Home Shorts Videos Gallary Join
প্রথম পাতা খবর বিনোদন OTT ওয়েব সিরিজ লাইফস্টাইল তথ্য প্রযুক্তি

Indian Railways: বড় ঘোষণা রেলের! প্রবীণদের ট্রেন ভাড়ায় ফের ছাড়, জেনে নিন বিস্তারিত

প্রবীণ নাগরিকদের জন্য ট্রেন ভাড়ায় ছাড় ফেরার খবর ভাইরাল হলেও বাস্তব চিত্রটা একেবারেই আলাদা। এখনও পর্যন্ত রেলের পক্ষ থেকে সেই ছাড় পুনরায় চালু করার কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।২০২০ সালের মার্চ মাসে করোনা সংক্রমণ রুখতে একাধিক পদক্ষেপের মধ্যে অন্যতম ছিল রেলে সিনিয়র সিটিজেনদের জন্য টিকিটে ছাড় বন্ধ করে দেওয়া। তখন থেকেই ৬০ বছরের ঊর্ধ্বে পুরুষ ও ৫৮ বছরের ঊর্ধ্বে মহিলারা যে ছাড় পেতেন, তা আর প্রযোজ্য হচ্ছে না। পুরুষদের জন্য ৪০ শতাংশ ও মহিলাদের জন্য ৫০ শতাংশ ছাড় চালু ছিল, যা বহু প্রবীণ যাত্রীর দৈনন্দিন ভ্রমণকে সহজ করত।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, নাকি নতুন করে সিনিয়র সিটিজেনদের জন্য ৫০ শতাংশ ছাড় চালু হয়েছে। তবে রেল কর্তৃপক্ষ ও সরকার এই খবরকে ‘ভ্রান্ত’ বলে ব্যাখ্যা দিয়েছে। এমন কোনও সিদ্ধান্ত বা ঘোষণা এখনও পর্যন্ত নেওয়া হয়নি। ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেটেও এই বিষয়ে কোনও উল্লেখ নেই।রেল মন্ত্রকের তরফে স্পষ্ট জানানো হয়েছে, বর্তমান আর্থিক পরিস্থিতিতে সিনিয়র সিটিজেন ছাড় ফেরানোর কোনও পরিকল্পনা নেই। IRCTC-এর অফিসিয়াল পোর্টাল থেকে টিকিট কাটলে দেখা যাচ্ছে, বর্তমানে প্রবীণ নাগরিকদের ভাড়া সাধারণ যাত্রীদের মতোই ধার্য হচ্ছে।

এর আগে কোভিডের আগ পর্যন্ত দেশের লক্ষ লক্ষ সিনিয়র সিটিজেন এই ছাড়ের সুবিধা নিয়েছেন। রেলের পরিসংখ্যান অনুযায়ী, এই ছাড়ের ফলে বছরে প্রায় ২০০০ কোটি টাকার উপর ভর্তুকি দিত রেল। সেই কারণেই কোভিড পরবর্তী সময়ে এই ব্যয়ভার বহন করা কঠিন হয়ে পড়ে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ার ‘ভুয়ো খবর’ সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে বলেই মনে করছেন নেটিজেনদের একাংশ। রেলমন্ত্রকের তরফে জনগণকে আবেদন জানানো হয়েছে, অফিসিয়াল ওয়েবসাইট ও ঘোষণার উপর ভিত্তি করেই সিদ্ধান্ত নিন, সোশ্যাল মিডিয়ার গুজবে কান দেবেন না।

 FAQ: প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী

প্রশ্ন ১: সিনিয়র সিটিজেন ছাড় কবে থেকে বন্ধ হয়েছে?
উত্তর: ২০২০ সালের মার্চ মাস থেকে এই ছাড় বন্ধ করা হয়েছে।

প্রশ্ন ২: আগে কত শতাংশ ছাড় পাওয়া যেত?
উত্তর: পুরুষদের জন্য ৪০% এবং মহিলাদের জন্য ৫০% ছাড় প্রযোজ্য ছিল।

প্রশ্ন ৩: সোশ্যাল মিডিয়ায় ছাড় ফেরানোর যে খবর ছড়িয়েছে, তা কি সত্য?
উত্তর: না, সেই খবর সম্পূর্ণ ভ্রান্ত এবং বিভ্রান্তিকর।

প্রশ্ন ৪: রেল বা সরকারের কোনও পরিকল্পনা আছে কি ছাড় ফেরানোর?
উত্তর: বর্তমান আর্থিক সীমাবদ্ধতার কারণে এমন কোনও পরিকল্পনা নেই।

প্রশ্ন ৫: বাজেটে এই বিষয়ে কিছু বলা হয়েছে কি?
উত্তর: না, ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেটে সিনিয়র সিটিজেন ছাড় ফেরানোর কোনও উল্লেখ নেই।