Home Shorts Videos Gallary Join
প্রথম পাতা খবর বিনোদন OTT ওয়েব সিরিজ লাইফস্টাইল তথ্য প্রযুক্তি

Sapna Chaudhary: স্বপ্না চৌধুরীর সুরেই মাতোয়ারা হয়েছিল সবাই, ২৪ বছর বয়সেই ভেঙেছিলেন সমস্ত রেকর্ড

হরিয়ানার মাটিতে এক সময় যাঁর স্বপ্ন ছিল পুলিশের উর্দি গায়ে তোলা, তিনিই আজ দেশজোড়া জনপ্রিয়তার মুখ—স্বপ্না চৌধুরী। সাফল্যের এই যাত্রাপথ যেমন মুগ্ধ করে, তেমনই অনুপ্রেরণাও জোগায় বহু তরুণ-তরুণীর মনে।১৯৯০ সালের ২৫ সেপ্টেম্বর হরিয়ানার রোহতকে জন্ম সপনার। ছোটবেলায় তাঁর লক্ষ্য ছিল পুলিশ ইন্সপেক্টর হওয়া। কিন্তু ২০০৮ সালে বাবার আকস্মিক মৃত্যু তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দেয়। পরিবারের আর্থিক সংকট তাঁকে টেনে আনে মঞ্চে। প্রথমবার কোনো পারিশ্রমিক ছাড়াই স্টেজ পারফর্ম করেছিলেন তিনি। পরে দ্বিতীয় পারফর্ম্যান্সে হাতে এসেছিল মাত্র ₹৩,১০০।

গান দিয়ে শুরু করলেও ভাগ্য তাকে নিয়ে যায় অন্য খাতে। এক রাগিনী অনুষ্ঠানে অনুপস্থিত শিল্পীর জায়গায় দাঁড়িয়ে ‘ঢাই লিটার দুধ’ গানে নাচ করে বাজিমাত করেছিলেন তিনি। সেই একটি পারফরম্যান্স তাঁকে এনে দেয় নতুন পরিচয়—‘ডান্সার সপনা’। ধীরে ধীরে স্টেজে তাঁর উপস্থিতি হয়ে ওঠে আকর্ষণের কেন্দ্রবিন্দু।

তবে সবচেয়ে বড় ব্রেক পান ২৪ বছর বয়সে। ‘তেরি আঁখ্যাঁ কা ইয়ো কাজল’ গানে তাঁর পারফর্ম্যান্স গোটা দেশে আলোড়ন ফেলে দেয়। ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেই ভিডিও। গ্রামের স্টেজ পেরিয়ে তিনি হয়ে ওঠেন জাতীয় চর্চার বিষয়। হরিয়ানভি লোকসংগীত ও স্টাইলকে নতুন কদর এনে দেন স্বপ্না।বর্তমানে বলিউড ও টেলিভিশনেও তাঁর উপস্থিতি নজরকাড়া। কিন্তু এই চূড়ান্ত সাফল্যের পেছনে রয়েছে বহু বছরের লড়াই, কষ্ট, এবং হার না মানার জেদ।

গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর (FAQ)

১. স্বপ্না চৌধুরীর জন্ম কোথায় এবং কবে?
→ তিনি জন্মগ্রহণ করেন ২৫ সেপ্টেম্বর ১৯৯০ সালে, হরিয়ানার রোহতকে।

২. কবে থেকে সপনা স্টেজ পারফর্ম করতে শুরু করেন?
→ বাবার মৃত্যুর পরে, ২০০৮ সাল থেকে তিনি পারফর্ম করা শুরু করেন।

৩. কোন গানে নাচ করে স্বপ্না জনপ্রিয় হন?
→ ‘তেরি আঁখ্যাঁ কা ইয়ো কাজল’ গানটি তাঁকে সর্বভারতীয় খ্যাতি এনে দেয়।

৪. তিনি প্রথম পারিশ্রমিক কত পেয়েছিলেন?
→ প্রথম পারিশ্রমিক ছিল ₹৩,১০০।

৫.স্বপ্না কি শুধু নৃত্যশিল্পীই ছিলেন?
→ না, তিনি মূলত গায়িকা হিসেবে ক্যারিয়ার শুরু করেন, পরে নৃত্যে দক্ষতা দেখিয়ে সাফল্য অর্জন করেন।