Home Shorts Videos Gallary Join
প্রথম পাতা খবর বিনোদন OTT ওয়েব সিরিজ লাইফস্টাইল তথ্য প্রযুক্তি

অফুরন্ত ডেটা ও ফ্রি OTT সাবস্ক্রিপশন! আজই রিচার্জ করুন, পুরো ১ বছর ফ্রি পরিষেবা

ভারতের অন্যতম জনপ্রিয় টেলিকম সংস্থা জিও নিয়ে এল এমন এক প্রিপেইড প্ল্যান, যা বছরে একবার রিচার্জ করলেই মিলবে দৈনিক ২.৫ জিবি হাই-স্পিড ডেটা, আনলিমিটেড কল এবং একগুচ্ছ অতিরিক্ত সুবিধা। মাত্র ৩৫৯৯ খরচেই মিলবে এই অফার, যা বহু ব্যবহারকারীর জন্য হতে পারে দীর্ঘমেয়াদি সাশ্রয়ী সমাধান।এই প্ল্যানে যেটি নজর কাড়ে, তা হল এর বিপুল ডেটা সুবিধা। দিনে ২.৫ জিবি করে বছরে মোট ৯১২.৫ জিবি ডেটা মিলবে হাই-স্পিডে। এরপরেও থামছে না সুবিধা—যাঁদের ফোনে ৫জি সাপোর্ট রয়েছে, তাঁরা পাবেন আনলিমিটেড ৫জি ডেটা বিনা খরচে। অর্থাৎ দৈনিক ডেটা ক্যাপের পরেও ইচ্ছেমতো ইন্টারনেট ব্যবহার সম্ভব।

এই প্ল্যানে আরও থাকছে অ্যানলিমিটেড ভয়েস কলিং সুবিধা দেশের যে কোনও নেটওয়ার্কে এবং প্রতিদিন ১০০টি SMS পাঠানোর সুবিধা। ফলে কর্মক্ষেত্র হোক বা দৈনন্দিন যোগাযোগ, এই প্ল্যান একাই অনেক সমস্যার সমাধান।এতেই শেষ নয়। রিচার্জের সঙ্গে থাকছে বিনামূল্যে সাবস্ক্রিপশন—JioTV, JioCinema এবং JioCloud। বিভিন্ন ক্ষেত্রে Netflix Mobile বা Prime Video Mobile-এর সাবস্ক্রিপশনও অন্তর্ভুক্ত থাকতে পারে, যদিও তা নির্দিষ্ট অঞ্চল বা অফারের উপর নির্ভর করে।অন্যদিকে, জিও-র ৩৯৯৯ টাকার বার্ষিক প্ল্যানে সমস্ত সুবিধা একই থাকলেও অতিরিক্তভাবে FanCode-এর সাবস্ক্রিপশন দেওয়া হয়। ফলে যাঁরা খেলাধুলার লাইভ স্ট্রিমিং চান, তাঁদের জন্য এটি উপযোগী হতে পারে। তবে যারা মূলত ইন্টারনেট ও কলিং পরিষেবা চান, ৩৫৯৯ টাকার প্ল্যান অনেকটাই অর্থসাশ্রয়ী।

সাধারণ মাসিক রিচার্জ প্ল্যানের তুলনায় এটি অনেক বেশি উপকারি। প্রতি মাসে ৩৯৯ করে রিচার্জ করলে বার্ষিক খরচ দাঁড়ায় ৪৭৮৮। সেক্ষেত্রে এই বার্ষিক প্ল্যানে প্রায় ১১৮৯ সাশ্রয় হয়। প্রতিদিনের হিসাবে খরচ পড়ে মাত্র ১০।এই প্ল্যানটি বিশেষ করে যাঁরা একটানা ও নিরবিচারে ইন্টারনেট ব্যবহার করেন এবং বারবার রিচার্জ করতে বিরক্ত হন, তাঁদের জন্য দারুণ সুবিধাজনক।

FAQ (প্রশ্নোত্তর)

১. জিও-র ৩৫৯৯ প্ল্যানে দৈনিক কতটা ডেটা পাওয়া যায়?
→ এই প্ল্যানে প্রতিদিন ২.৫ জিবি হাই-স্পিড 4G ডেটা পাওয়া যায় এবং ৫জি ব্যবহারকারীদের জন্য থাকছে আনলিমিটেড ৫জি ডেটা।

২. প্ল্যানে কোন কোন বিনামূল্য পরিষেবা অন্তর্ভুক্ত?
→ JioTV, JioCinema, JioCloud-এর মতো পরিষেবাগুলি বিনামূল্যে দেওয়া হচ্ছে। নির্দিষ্ট ক্ষেত্রে Netflix বা Prime Video Mobile-ও থাকতে পারে।

৩. SMS ও কলিং সুবিধা কতটা?
→ প্রতিদিন ১০০টি SMS এবং দেশের যেকোনও নেটওয়ার্কে আনলিমিটেড কলিং দেওয়া হয়েছে।

৪. এই প্ল্যানের সঙ্গে FanCode সাবস্ক্রিপশন মিলবে কি?
→ না, ৩৫৯৯ প্ল্যানে FanCode সাবস্ক্রিপশন নেই। এটি শুধুমাত্র ৩৯৯৯ টাকার প্ল্যানে দেওয়া হয়।

৫. মাসিক রিচার্জের তুলনায় কত টাকা সাশ্রয় হয়?
→ ৩৯৯ মাসিক রিচার্জে বছরে ₹৪৭৮৮ খরচ হয়। সেই তুলনায় ৩৫৯৯ প্ল্যানে ১১৮৯ টাকা কম খরচ হয়।