পশ্চিমবঙ্গের বহু পরিবারের আর্থিক ভরসা হয়ে উঠেছে রাজ্য সরকারের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প। এবার এই প্রকল্পের মাসিক ভাতার অঙ্ক বাড়ানোর কথা ভাবা হচ্ছে বলে জানা গিয়েছে। জুলাই মাস থেকেই পরিবর্তন আসতে পারে এই প্রকল্পে, এমন ইঙ্গিত মিলছে প্রশাসনিক মহল থেকে।
বর্তমানে ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলাদের জন্য চালু রয়েছে এই আর্থিক সহায়তা প্রকল্প। সাধারণ শ্রেণির মহিলারা প্রতি মাসে পান ₹১,০০০ করে। তফসিলি জাতি ও উপজাতি মহিলাদের জন্য এই অঙ্ক ₹১,২০০। গত কয়েক বছর ধরে এই ভাতা নিয়মিত দেওয়া হচ্ছে উপভোক্তাদের অ্যাকাউন্টে।এবার শোনা যাচ্ছে, এই প্রকল্পের আওতায় ভাতার অঙ্ক বাড়ানোর চিন্তা করছে রাজ্য সরকার। আলোচ্য পরিকল্পনা অনুযায়ী, জুলাই মাস থেকে সাধারণ শ্রেণির মহিলারা ₹১,৫০০ এবং তফসিলি জাতি-উপজাতির মহিলারা ₹১,৮০০ করে পেতে পারেন মাসে। যদিও সরকারিভাবে এখনও এই নিয়ে কোনও চূড়ান্ত ঘোষণা হয়নি, তবে বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে বলেই প্রশাসনিক সূত্রে খবর।
রাজ্য সরকারের একাধিক প্রকল্পের মধ্যে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ বিশেষভাবে জনপ্রিয় হয়ে উঠেছে। নিত্যপ্রয়োজনীয় খরচ সামলাতে বহু মহিলার জন্য এই ভাতা বড় সহায়। করোনা-পরবর্তী অর্থনৈতিক চাপে এই প্রকল্প একাধিক পরিবারকে কিছুটা হলেও স্বস্তি দিয়েছে।রাজ্যের মুখ্যমন্ত্রী এর আগেই ঘোষণা করেছিলেন, এই প্রকল্প আজীবন চালু থাকবে উপযুক্ত মহিলাদের জন্য। অর্থাৎ একবার এই প্রকল্পে নাম নথিভুক্ত হলে নির্দিষ্ট বয়সসীমা পর্যন্ত ভাতা পেয়ে যাবেন উপভোক্তারা। এই ঘোষণার পর থেকেই বহু মহিলা এই প্রকল্পে যুক্ত হয়েছেন এবং এর মাধ্যমে আত্মনির্ভরতা অর্জনের পথ খুঁজে পেয়েছেন।
কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর:
১. লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কাদের ভাতা দেওয়া হয়?
২৫ থেকে ৬০ বছর বয়সী রাজ্যের মহিলা নাগরিকরা এই প্রকল্পের আওতায় পড়েন।
২. বর্তমানে কত টাকা করে ভাতা দেওয়া হয়?
সাধারণ শ্রেণির মহিলারা ₹১,০০০ এবং SC/ST মহিলারা ₹১,২০০ করে পান প্রতি মাসে।
৩. এই ভাতার পরিমাণ কবে থেকে বাড়তে পারে?
প্রস্তাব অনুযায়ী, জুলাই মাস থেকে বাড়তি ভাতা কার্যকর হতে পারে।
৪. নতুন ভাতা কত হতে পারে?
সাধারণ মহিলারা ₹১,৫০০ এবং SC/ST মহিলারা ₹১,৮০০ করে পেতে পারেন, যদিও চূড়ান্ত ঘোষণা এখনও হয়নি।
৫. এই প্রকল্পের মেয়াদ কতদিনের?
এই প্রকল্পকে আজীবন চালানোর ঘোষণা আগেই দিয়েছেন মুখ্যমন্ত্রী।