Home Shorts Videos Gallary Join
প্রথম পাতা খবর বিনোদন OTT ওয়েব সিরিজ লাইফস্টাইল তথ্য প্রযুক্তি

কম দামে বড় চমক! TATA NANO 2025 নিয়ে এল 35kmpl মাইলেজের প্রিমিয়াম গাড়ি, জানুন দাম?

ভারতের সবচেয়ে সস্তা গাড়ির তকমা পাওয়া টাটা ন্যানো আবার ফিরছে, তবে এবার পরিবেশবান্ধব বৈদ্যুতিক রূপে। ২০২৫ সালে বাজারে আসতে চলেছে এই নতুন Tata Nano EV, যার লক্ষ্য শহরের মধ্যবিত্ত ও পরিবেশ সচেতন যাত্রীদের জন্য একটি সহজলভ্য ও সাশ্রয়ী বিকল্প তুলে ধরা।

এই নতুন ইলেকট্রিক গাড়িটির সম্ভাব্য এক্স-শোরুম মূল্য ধার্য করা হয়েছে ₹৪ লক্ষ থেকে ₹৬ লক্ষের মধ্যে। ফলে এটি দেশের অন্যতম সস্তা ইলেকট্রিক গাড়ি হয়ে উঠতে পারে বলেই মনে করা হচ্ছে। দৈনিক শহরাঞ্চলের যাত্রার উপযোগী করে গাড়িটির একবার চার্জে চলার পরিধি নির্ধারিত হয়েছে প্রায় ২০০ কিলোমিটার।

ডিজাইনের দিক থেকে আগের মতোই ছোট ও কমপ্যাক্ট হ্যাচব্যাক রূপেই ফিরে আসবে ন্যানো। তবে এবার প্রযুক্তির ছোঁয়ায় আরও আধুনিক হয়ে উঠবে এই মডেল। থাকছে টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, স্টিয়ারিং-মাউন্টেড কন্ট্রোল, পাওয়ার উইন্ডো, আধা-ডিজিটাল ড্রাইভার ডিসপ্লে ও ম্যানুয়াল এয়ার কন্ডিশনিং-এর মতো ফিচার।

নিরাপত্তার দিকটিও পিছিয়ে নেই। ন্যানো EV-তে থাকছে ডুয়াল ফ্রন্ট এয়ারব্যাগ, ABS-এর সঙ্গে EBD, রিয়ার পার্কিং সেন্সর ও রিয়ার ভিউ ক্যামেরার মতো আধুনিক নিরাপত্তা বৈশিষ্ট্য।

এন্ট্রি-লেভেল ইলেকট্রিক গাড়ির বাজারে MG Comet EV-র মতো প্রতিযোগীদের সঙ্গে টক্কর দিতে প্রস্তুত হচ্ছে ন্যানো EV। পরিবেশবান্ধব প্রযুক্তির সঙ্গে অর্থনৈতিক দিক থেকেও এটি একটি শক্তিশালী বিকল্প হয়ে উঠতে চলেছে শহরের যাত্রীদের কাছে।

প্রশ্নোত্তর (FAQs):

১. টাটা ন্যানো EV কবে বাজারে আসবে?
২০২৫ সালে টাটা ন্যানো EV বাজারে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে।

২. গাড়িটির সম্ভাব্য দাম কত?
গাড়িটির এক্স-শোরুম মূল্য ₹৪ লক্ষ থেকে ₹৬ লক্ষের মধ্যে হতে পারে।

৩. একবার চার্জে কতটা দূরত্ব অতিক্রম করতে পারবে?
একবার চার্জ দিলে গাড়িটি প্রায় ২০০ কিলোমিটার পর্যন্ত চলতে পারবে বলে আশা করা হচ্ছে।

৪. কী কী আধুনিক ফিচার থাকবে এতে?
থাকছে টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, পাওয়ার উইন্ডো, স্টিয়ারিং-মাউন্টেড কন্ট্রোল, আধা-ডিজিটাল ডিসপ্লে ইত্যাদি।

৫. নিরাপত্তার ক্ষেত্রে কী কী ব্যবস্থা থাকছে?
গাড়িতে থাকবে ডুয়াল এয়ারব্যাগ, ABS+EBD, রিয়ার পার্কিং সেন্সর এবং রিয়ার ভিউ ক্যামেরা।