Home Shorts Videos Gallary Join
প্রথম পাতা খবর বিনোদন OTT ওয়েব সিরিজ লাইফস্টাইল তথ্য প্রযুক্তি

মাত্র ১১,৫০০ ডাউন পেমেন্টে রাস্তায় ছুটবে Royal Enfield Classic 350, জানুন বিস্তারিত

বাইকপ্রেমীদের কাছে Royal Enfield Classic 350 শুধুই এক যান নয়, এক আবেগ। এবার সেই আবেগকে বাস্তবে রূপ দিতে আরও সহজ হলো ফাইন্যান্সের পথ। মাত্র ১১,৫০০ ডাউন পেমেন্টে EMI-তে ঘরে তোলা যাবে এই জনপ্রিয় বাইক, তা-ও আবার বিভিন্ন সময়সীমা অনুযায়ী মাসিক কিস্তিতে। বর্তমানে Heritage ভ্যারিয়েন্টে এই বাইকের on-road দাম দিল্লিতে প্রায় ২.২৮ লক্ষ। এই দামে পাওয়া যাচ্ছে ফাইন্যান্স স্কিমের সুযোগ, যেখানে ২.১৭ লক্ষ পর্যন্ত লোন নেওয়া যাবে প্রায় ৯% সুদের হারে। EMI অপশন দেওয়া হয়েছে তিনটি মেয়াদে—২, ৩ ও ৪ বছর। দুই বছরের লোনে মাসিক কিস্তি (EMI) হবে ১০,৬৭৫। তিন বছরের ক্ষেত্রে তা দাঁড়াবে ৭,৬৫০ এবং চার বছরের মেয়াদে মাত্র ৬,১৫০ মাসে গুণলেই হয়ে যাবে আপনার স্বপ্নের বাইকটি।

তবে বিশেষজ্ঞদের মতে, EMI নিতে গেলে শুধুমাত্র মাসিক কিস্তির অঙ্ক দেখলেই চলবে না। ব্যাংক বা NBFC অনুযায়ী সুদের হার ও প্রসেসিং ফি-তেও ভিন্নতা থাকতে পারে। তাই কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে শর্তাবলি ও ফাইন প্রিন্ট ভালভাবে পড়ে নেওয়া উচিত। এই EMI স্কিমের নাম দেওয়া হয়েছে ‘Daily Up-Down’। বিশেষত অফিসগামীদের জন্যই এই স্কিম যথেষ্ট লাভজনক, যাঁরা প্রতিদিন বাইক ব্যবহার করেন। আর স্বল্প ডাউন পেমেন্টের সুযোগ থাকায় নতুন বাইক কেনা এখন অনেক বেশি সহজসাধ্য হয়ে উঠছে।

 পাঠকদের সাধারণ জিজ্ঞাসা (FAQs)

১. Daily Up‑Down EMI স্কিম কী?
এটি একটি বিশেষ ফাইন্যান্স প্ল্যান, যাতে খুব কম ডাউন পেমেন্ট দিয়ে EMI-তে বাইক কেনা সম্ভব।

২. কত টাকা ডাউন পেমেন্ট লাগবে?
মাত্র ১১,৫০০ ডাউন পেমেন্ট দিলেই ফাইন্যান্সে বাইক পাওয়া যাবে।

৩. EMI কত মাসে কত?

  • ২ বছরে ১০,৬৭৫

  • ৩ বছরে ৭,৬৫০

  • ৪ বছরে ৬,১৫০

৪. সুদের হার কত রাখা হচ্ছে?
প্রায় ৯% সুদের হার ধার্য করা হচ্ছে, যা NBFC বা ব্যাংকের ভিন্নতা অনুযায়ী সামান্য ওঠানামা করতে পারে।

৫. EMI নিতে গেলে কী কী খেয়াল রাখা জরুরি?
লোনের শর্ত, সুদের হার, প্রসেসিং ফি ও বাইকের মোট খরচ সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন।