Home Shorts Videos Gallary Join
প্রথম পাতা খবর বিনোদন OTT ওয়েব সিরিজ লাইফস্টাইল তথ্য প্রযুক্তি

নতুন ফিচারে টপ ক্লাস স্কুটার, Suzuki Burgman 400 আসছে স্টাইল ও শক্তির কম্বোতে

দর্শনে ঝলক, গড়নে দাপট—এই সংমিশ্রণেই আবার ইউরোপের বাজারে ফিরেছে Suzuki-র জনপ্রিয় স্কুটার Burgman 400-এর ২০২৫ সংস্করণ। মডেলটির প্রযুক্তিগত দিক অপরিবর্তিত থাকলেও নতুন রঙের ঝলমলে উপস্থিতি ইতিমধ্যেই নজর কেড়েছে বাইকপ্রেমীদের। তবে ভারতে এখনও এ স্কুটার আনবার কোনও পরিকল্পনা নেই সংস্থার।২০২৫ সালের Suzuki Burgman 400-এ তিনটি নতুন কালার ভ্যারিয়েন্ট দেওয়া হয়েছে—Pearl Matte Shadow Green (সোনালি চাকা সহ), Bright Metallic Blue এবং Gloss Black (সোনালি রিমস সহ)। এদের চেহারায় যুক্ত হয়েছে আধুনিকতা, তবে গঠনগত বা প্রযুক্তিগত দিক থেকে কোনও বড় পরিবর্তন আনা হয়নি।

এ স্কুটারে থাকছে ৪০০ সিসির সিঙ্গল সিলিন্ডার, লিকুইড কুল্ড ইঞ্জিন, যা একটি Continuously Variable Transmission (CVT) গিয়ারবক্সের সঙ্গে যুক্ত। এই ইঞ্জিন সর্বোচ্চ ৩০ হর্সপাওয়ার শক্তি এবং ৩৬ নিউটন মিটার টর্ক উৎপন্ন করতে সক্ষম। স্কুটারটি ইউরো ৫ নির্গমন মান রক্ষা করে, যা একে পরিবেশবান্ধব করে তোলে।ফিচার হিসাবে বরাবরের মতো থাকছে LED হেডলাইট, ডুয়াল-চ্যানেল ABS, ট্র্যাকশন কন্ট্রোল, এবং একটি কম্বিনড অ্যানালগ-ডিজিটাল ইন্সট্রুমেন্ট প্যানেল। এছাড়া স্কুটারটি তৈরি হয়েছে স্টিল আন্ডারবোন ফ্রেমে, যেখানে সামনের দিকে ১৫ ইঞ্চির ও পেছনে ১৩ ইঞ্চির অ্যালয় চাকা যুক্ত আছে। টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক ও মনোশক রিয়ার সাসপেনশন নিশ্চিত করে আরামদায়ক রাইড।

বর্তমানে যুক্তরাজ্যে এর দাম ধরা হয়েছে প্রায় 7,199, অর্থাৎ প্রায় ৯,২০০ মার্কিন ডলার। ২০২৫ মডেলে সামান্য মূল্যবৃদ্ধির সম্ভাবনা থাকলেও, বাইকটির মূল আকর্ষণ থাকবে তার স্টাইল ও পারফরম্যান্সে।ভারতীয় গ্রাহকদের জন্য অবশ্য কিছুটা হতাশার খবর—Suzuki এই মুহূর্তে ভারতের বাজারে Burgman 400 আনার কোনও পরিকল্পনা নিচ্ছে না। সংস্থাটি আপাতত ছোট ইঞ্জিন ক্যাপাসিটির স্কুটারগুলিতেই বেশি জোর দিচ্ছে।

প্রায়শই জিজ্ঞাস্য প্রশ্ন (FAQs):

১. Suzuki Burgman 400-এর নতুন মডেলে কী কী পরিবর্তন হয়েছে?
→ মূলত রঙের ক্ষেত্রে পরিবর্তন এসেছে। ইঞ্জিন বা প্রযুক্তিগত দিক অপরিবর্তিত।

২. এই স্কুটারে ইঞ্জিন ক্ষমতা কত?
→ ৪০০ সিসি সিঙ্গল সিলিন্ডার লিকুইড কুল্ড ইঞ্জিন যা ৩০ হর্সপাওয়ার এবং ৩৬ Nm টর্ক তৈরি করে।

৩. ফিচার হিসাবে কী কী থাকছে স্কুটারটিতে?
→ LED হেডলাইট, ডুয়াল-চ্যানেল ABS, ট্র্যাকশন কন্ট্রোল এবং অ্যানালগ-ডিজিটাল ডিসপ্লে।

৪. ভারতে এই স্কুটার কবে আসছে?
→ সংস্থার তরফে জানানো হয়েছে, ভারতে এই স্কুটার আনার কোনও তৎপরতা নেই।

৫. এর আন্তর্জাতিক বাজারে মূল্য কত?
→ যুক্তরাজ্যে এর মূল্য প্রায় £7,199, ভারতীয় মুদ্রায় যা ৯.২ লক্ষ টাকার কাছাকাছি।