Home Shorts Videos Gallary Join
প্রথম পাতা খবর বিনোদন OTT ওয়েব সিরিজ লাইফস্টাইল তথ্য প্রযুক্তি

Bhojpuri Song: পবন সিং-এর গানে ভোজপুরি মিউজিকে নতুন রেকর্ড, ২৪ ঘণ্টায় ৫.৩ মিলিয়ন ভিউ

জন্মদিনের উপহার যেন নিজেকেই দিলেন পবন সিং। বিহার ও পূর্ব ভারতের জনপ্রিয় এই ভোজপুরি গায়ক-অভিনেতার সদ্য মুক্তি পাওয়া গান ‘আরা কে ওঠলালি’ মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ইউটিউবে নতুন রেকর্ড গড়েছে। গানটির মাধ্যমে প্রথমবার ভোজপুরি গানে পা রাখলেন নতুন মুখ সোনম মালিক। আর সেই নতুন জুটি দর্শকের কাছে যে দারুণভাবে গ্রহণযোগ্য হয়েছে, তারই প্রমাণ মিলছে ইউটিউব পরিসংখ্যানে।পাঁচই জানুয়ারি, নিজের ৩৯তম জন্মদিনে পবন সিং এই গানটি মুক্তি দেন জনপ্রিয় চ্যানেল সারেগামা হম ভোজপুরির মাধ্যমে। মুক্তির ২৪ ঘণ্টার মধ্যে এই মিউজিক ভিডিও দেখে ফেলেন ৫.৩ মিলিয়নেরও বেশি দর্শক। ৪৮ ঘণ্টার মধ্যে সেই সংখ্যাটা পৌঁছায় ৬.৭ মিলিয়নে। ইউটিউবের মিউজিক ক্যাটাগরিতে গানটি উঠে আসে প্রথম স্থানে। গানটি ইতিমধ্যেই ২.২২ লক্ষেরও বেশি ‘লাইক’ কুড়িয়েছে।

এই গানটি বিশেষভাবে নজর কেড়েছে নবাগত অভিনেত্রী সোনম মালিকের অভিষেককে ঘিরে। পবন সিং-এর সঙ্গে তাঁর রসায়ন দর্শকদের মনে জায়গা করে নিয়েছে বলেই মনে করছেন ভোজপুরি শিল্প মহলের অনেকে। গানটির কথা লিখেছেন আশুতোষ তিওয়ারি, সুর দিয়েছেন প্রিয়াংশু সিং ও রজত নাগপাল। গানটিতে কণ্ঠ দিয়েছেন পবন সিং ও কল্যাণী কণ্ঠশিল্পী কল্পনা পাঠক। তাঁদের যুগলবন্দী শ্রোতাদের মন ছুঁয়ে গেছে বলেই প্রতিক্রিয়ায় উঠে এসেছে।

লখনউ-তে একটি জমকালো অনুষ্ঠানে এই গানের লঞ্চ হয়, যেখানে উপস্থিত ছিলেন ভোজপুরি চলচ্চিত্রের একাধিক তারকা, যেমন মনোজ তিওয়ারি, অভয় সিনহা প্রমুখ। অনুষ্ঠানে পবন সিং নিজেও ছিলেন এবং নবাগত সোনম মালিককে পরিচয় করিয়ে দেন।সাম্প্রতিক সময়ে ভোজপুরি গানের জগতে এরকম দ্রুত জনপ্রিয়তা খুব কম গানের ক্ষেত্রে দেখা গেছে। পবন সিং-এর জন্মদিনে মুক্তি পাওয়া এই গান যে তাঁর ফ্যানবেসকে আরও মজবুত করল, তা বলাই বাহুল্য। গানটির চিত্রগ্রহণ, সেট ডিজাইন, কোরিওগ্রাফি সব মিলিয়ে একটি আকর্ষণীয় মিউজিক ভিডিও তৈরি হয়েছে বলে দর্শকের মত।

প্রায়শই জিজ্ঞাস্য প্রশ্ন (FAQs):

১. ‘আরা কে ওঠলালি’ গানটি কবে মুক্তি পেয়েছে?
→ ৫ জানুয়ারি, পবন সিং-এর ৩৯তম জন্মদিনে এই গানটি মুক্তি পায়।

২. কতজন ইউটিউব ব্যবহারকারী গানটি মুক্তির ২৪ ঘণ্টার মধ্যে দেখেছেন?
→ ২৪ ঘণ্টার মধ্যেই গানটি দেখেছেন ৫.৩ মিলিয়নেরও বেশি দর্শক।

৩. সোনম মালিকের জন্য এই গানটির তাৎপর্য কী?
→ এই গানটির মাধ্যমেই সোনম মালিকের ভোজপুরি মিউজিক ভিডিও জগতে অভিষেক হয়েছে।

৪. গানটির কথা ও সুর কে লিখেছেন ও সুর দিয়েছেন?
→ কথা লিখেছেন আশুতোষ তিওয়ারি এবং সুর দিয়েছেন প্রিয়াংশু সিং ও রজত নাগপাল।

৫. গানটির লঞ্চ ইভেন্ট কোথায় অনুষ্ঠিত হয়েছে?
→ গানটির লঞ্চ হয়েছিল লখনউ শহরে, যেখানে উপস্থিত ছিলেন একাধিক ভোজপুরি তারকা।