

রেলের নতুন নিয়ম অনুযায়ী, ১ জুলাই ২০২৫ থেকে IRCTC-এর মাধ্যমে তৎকাল টিকিট বুকিং করতে হলে যাত্রীর আধার নম্বর যাচাই বাধ্যতামূলক। এর পাশাপাশি, ১৫ জুলাই থেকে টাটকাল বুকিংয়ের সময় আধার-ভিত্তিক ওটিপি যাচাইয়েরও প্রয়োজন হবে।

এজেন্টদের জন্য নিষেধাজ্ঞা

এজেন্টদের ক্ষেত্রে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন থেকে তৎকাল বুকিং শুরুর প্রথম ৩০ মিনিটে কোনও এজেন্ট বুকিং করতে পারবেন না। অর্থাৎ, এসি টিকিটের ক্ষেত্রে সকাল ১০টা থেকে ১০:৩০ পর্যন্ত ও নন-এসি টিকিটের ক্ষেত্রে সকাল ১১টা থেকে ১১:৩০ পর্যন্ত শুধুমাত্র সাধারণ যাত্রীরা নিজেরাই বুকিং করতে পারবেন।

চার্ট প্রকাশে পরিবর্তন

বিকানর ডিভিশনের একটি ট্রেনে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে নতুন চার্ট প্রকাশ পদ্ধতি, যেখানে সফরের ২৪ ঘণ্টা আগেই চূড়ান্ত সিট চার্ট প্রকাশ করা হচ্ছে। এতদিন তা যাত্রার ৪ ঘণ্টা আগে প্রকাশ হত। এই পদ্ধতিকে স্বচ্ছতা ও পরিকল্পনার দিক থেকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

প্রশ্নোত্তর (FAQ)

১. কবে থেকে রেলের নতুন ভাড়া কাঠামো চালু হচ্ছে?
 ১ জুলাই ২০২৫ থেকে এটি কার্যকর হবে।

২. কোন শ্রেণিতে ভাড়া বাড়বে না?
 সাবার্বান ট্রেন ও মাসিক সিজন টিকিটে কোনও ভাড়া বৃদ্ধি হবে না।

৩. তৎকাল টিকিট বুক করতে কী প্রমাণপত্র লাগবে?
 আধার কার্ড বাধ্যতামূলক এবং ১৫ জুলাই থেকে ওটিপি যাচাইও প্রয়োজন।

৪. এজেন্টরা টাটকাল বুকিং করতে পারবে কখন?
 এসি শ্রেণিতে সকাল ১০:৩০-এর পর ও নন-এসি শ্রেণিতে সকাল ১১:৩০-এর পর বুকিং করতে পারবে।

৫. চার্ট প্রকাশে কী পরিবর্তন আনা হয়েছে?
 এখন থেকে সফরের ২৪ ঘণ্টা আগেই চূড়ান্ত চার্ট প্রকাশ করা হবে।