রাজ্য সরকারের এক মহতী উদ্যোগে, ঝাড়খণ্ডের হাজার হাজার নারী উপভোক্তা এপ্রিল মাসের জন্য ২,৫০০ টাকা করে অর্থ সহায়তা পেয়েছেন। মঁইয়া সম্মান যোজনা-র আওতায় এই অর্থ সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। জুন মাসে মে ও জুনের সম্মিলিত ৫,০০০ টাকার কিস্তি দেওয়ার কথা জানানো হয়েছে প্রশাসনের তরফে।
এই যোজনাটি মূলত আর্থিকভাবে দুর্বল প্রেক্ষাপটে থাকা নারীদের জন্য চালু করা হয়েছে। প্রতি মাসে নির্ধারিত ২,৫০০ টাকা করে তাদের অ্যাকাউন্টে পাঠানোর কথা। এপ্রিল মাসের অর্থ ইতিমধ্যেই হস্তান্তর হয়েছে, জানানো হয়েছে সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে।
তবে এই যোজনার পথ একেবারে মসৃণ নয়। পূর্বি সিংভূম জেলায় প্রায় ৭৭,০০০ জন উপভোক্তাকে হোল্ড তালিকায় রাখা হয়েছে, যাঁদের মধ্যে শুধুমাত্র জামশেদপুর অঞ্চল থেকেই রয়েছেন প্রায় ১৪,৬৬২ জন। এর মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে ব্যাংক অ্যাকাউন্টে ত্রুটি, যেমন: আধারের সঙ্গে সংযুক্ত না থাকা, ভুল IFSC কোড বা তথ্যের অসঙ্গতি।
সরকারের তরফে স্পষ্ট জানানো হয়েছে, কেবলমাত্র যাঁরা প্রকৃতপক্ষে এই যোজনার যোগ্য, তাঁরাই অর্থ সহায়তা পাবেন। যাঁরা ইতিমধ্যেই অন্য কোনও পেনশন প্রকল্পের সুবিধা নিচ্ছেন, তাঁদের এই তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে।
নারীদের একাংশ যদিও তাদের কিস্তি পেয়েছেন, কিন্তু বাকি অনেকে এখনও বিভ্রান্ত অবস্থায় রয়েছেন। বিশেষজ্ঞদের মতে, ব্যাংক অ্যাকাউন্ট সংশোধন বা আধার সংযুক্তিকরণ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন না হলে ভবিষ্যতের কিস্তিও আটকে যেতে পারে।
প্রশ্নোত্তর বিভাগ (FAQ)
১. মঁইয়া সম্মান যোজনার অন্তর্ভুক্তি শর্ত কী কী?
এই যোজনায় অন্তর্ভুক্তির জন্য নারীদের আর্থিকভাবে দুর্বল হতে হবে এবং তাঁরা অন্য কোনও পেনশন যোজনার উপভোক্তা হতে পারবেন না।
২. এপ্রিল মাসের কিস্তির অর্থ কবে ট্রান্সফার হয়েছে?
এপ্রিল ২০২৫-এর ২,৫০০ টাকার কিস্তি সম্প্রতি উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠানো হয়েছে।
৩. মে ও জুন মাসের অর্থ কবে পাওয়া যাবে?
জুন মাসে এই দুই মাসের সম্মিলিত ৫,০০০ টাকা একসঙ্গে ট্রান্সফার করা হবে বলে জানানো হয়েছে।
৪. ‘হোল্ড’-এ থাকা উপভোক্তাদের জন্য কী করণীয়?
তাঁদের অবিলম্বে ব্যাংক অ্যাকাউন্ট আধার-সংযুক্ত করতে হবে এবং তথ্য সংশোধনের জন্য স্থানীয় CSC বা ব্লক অফিসে যোগাযোগ করতে হবে।
৫. যদি অন্য কোনও সরকারি পেনশনে নাম থাকে, তাহলে কি এই যোজনা থেকে বাদ পড়তে হবে?
হ্যাঁ, একাধিক পেনশন সুবিধা পাওয়া যাবে না। এক্ষেত্রে এই যোজনার সুবিধা বাতিল হতে পারে।