জুন মাসের মাঝামাঝি থেকে আবারও সাশ্রয়ী ট্রেনযাত্রার সুযোগ পেতে চলেছেন দেশের প্রবীণ নাগরিকরা। রেল মন্ত্রকের সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৫ সালের ১৫ জুন থেকে শুরু হচ্ছে ৫০ শতাংশ ভাড়া ছাড়ের বিশেষ সুবিধা।ভারতীয় রেলের এই পদক্ষেপের ফলে দেশের বহু প্রবীণ নাগরিকের জন্য ট্রেনযাত্রা যেমন সহজ হবে, তেমনি বাড়বে সামাজিক যোগাযোগও। রেল সূত্রে খবর, ৫৮ বছর বা তার বেশি বয়সের মহিলারা এবং ৬০ বছর বা তার বেশি বয়সের পুরুষেরা এই সুবিধার আওতায় পড়বেন।
এই ছাড় পাওয়া যাবে IRCTC-এর অফিশিয়াল ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ ছাড়াও স্থানীয় রেলওয়ে কাউন্টার থেকেও। বুকিংয়ের সময় ও যাত্রার সময় যাত্রীদের সঙ্গে রাখতে হবে বৈধ বয়স প্রমাণপত্র, যেমন আধার কার্ড, ভোটার কার্ড ইত্যাদি।এই ছাড় মূলত ট্রেনের বেসিক ভাড়ার উপর প্রযোজ্য হবে। অর্থাৎ, সংরক্ষণ চার্জ বা সুপারফাস্ট সারচার্জের মতো অতিরিক্ত খরচ এই ছাড়ের অন্তর্ভুক্ত নয়। একমাত্র এসি ফার্স্ট ক্লাস বাদ দিয়ে বাকি প্রায় সব শ্রেণির টিকিটেই এই ছাড় প্রযোজ্য থাকবে।
সব ধরনের রুটেই এই সুবিধা দেওয়া হবে বলে জানানো হয়েছে। ফলে দেশের যেকোনো প্রান্তে যাতায়াতের সময় প্রবীণ নাগরিকেরা উপকৃত হবেন।এই পদক্ষেপের মাধ্যমে সরকারের লক্ষ্য হল, প্রবীণ নাগরিকদের আরও বেশি সামাজিকভাবে সক্রিয় রাখা এবং তাঁদের যাতায়াতের খরচ হ্রাস করা। বিশেষত, পেনশনের উপর নির্ভরশীল অথবা এককভাবে বসবাসকারী প্রবীণদের জন্য এটি হতে চলেছে এক বড় স্বস্তির খবর।
পাঠকের সাধারণ প্রশ্ন
১. কারা এই ট্রেন ভাড়া ছাড়ের সুবিধা পাবেন?
মহিলারা ৫৮ বছর এবং পুরুষেরা ৬০ বছর পার করলেই এই ছাড়ের যোগ্য হবেন।
২. কোথা থেকে এই ছাড়ে টিকিট কাটা যাবে?
IRCTC ওয়েবসাইট/অ্যাপ এবং রেল স্টেশনের টিকিট কাউন্টার – দুই জায়গাতেই বুকিং সম্ভব।
৩. কী ধরনের প্রমাণপত্র লাগবে?
আধার কার্ড, ভোটার কার্ড বা যেকোনো বৈধ সরকার অনুমোদিত পরিচয়পত্র লাগবে।
৪. সব ধরনের ট্রেনেই কি এই ছাড় পাওয়া যাবে?
প্রায় সব ক্লাসে ছাড় মিলবে, তবে এসি ফার্স্ট ক্লাসে এই সুবিধা থাকবে না।
৫. এই ছাড়ে সুপারফাস্ট সারচার্জও কি অন্তর্ভুক্ত?
না, ছাড় শুধুমাত্র বেস ভাড়ার উপর প্রযোজ্য; অতিরিক্ত চার্জ এই ছাড়ের অন্তর্ভুক্ত নয়।