Hoop PlusTollywood

Isha Saha: সরু ফিতের ব্লাউজের সঙ্গে সবুজ শাড়ি, পুরুষ ভক্তদের ঘাম ঝরালেন ঈশা সাহা

ঈশা সাহা (Isha Saha) বর্তমানে টলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে অন্যতম। ছোট পর্দায় ‘ঝাঁঝ লবঙ্গ ফুল’-এর মাধ্যমে তাঁর অভিনয়ে আত্মপ্রকাশ ঘটেছিল। তবে এরপর ফিল্ম ও ওয়েব সিরিজেই মনোযোগ দিয়েছেন ঈশা। ঈশা বদলে নিয়েছেন নিজের স্টাইল স্টেটমেন্টও। ধীরে ধীরে নিজেকে গ্রুম করেছেন তিনি। সম্প্রতি ঈশার কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ছবিগুলি তুলেছেন কলকাতার ফ্যাশন ফটোগ্রাফার রুদ্র সাহা (Rudra Saha)। ঈশার নতুন ফিল্ম ‘ঘরে ফেরার গান’-এর প্রিমিয়ারের সন্ধ্যায় ছবিগুলি তুলেছেন রুদ্র। হাসিমুখে রুদ্রর ক্যামেরায় বন্দি হয়েছেন ঈশা। ছবিতে ঈশার পরনে রয়েছে সবুজ রঙের সাটিনের শাড়ি ও একই রঙের ব্রালেট। শাড়িটি একটি থান শাড়ি। উজ্জ্বল মেকআপ করেছেন ঈশা। চোখে বজায় রয়েছে স্মোকি আই লুক। ঠোঁটে রয়েছে খয়েরি রঙের লিপস্টিক। কাঁধ অবধি শর্ট হেয়ার খোলা রেখেছেন ঈশা। কানে রয়েছে সিলভারের স্টোন স্টাডেড শ‍্যান্ডেলিয়র ইয়ারিং। পায়ে রয়েছে ট্রান্সপারেন্ট হিলের স্টিলেটো। ঈশার ছবিগুলি তাঁর অনুরাগীদের পছন্দ হয়েছে। রুদ্রর ফটোগ্রাফির প্রশংসাও করেছেন সকলে।

চলতি সপ্তাহে রিলিজ করেছে ঈশা ও পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chattopadhyay) অভিনীত ফিল্ম ‘ঘরে ফেরার গান’। ফিল্মে ঈশার অভিনয় সকলের কাছে প্রশংসিত হলেও চিত্রনাট্যের কারণে ‘ঘরে ফেরার গান’ বক্স অফিসে সফল নয়। এটি একটি মিউজিক্যাল। ফলে অধিকাংশ গানই ফোক ফিউশন। গানগুলি সুপারহিট বলা যায় না। তুলনামূলক ভাবে প্রশংসিত হইচই-এ মুক্তিপ্রাপ্ত ঈশার নতুন ওয়েব সিরিজ ‘ইন্দু 2’। আগামী দিনে একগুচ্ছ প্রোজেক্ট রয়েছে ঈশার হাতে।

এর মধ্যে অন্যতম হল ‘মিথ্যে প্রেমের গান’। এই ফিল্মে ঈশার বিপরীতে অভিনয় করছেন অর্জুন চক্রবর্তী (Arjun Chakraborty) ও অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya)। ফিল্মটি পরিচালনা করছেন পরমা নেওটিয়া (Parama Neotia)।