Home Shorts Videos Gallary Join
প্রথম পাতা খবর বিনোদন OTT ওয়েব সিরিজ লাইফস্টাইল তথ্য প্রযুক্তি

ব্যাঙ্কের মালিকানা গেল Jio-র হাতে! SBI-র সমস্ত শেয়ার কিনে চমক Reliance-এর

Jio Financial Services (JFS)-এর হাতে এখন Jio Payments Bank-এর পুরোপুরি মালিকানা। দেশের অন্যতম বড় শিল্পগোষ্ঠী Reliance-এর এই আর্থিক সংস্থা সম্প্রতি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) হাতে থাকা বাকি শেয়ারও কিনে নিয়েছে। আর এর ফলে এবার থেকে Jio Payments Bank পুরোপুরি JFS-এর একক মালিকানাধীন প্রতিষ্ঠান হয়ে উঠল। JFS আগেও Jio Payments Bank-এর ৮২.১৭% মালিক ছিল। এবার তারা SBI-এর ১৭.৮৩% অংশ কিনে নিয়ে নিজের শেয়ার ১০০ শতাংশে পৌঁছে দিয়েছে। শেয়ার কেনার জন্য JFS খরচ করেছে ১০৪.৫৪ কোটি, মোট ৭.৯০ কোটি ইক্যুইটি শেয়ার কেনা হয়েছে। ৪ জুন ২০২৫-এ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) থেকে চূড়ান্ত অনুমোদনের পরেই এই শেয়ার স্থানান্তর সম্পূর্ণ হয়েছে।

JFS-এর এই সিদ্ধান্ত কেন গুরুত্বপূর্ণ?

Reliance গোষ্ঠী বহুদিন ধরেই তাদের ডিজিটাল ও ফিনান্স সেক্টরকে শক্তিশালী করার পরিকল্পনা নিচ্ছে। সম্পূর্ণ মালিকানা অর্জনের ফলে এখন Jio Payments Bank-এর পরিচালনা ও ব্যবসায়িক নীতিনির্ধারণে একক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে JFS-এর পক্ষে। বর্তমানে JFS-এর বাজারমূল্য দাঁড়িয়েছে প্রায় ১.৮৬ লক্ষ কোটি টাকায়। শেয়ার বাজারে JFS-এর পারফরম্যান্সও আলোচনায় এসেছে। গত ৫২ সপ্তাহে শেয়ার সর্বোচ্চ উঠেছে ৩৬৮.৩০ পর্যন্ত, এবং সর্বনিম্ন ছিল ১৯৮.৬০। চলতি বছরে শেয়ার ৫১% পর্যন্ত বেড়েছে, যদিও বছরের শুরু থেকে পড়েছে প্রায় ৫.৫% এবং গোটা বছরে পতন হয়েছে ২০.৭৭%।

FAQ – গুরুত্বপূর্ণ ৫টি প্রশ্ন ও উত্তর

Jio Payments Bank আগে কার মালিকানাধীন ছিল?
 JFS-এর ছিল ৮২.১৭% এবং SBI-এর ছিল ১৭.৮৩% মালিকানা।

JFS কত টাকা দিয়ে SBI-এর শেয়ার কিনেছে?
 মোট ১০৪.৫৪ কোটি টাকা দিয়ে ৭.৯০ কোটি শেয়ার কেনা হয়েছে।

এই শেয়ার কেনার অনুমোদন কে দিয়েছে?
RBI ৪ জুন ২০২৫-এ এই লেনদেনের জন্য চূড়ান্ত অনুমোদন দেয়।

JFS-এর বর্তমান বাজার মূল্য কত?
 প্রায় ১.৮৬ লক্ষ কোটি টাকা।

JFS-এর শেয়ারের গত এক বছরে পারফরম্যান্স কেমন?
 বছরের শুরু থেকে ৫.৫% কমেছে এবং গোটা বছরে ২০.৭৭% কমেছে, যদিও সাম্প্রতিক সময়ে ৫১% পর্যন্ত বৃদ্ধিও হয়েছে।