Home Shorts Videos Gallary Join
প্রথম পাতা খবর বিনোদন OTT ওয়েব সিরিজ লাইফস্টাইল তথ্য প্রযুক্তি

Weather Update: নিম্নচাপের ধাক্কা, দক্ষিণবঙ্গের ৮ জেলায় বৃষ্টির জোয়ারে স্বস্তির হাওয়া

বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপ ঘূর্ণি নিয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। তবে স্বস্তির বৃষ্টি এলেও দক্ষিণবঙ্গের তাপপ্রবাহের দাপট এত সহজে কাটবে না বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা।১১ জুন থেকে দক্ষিণবঙ্গের আটটি জেলায় শুরু হতে পারে প্রবল বজ্রঝড় ও দমকা হাওয়া। আলিপুর আবহাওয়া দফতরের মতে, এই সময় ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। কলকাতা, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া, জয়গড়, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা— এই জেলাগুলিতে বেশি সতর্ক থাকতে বলা হয়েছে।

এদিকে উত্তরবঙ্গে ইতিমধ্যেই প্রাক-মৌসুমী বৃষ্টির আমেজ দেখা যাচ্ছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে। এসব জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা।তবে দক্ষিণবঙ্গে এখনই বর্ষা প্রবেশ করছে না। আবহাওয়া অফিস জানিয়েছে, ১৬ জুনের আগে বর্ষা আসার সম্ভাবনা নেই। অর্থাৎ বজ্রঝড় ও হালকা বৃষ্টিপাত শুরু হলেও তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমার সম্ভাবনা আপাতত নেই। গরমের প্রকোপ কিছুটা হলেও থাকছেই।

আবহাওয়াবিদদের মতে, বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হলে দক্ষিণবঙ্গ সাধারণত কিছুদিনের জন্য বজ্রঝড় এবং ছিটেফোঁটা বৃষ্টির সম্মুখীন হয়। তবে এবারে তাপপ্রবাহের প্রকোপ ও আর্দ্রতার মাত্রা বেশি থাকায় স্বস্তি মিলতে দেরি হতে পারে।তবে কৃষি ও জনজীবনের উপর এই বৃষ্টির ইতিবাচক প্রভাব পড়বে বলেই মনে করা হচ্ছে। আগাম বৃষ্টি পেলে কিছু এলাকায় বীজ বপনের প্রস্তুতি শুরু করা সম্ভব হবে।

 প্রশ্নোত্তর বিভাগ

১. কোন তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে?
১১ জুন থেকে দক্ষিণবঙ্গে বজ্রঝড় ও বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

২. কোন কোন জেলায় সতর্কতা জারি হয়েছে?
কলকাতা, হাওড়া, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও জয়গড় জেলায় সতর্কতা রয়েছে।

৩. বর্ষা কখন দক্ষিণবঙ্গে প্রবেশ করবে?
আনুমানিক ১৬ জুনের পর বর্ষা দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে।

৪. এই বৃষ্টিতে গরম কিছুটা কমবে কি?
না, বৃষ্টিপাত শুরু হলেও গরমের প্রকোপ এখনই কমবে না।

৫. উত্তরবঙ্গে কী ধরনের বৃষ্টিপাত হচ্ছে?
উত্তরবঙ্গে ইতিমধ্যেই ছিটেফোঁটা প্রাক-মৌসুমী বৃষ্টি শুরু হয়েছে এবং হলুদ সতর্কতা জারি রয়েছে।