Home Shorts Videos Gallary Join
প্রথম পাতা খবর বিনোদন OTT ওয়েব সিরিজ লাইফস্টাইল তথ্য প্রযুক্তি

Lakhpati Didi Yojana: ৫ লক্ষ টাকা লোন একেবারে বিনা সুদে, কারা পাবেন এই সরকারি স্কিমের সুবিধা

দেশের কোটি কোটি মহিলার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে এক সাহসী পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার। ২০২৩ সালে শুরু হওয়া ‘লাখপতি দিদি যোজনা’ এখন বাস্তবে বহু মহিলার জীবনে আশার আলো জ্বালাচ্ছে।এই প্রকল্পের মূল লক্ষ্য, স্বনির্ভর গোষ্ঠী (Self-Help Group বা SHG)-তে যুক্ত মহিলাদের আর্থিকভাবে স্বাধীন করে তোলা। তাদের দেওয়া হচ্ছে ₹১ লাখ থেকে ₹৫ লাখ পর্যন্ত সুদমুক্ত ঋণ, যাতে তারা নিজের পছন্দমতো ব্যবসা শুরু করতে পারেন বা পুরনো ব্যবসাকে বাড়াতে পারেন।

এই যোজনার বিশেষত্ব হল, শুধু ঋণ নয়, বরং প্রয়োজনীয় প্রশিক্ষণও দেওয়া হচ্ছে। ‘স্কিল ডেভেলপমেন্ট’ প্রোগ্রামের মাধ্যমে উদ্যোক্তা হওয়ার প্রাথমিক ধারণা থেকে ব্যবসা পরিচালনার কৌশল—সবই শেখানো হচ্ছে এই মহিলাদের। যার ফলে তারা হয়ে উঠছেন আত্মবিশ্বাসী, দক্ষ এবং সফল ব্যবসায়ী।তবে এই যোজনায় অংশগ্রহণের জন্য কিছু শর্ত মানতে হবে। আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ₹৩ লাখের কম হতে হবে এবং পরিবারের কেউ যেন সরকারি চাকরিতে নিযুক্ত না থাকেন। এর পাশাপাশি আবেদনকারীর SHG-এর সদস্য হওয়া বাধ্যতামূলক।

আবেদন প্রক্রিয়াও বেশ সহজ। একটিমাত্র ব্যবসায়িক পরিকল্পনা SHG-এর মাধ্যমে জমা দিতে হয় সংশ্লিষ্ট সরকারি দফতরে। সেই পরিকল্পনা অনুমোদিত হলে মিলবে আর্থিক সাহায্য। আবেদন করতে প্রয়োজন হবে আধার কার্ড, প্যান কার্ড, আয় সনদ, ব্যাংক পাসবুক, একটি পাসপোর্ট সাইজ ছবি ও মোবাইল নম্বর।এই যোজনার মাধ্যমে সরকারের লক্ষ্য প্রায় ৩ কোটি মহিলাকে আর্থিক স্বাধীনতার পথে এগিয়ে নিয়ে যাওয়া। এমন একটি উদ্যোগ শুধু মহিলাদের উন্নয়ন নয়, বরং দেশের অর্থনৈতিক কাঠামোকেও আরও মজবুত করবে।

পাঠকদের জন্য গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্ন ও উত্তর (FAQs)

১. লাখপতি দিদি যোজনায় কত টাকা পর্যন্ত ঋণ পাওয়া যায়?
→ এই প্রকল্পে ₹১ লাখ থেকে ₹৫ লাখ পর্যন্ত সুদমুক্ত ঋণ প্রদান করা হয়।

২. এই প্রকল্পে কারা আবেদন করতে পারবেন?
→ যাঁরা SHG-এর সদস্য, যাঁদের পরিবারের বার্ষিক আয় ₹৩ লাখের নিচে এবং পরিবারের কেউ সরকারি চাকরিতে নিযুক্ত নয়।

৩. প্রশিক্ষণের গুরুত্ব কতটা এই যোজনায়?
→ প্রশিক্ষণের মাধ্যমে মহিলারা দক্ষতার সঙ্গে ব্যবসা পরিচালনা করতে শিখছেন, যা স্বনির্ভরতায় সাহায্য করছে।

৪. আবেদন করার প্রক্রিয়া কীভাবে সম্পন্ন হয়?
→ একটি ব্যবসায়িক পরিকল্পনা SHG-এর মাধ্যমে জমা দিতে হয় এবং সরকারি অনুমোদনের পর ঋণ দেওয়া হয়।

৫. এই যোজনার লক্ষ্য কতজন মহিলাকে অন্তর্ভুক্ত করা?
→ সরকার প্রায় ৩ কোটি মহিলাকে এই প্রকল্পের আওতায় আনতে চায়।