Hoop Diary

আজকের দিনলিপি ইতিহাসের পাতা অনুযায়ী

আজ ১০ই অক্টোবর, চলুন দেখে নেওয়া যাক আজকের এই বিশেষ দিনটিতে কি কি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গিয়েছে ইতিহাসের পাতায়:-

ঘটনাবলী-»
১) ১৯৪২ সালে আজকের দিনে কবি কাজী নজরুল ইসলাম মস্তিষ্ক ব্যাধিতে আক্রান্ত হন।

২) ১৯৪৩ সালে আজকের দিনে চিয়াং কাইশেক চীনের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন।

৩) ১৯৫৬ সালে আজকের দিনে মাদ্রাজ থেকে লর্ড ক্লাইভের কলকাতা দখল অভিযান এর যাত্রা শুরু হয়।

৪) ১৯৬৪ সালে আজকের দিনে এশিয়ার প্রথম টোকিও অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়।

৫) ১৯৭৩ সালে আজকের দিনে বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় গিনি।

জন্ম-»
১) ১৮১৩ সালে আজকের দিনে জুসেপ্পে বের্দি ইতালিয় সুরকার জন্মগ্রহণ করেন।

২) ১৮৩০ সালে আজকের দিনে স্পেনের রানী দ্বিতীয় ইসাবেলা জন্মগ্রহণ করেন।

৩) ১৮৯৯ সালে আজকের দিনে ভারতের কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা ও ট্রেড ইউনিয়নের নেতা শ্রীপাদ অমৃত ডাঙ্গে জন্মগ্রহণ করেন।

৪) ১৯০০ সালে আজকের দিনে হেলেন হাইস একজন আমেরিকান অভিনেত্রী জন্মগ্রহণ করেন।

৫) ১৯০৬ সালে আজকের দিনে একজন ভারতীয় লেখক আর কে নারায়ন জন্মগ্রহণ করেন।

৬) ১৯১২ সালে আজকের দিনে বাংলাদেশী লেখক এবং রাজনীতিবিদ অনিল মুখার্জি জন্মগ্রহণ করেন।

৭) ১৯১৬ সালে আজকের দিনে ভারতীয় বাঙালি কবি এবং সাংবাদিক সমর সেন জন্মগ্রহণ করেন।

মৃত্যু-»
১) ১৯৬৪ সালে আজকের দিনে বিংশ শতকের পঞ্চাশ, ষাট দশকের ভারতীয় চলচ্চিত্রের পরিচালক প্রযোজক ও অভিনেতা গুরুদত্ত মৃত্যুবরণ করেন।

২) ১৯৭১ সালে আজকের দিনে একজন বাঙালি কথাশিল্পী, উপন্যাসিক, নাট্যকার সৈয়দ ওয়ালীউল্লাহ মৃত্যুবরণ করেন।

৩) ২০১১ সালে আজকের দিনে ভারতীয় উপমহাদেশের অন্যতম গজল গায়ক জগজিৎ সিং মৃত্যুবরণ করেন।

৪) ২০১৯ সালে আজকের দিনে দক্ষিণ এশিয়ার সবচেয়ে শিক্ষামূলক জনপ্রিয় কার্টুন চরিত্র মিনার রূপদানকারী রামমোহন মৃত্যুবরণ করেন।

অন্যান্য-»
১) আজ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস।
২) আজ বিশ্ব স্তন ক্যান্সার সচেতনতা দিবস।
৩) আজ আন্তর্জাতিক মৃত্যুদণ্ড বিরোধী দিবস।

whatsapp logo