Home Shorts Videos Gallary Join
প্রথম পাতা খবর বিনোদন OTT ওয়েব সিরিজ লাইফস্টাইল তথ্য প্রযুক্তি

প্রিমিয়াম লুকে এসেছে দারুন স্পিডের স্কুটার, 125 কিমি/ঘণ্টা গতিতে ছুটবে, চার্জ হবে চোখের পলকে!

ভারতের ইলেকট্রিক টু-হুইলার বাজারে নতুন সংযোজন হিসেবে আত্মপ্রকাশ করল Ultraviolette Tesseract, যেটিকে ইতিমধ্যেই ভবিষ্যতের স্কুটার বলে ধরা হচ্ছে। আধুনিক প্রযুক্তি, শক্তিশালী পারফরম্যান্স এবং নজরকাড়া ডিজাইন নিয়ে এসেছে এই ইভি—যার প্রতি প্রথম দিকেই ৫০,০০০-এর বেশি বুকিং পড়ে গেছে।

এই স্কুটার তিনটি ভ্যারিয়েন্টে বাজারে এসেছে—৩.৫ কিলোওয়াট আওয়ার, ৫ কিলোওয়াট আওয়ার এবং ৬ কিলোওয়াট আওয়ার ব্যাটারি বিকল্পে। তাদের প্রারম্ভিক এক্স-শোরুম মূল্য যথাক্রমে ₹১,২০,০০০, ₹১,৭০,০০০ এবং ₹২,০০,০০০। রেঞ্জ অনুযায়ী ৩.৫ কিলোওয়াট মডেলে পাওয়া যাবে ১৬২ কিমি, ৫ কিলোওয়াটে ২২০ কিমি এবং ৬ কিলোওয়াট মডেলে এক চার্জে যাওয়া যাবে ২৬১ কিমি দূরত্ব।

পারফরম্যান্সের দিক থেকেও Tesseract পিছিয়ে নেই। ১৪.৯১ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন মোটরটি ১২৫ কিমি/ঘণ্টা সর্বোচ্চ গতি দিতে সক্ষম এবং মাত্র ২.৯ সেকেন্ডে ০ থেকে ৬০ কিমি/ঘণ্টা স্পিড তুলতে পারে।

ফিচারও বলার মতো—ডুয়াল চ্যানেল ABS, সামনের ও পেছনের ডিস্ক ব্রেক, টিউবলেস টায়ার, ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোলের সঙ্গে ব্লুটুথ ও Wi-Fi কানেক্টিভিটি, কী-লেস স্টার্ট, ন্যাভিগেশন, রাডার বেসড সেফটি সিস্টেম, সামনে ও পিছনের ড্যাশক্যাম, পার্ক অ্যাসিস্ট, ব্লাইন্ড স্পট ডিটেকশন, লেন চেঞ্জ অ্যাসিস্ট, ওয়্যারলেস ফোন চার্জিং এবং ডাইনামিক স্ট্যাবিলিটি কন্ট্রোল।

ডিজাইনের দিক থেকেও এটি এক কথায় অসাধারণ—এয়ারক্রাফট ইন্সপায়ার্ড আউটলুক, চারটি কালার অপশন (স্টেলথ ব্ল্যাক, সোলার হোয়াইট, সনিক পিংক, ডেজার্ট স্যান্ড), আর ৩৪ লিটারের আন্ডারসিট স্টোরেজের মতো প্র্যাকটিক্যাল ফিচার যুক্ত রয়েছে।

চার্জিং সময় মাত্র ৩০ মিনিটে ৮০% চার্জ হয়ে যায় ফাস্ট চার্জারের সাহায্যে, আর ব্যাটারি বদলানোর সুবিধাও রাখা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে ৫ বছরের বা ১,০০,০০০ কিমির ওয়ারেন্টি দেওয়া হচ্ছে।

প্রশ্নোত্তর (FAQs):

  1. Ultraviolette Tesseract স্কুটারটির দাম কত শুরু থেকে?
    স্কুটারটির প্রারম্ভিক দাম ₹১,২০,০০০ থেকে শুরু, যা ৩.৫ কিলোওয়াট ব্যাটারি ভ্যারিয়েন্টের জন্য নির্ধারিত।

  2. একবার চার্জে কত দূরত্ব যাওয়া সম্ভব?
    ব্যাটারির ক্ষমতার ওপর নির্ভর করে এটি ১৬২ কিমি থেকে ২৬১ কিমি পর্যন্ত রেঞ্জ দিতে পারে।

  3. এই স্কুটারে কী কী সেফটি ফিচার রয়েছে?
    ডুয়াল চ্যানেল ABS, ব্লাইন্ড স্পট ডিটেকশন, রাডার সাপোর্টেড ফিচার, পার্ক অ্যাসিস্ট, ড্যাশক্যামসহ একাধিক নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।

  4. চার্জ হতে কতটা সময় লাগে?
    ফাস্ট চার্জিং সাপোর্ট থাকায় মাত্র ৩০ মিনিটে ০-৮০% চার্জ করা সম্ভব।

  5. ডেলিভারি কবে থেকে শুরু হবে?
    কোম্পানির পরিকল্পনা অনুযায়ী ২০২৬ সালের প্রথম প্রান্তিকে ডেলিভারি শুরু হবে।