Home Shorts Videos Gallary Join
প্রথম পাতা খবর বিনোদন OTT ওয়েব সিরিজ লাইফস্টাইল তথ্য প্রযুক্তি

স্মার্ট মিটারের রিচার্জ ফুরিয়ে গেলে কি মাঝরাতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে? উঠছে বড় প্রশ্ন

রাতের অন্ধকারে আচমকা বিদ্যুৎ চলে যাবে? নতুন স্মার্ট মিটার ঘিরে সাধারণ মানুষের মনে উঠেছে নানা প্রশ্ন। কিন্তু এই বিভ্রান্তির অবসান ঘটাল বিদ্যুৎ দফতর।সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত প্রযুক্তিগত পরিবর্তনের মধ্যে অন্যতম হল স্মার্ট মিটার। বহু এলাকায় এখন ধাপে ধাপে চালু হচ্ছে এই প্রিপেইড ব্যবস্থা। ফলে অনেকেই ভাবছেন, যদি রিচার্জ ফুরিয়ে যায়, তাহলে কি মাঝরাতে বিদ্যুৎ সংযোগ কেটে যাবে? তবে এই প্রশ্নের পরিষ্কার জবাব দিয়েছে বিদ্যুৎ দফতর।

বারাসত ডিভিশনের ডিভিশনাল ইঞ্জিনিয়ার বাপ্পাদিত্য ঘোষ জানিয়েছেন, স্মার্ট মিটারে বিদ্যুৎ ব্যবহার সীমার বাইরে গেলেও সংযোগ কাটা হবে না রাতের বা ছুটির সময়ে। গ্রাহকের সুবিধার্থে একটি buffer limit রাখা হয়েছে—রিচার্জ শেষ হয়ে গেলেও আরও ৩০০ টাকা পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার চালু থাকবে।

এই সীমা ছাড়িয়ে গেলে, অফিস সময়ের মধ্যেই সংযোগ বিচ্ছিন্ন করা হবে। অর্থাৎ, রাত ৫টা থেকে পরদিন সকাল ১০টার মধ্যে বা শনিবার-রবিবার ও সরকারি ছুটির দিন সংযোগ বন্ধ করা হবে না। এ ক্ষেত্রে গ্রাহকদের চিন্তার কোনও কারণ নেই।অন্যদিকে, স্মার্ট মিটারে বিদ্যুৎ খরচের হার অপরিবর্তিত থাকছে। আগে যেখানে তিন মাস অন্তর বিল পাঠানো হত, এখন প্রতি মাসেই অনলাইন বা অ্যাপের মাধ্যমে বিল সংক্রান্ত স্টেটমেন্ট মিলবে। এতে গ্রাহকেরা নিজেদের ব্যবহার সম্পর্কে সচেতন থাকতে পারবেন।

সবচেয়ে বড় সুবিধা হল—সংযোগ বিচ্ছিন্ন হলেও বিল মেটানো মাত্র বিদ্যুৎ আবার স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যাবে। আলাদা করে বিদ্যুৎ কর্মীদের ডাকার প্রয়োজন পড়বে না।এই নতুন ব্যবস্থাকে ঘিরে গ্রাহকদের মধ্যে প্রাথমিক ভাবে কিছু প্রশ্ন থাকলেও বিদ্যুৎ দফতরের পক্ষ থেকে দেওয়া তথ্য তাঁদের অনেকটাই আশ্বস্ত করেছে।

পাঠকদের সাধারণ জিজ্ঞাসা:

১. স্মার্ট মিটারে রিচার্জ শেষ হয়ে গেলে সঙ্গে সঙ্গে বিদ্যুৎ বন্ধ হয়ে যায় কি?
না, সঙ্গে সঙ্গে বন্ধ হয় না। রিচার্জ শেষ হলেও ৩০০ টাকা পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করা যাবে।

২. কোন সময় বিদ্যুৎ সংযোগ কাটা হতে পারে?
শুধুমাত্র অফিস সময়ের মধ্যে। রাত ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত এবং ছুটির দিনে সংযোগ কাটা হবে না।

৩. বিল মেটানোর পর বিদ্যুৎ সংযোগ কীভাবে চালু হবে?
বকেয়া পরিশোধের সঙ্গে সঙ্গে সংযোগ স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যাবে।

৪. প্রতি মাসে কীভাবে বিদ্যুৎ বিল জানা যাবে?
অনলাইন বা অ্যাপের মাধ্যমে মাসিক স্টেটমেন্ট পাওয়া যাবে।

৫. স্মার্ট মিটারে অতিরিক্ত চার্জ নেওয়ার সম্ভাবনা আছে কি?
না, বিদ্যুৎ দফতর জানিয়েছে যে, বিলের হার অপরিবর্তিত থাকবে।