whatsapp channel

Swastika Dutta: স্লট বদলের অভিমানে ধারাবাহিক ছাড়ছেন স্বস্তিকা!

বাংলা টেলিপর্দার জনপ্রিয় নায়িকা স্বস্তিকা দত্ত (Swastika Dutta)। 'কি করে বলবো তোমায়' খ্যাত অভিনেত্রী আবার টিভি পর্দায় কামব্যাক করেছেন সম্প্রতি। এখন তার ঠিকানা 'খোলা হাওয়া'; পরিচয়- ঝিলমিল। এই ধারাবাহিকে তিনি…

Debaprasad Mukherjee

Debaprasad Mukherjee

Advertisements
Advertisements

বাংলা টেলিপর্দার জনপ্রিয় নায়িকা স্বস্তিকা দত্ত (Swastika Dutta)। ‘কি করে বলবো তোমায়’ খ্যাত অভিনেত্রী আবার টিভি পর্দায় কামব্যাক করেছেন সম্প্রতি। এখন তার ঠিকানা ‘খোলা হাওয়া’; পরিচয়- ঝিলমিল। এই ধারাবাহিকে তিনি শাশুড়ির চরিত্রে অভিনয় করবেন। বলা বাহুল্য, ইন্ডাস্ট্রিতে সবথেকে কনিষ্ঠা শাশুড়ি তিনি। কিন্তু এবার হয়তো কপাল পুড়তে চলেছে এই ধারাবাহিকের। নতুন ধারাবাহিকের আগমনে বেশ কিছু পরিবর্তন করতে চাইছে সম্প্রচারক চ্যানেল। এমন গুঞ্জন টলিপাড়ার দেওয়ালে কান পাতলেই শোনা যায়। কিন্তু বিষয়টি কি আদৌ সত্যি? উত্তর দিলেন খোদ অভিনেত্রী।

Advertisements

তিনমাস আগেই ছোট পর্দায় সফর শুরু হয়েছে ‘খোলা হাওয়া’র। একটু অন্য ধরণের গল্প নিয়েই তৈরি এই ধারাবাহিক। ফলে দর্শকদের একাংশের কাছে এই ধারাবাহিকের গ্রহণযোগ্যতাও উল্লেখযোগ্য। তবে বর্তমানে যে স্লটে চলছে এই ধারাবাহিক, সেই স্লটের অন্য ধারাবাহিকের কাছে টিআরপি অঙ্কে অনেকটাই পিছিয়ে এই মেগা। অর্থাৎ রাত ৯:৩০ -এর স্লটে অন্যদিকে ‘অনুরাগের ছোঁয়া’ এখন সিংহাসনে। তাই এবার স্লট বদলের চিন্তাভাবনা করছে সম্প্রচারকরা। কানাঘুষো শোনা গেছে, এবার থেকে দুপুর ৩ টার স্লটে দেখা যাবে এই ধারাবাহিক। অন্যদিকে রাত ৯:৩০ এর স্লটে শুরু হতে চলেছে নতুন মেগা ‘মুকুট’।

Advertisements

আর এই খবর চাউর হতেই রেগে আগুন ‘খোলা হাওয়া’র দর্শকরা। না’খুশ স্বস্তিকার ভক্তরাও। সামাজিক মাধ্যমে তার প্রভাব স্পষ্ট। অনেকেই নাকি বলছেন যে চ্যানেলের এই সিদ্ধান্তে নাকি এই মেগা থেকে ছুটি নিতে চলেছেন পর্দার ঝিলমিল। কর এবার এই গুঞ্জন নিয়েই মুখ খুললেন অভিনেত্রী। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে স্বস্তিকা বলেন, ‘না না! এইরকম কিচ্ছু নয়। সত্যি কথা বলতে গেলে প্রচুর মানুষ আলোচনা করবে, সমালোচনা করবে। তবে আমি দর্শকদের অনুরোধ করব যতক্ষণ না পর্যন্ত আমি কোনওরকম বিবৃতি দিচ্ছি ততক্ষণ গুজবে কান দেবেন না।’

Advertisements

এছাড়াও এই প্রসঙ্গে অভিনেত্রী জোর দিয়েই বলেন, ‘তোমার খোলা হওয়ার লিড অভিনেত্রী হিসাবে আমি প্রোজেক্টের সঙ্গেই আছি। আমি শিল্পী, আমার কাজ অভিনয় করা। কোন সিরিয়াল কোন স্লটে যাবে, টিআরপি কী হবে সেইসব নিয়ে ভাবার জন্য বড়রা আছে’। সঙ্গে অভিনেত্রী আরো বলেন, ‘আমার প্রোজেক্ট দুপুর ৩টের সময় যাক বা রাত ৩টের সময় যাক কিংবা রাত ৯.৩০টার সময় যাক এইসব দেখে আমার লাভ নেই। আমি শিল্পী, আমার কাজ টিমের সঙ্গে ভালোভাবে কাজ করার, সেটা আমি করছি। সত্য়ি বলতে আমি খুব খুশি যে জি বাংলা নতুন একটা স্লট নিয়ে আসছে নতুন দুপুর, সেই স্লটের প্রথম সিরিয়াল তোমার খোলা হওয়া’।

Advertisements
whatsapp logo
Advertisements
Debaprasad Mukherjee
Debaprasad Mukherjee

Hoophaap-এর সম্পাদক দেবপ্রসাদ বিগত কয়েক বছর যাবৎ সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ার হাত ধরেই সাংবাদিকতায় হাতেখড়ি। রাজনীতি, বিনোদন, খেলাধুলা, লাইফস্টাইল, প্রযুক্তি প্রভৃতি সব ধরণের খবরের উপস্থাপনার কাজে যথেষ্ট সাবলীল। নিউজ ডেস্ক ছাড়াও রয়েছে ভিডিও এডিটিং এবং ক্যামেরার পিছনে বিচিত্র অভিজ্ঞতা