জুলাইয়ের প্রথম সপ্তাহেই ভারতীয় স্মার্টফোন বাজারে পা রাখতে চলেছে Oppo-র নতুন Reno 14 সিরিজ। আগে থেকেই চীনে লঞ্চ হওয়া এই সিরিজ এবার হাজির হচ্ছে ভারতীয় ক্রেতাদের জন্য, তাও ফ্ল্যাগশিপ ফিচার নিয়ে মধ্যম বাজেটের মধ্যে।চীনে মে মাসেই আত্মপ্রকাশ করেছিল Reno 14 ও Reno 14 Pro। ভারতে আসার আগে থেকেই প্রযুক্তি মহলে তৈরি হয়েছে প্রবল উত্তেজনা। ব্যবহারকারীদের জন্য থাকছে উন্নত ডিসপ্লে, ক্যামেরা, ব্যাটারি ও প্রসেসরের সুবিধা। বিশেষ করে যারা মিড-রেঞ্জ বাজেটে প্রিমিয়াম ফিচার খুঁজছেন, তাঁদের জন্য এটি হতে পারে আদর্শ অপশন।
ডিসপ্লে ও ডিজাইন
Reno 14 মডেলে থাকছে ৬.৫৯ ইঞ্চির Full HD+ AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। স্ক্রিন প্রটেকশনের জন্য থাকছে OPPO-র নিজস্ব Crystal Shield গ্লাস। অন্যদিকে Reno 14 Pro মডেলে থাকছে ৬.৮৩ ইঞ্চির OLED ডিসপ্লে, যার রেজোলিউশন 1.5K ও পিক ব্রাইটনেস ১২০০ নিট।
চিপসেট ও স্টোরেজ
Reno 14 চালিত হবে MediaTek Dimensity 8350 চিপসেট দ্বারা, আর Pro ভার্সনে থাকবে Dimensity 8450 প্রসেসর। দুটি ফোনেই মিলবে সর্বোচ্চ ১৬ জিবি RAM এবং ১ টেরাবাইট পর্যন্ত UFS 3.1 স্টোরেজ। স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য এটি এক বিশাল সুবিধা, বিশেষ করে যারা গেমিং বা হেভি মাল্টিটাস্কিং করেন।
ব্যাটারি ও চার্জিং
দীর্ঘস্থায়ী ব্যবহারের জন্য Reno 14-এ থাকছে ৬০০০ এমএএইচ ব্যাটারি এবং ৮০ ওয়াট ফাস্ট চার্জিং। Pro মডেলে ব্যাটারি আরও শক্তিশালী—৬২০০ এমএএইচ, সঙ্গে ৫০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং সুবিধাও যুক্ত হয়েছে।
ক্যামেরা ফিচার
ছবি তোলার শখ যাঁদের, তাঁদের জন্য থাকছে দুর্দান্ত ক্যামেরা সেটআপ। Reno 14-এ থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা—৫০ এমপি প্রাইমারি সেন্সর (OIS সহ), ৫০ এমপি টেলিফটো ও ৮ এমপি আলট্রাওয়াইড। ফ্রন্ট ক্যামেরাও ৫০ এমপি। Reno 14 Pro-তে তিনটি রিয়ার ক্যামেরাই ৫০ এমপি, যার মধ্যে একটি ৩.৫x অপটিকাল জুমের পেরিস্কোপ লেন্স। সেলফির জন্য থাকছে ৫০ এমপি ফ্রন্ট ক্যামেরা।
অপারেটিং সিস্টেম ও দাম
দুটি ফোনেই প্রি-ইনস্টলড থাকবে Android 15-এর ওপর ভিত্তি করে তৈরি ColorOS 15। ভারতীয় বাজারে Reno 14-এর দাম শুরু হতে পারে ৩৩,৬০০ থেকে ৩৫,০০০ (১২GB/২৫৬GB মডেল)। Pro ভার্সনের দাম হতে পারে ৪১,৫০০ থেকে ৪২,০০০, এবং টপ-এন্ড ভার্সনের দাম ৫৩,৪০০ পর্যন্ত যেতে পারে।
প্রায়শই জিজ্ঞাস্য প্রশ্ন (FAQs):
১. কবে থেকে ভারতে Oppo Reno 14 সিরিজ উপলব্ধ হবে?
→ জুলাই ২০২৫-এর প্রথম সপ্তাহ থেকেই লঞ্চের সম্ভাবনা রয়েছে।
২. এই ফোনগুলিতে কোন অপারেটিং সিস্টেম থাকবে?
→ Android 15-এর ওপর নির্মিত ColorOS 15 থাকবে।
৩. Reno 14 ও Pro মডেলের প্রধান পার্থক্য কী?
→ ডিসপ্লে আকার, প্রসেসর, ব্যাটারি ক্ষমতা এবং ক্যামেরা সেটআপে কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে।
৪. ক্যামেরা স্পেসিফিকেশন কী থাকছে?
→ দুই মডেলেই ৫০ এমপি ফ্রন্ট ক্যামেরা এবং ট্রিপল রিয়ার ক্যামেরা থাকছে, Pro মডেলে পেরিস্কোপ টেলিফটো লেন্সও রয়েছে।
৫. ফোনগুলির দাম কত হতে পারে?
→ Reno 14-এর দাম ৩৩,৬০০ থেকে, আর Pro মডেলের দাম ৪১,৫০০ থেকে শুরু হতে পারে।