Hoop Sports

সরাসরি সূর্যের কথা বলেননি গম্ভীর, অধিনায়কত্বের দৌড় থেকে কেন ছিটকে গেলেন হার্দিক!

সময়টা বেশ খারাপ যাচ্ছে হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya)। সদ্য স্ত্রী নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে বিবাহ বিচ্ছেদ ঘোষণা করেছেন তিনি। এবার ভারতীয় টি২০ দলের অধিনায়কত্ব থেকেও বাদ পড়লেন তিনি। রোহিত শর্মা টি২০ ক্রিকেট ফরম্যাট থেকে অবসর নেওয়ার পর সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav) করা হল নতুন অধিনায়ক। এমতাবস্থায় হার্দিকের কাছে এটি অপ্রত্যাশিত বলে দাবি করা হচ্ছে বিভিন্ন মহলে।

ভারতীয় টি২০ দলের নতুন অধিনায়ক হিসেবে সূর্যকুমার যাদবকেই কেন বেছে নিলেন নতুন কোচ গৌতম গম্ভীর, এমন প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই। তবে কিছু সূত্র থেকে জানা যাচ্ছে, গম্ভীরের সরাসরি কল ছিল না এটা। নির্বাচকদের কাছে তিনি তাঁর মতামত জানিয়েছিলেন কেবল। তারপরে সিদ্ধান্ত নেওয়া হয়। বিসিসিআই এর তরফে জানা গিয়েছে, গম্ভীর সরাসরি সূর্যকুমারের জন্য পিচ করেননি। তিনি শুধু জানিয়েছিলেন, ভারতীয় দলের অধিনায়ক হিসেবে তিনি এমন কাউকে চান যার কাজের পরিকল্পনা উদ্বেগজনক নয়। কাজের চাপের কারণে যাকে বারবার দলের ভেতরে বাইরে থাকতে হবে না।

২০২৩ এর ওডিআই বিশ্বকাপে হার্দিকের চোট চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছিল। কামব্যাকে অনেকটা সময় লেগে গিয়েছিল তাঁর। কিন্তু সূর্যকুমার একটানা খেলেছেন কিছুদিন। তবে প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফের সমর্থন পেয়েছেন হার্দিক। কাইফের মতে, হার্দিক পাণ্ডিয়ার টি২০ দলকে অধিনায়কত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে। তিনি দু বছর ধরে আইপিএলে গুজরাট টাইটান্সের অধিনায়কত্ব করেছেন। টি২০ বিশ্বকাপেও সহ অধিনায়ক ছিলেন তিনি। সেক্ষেত্রে শ্রীলঙ্কা সফরে হার্দিককেই অধিনায়ক করা উচিত ছিল বলে মত কাইফের। তবে তিনি এও বলেন, সূর্যকুমার একজন ভালো খেলোয়াড়। নতুন কোচের পরিকল্পনা নতুন হবে।

কাইফের কথায়, হার্দিক পাণ্ডিয়া এমন কিছু করেননি যে ভুলের জন্য অধিনায়কত্ব পাননি তিনি। আইপিএলে অধিনায়কত্ব করেছেন তিনি, তাঁর অভিজ্ঞতা আছে। আইপিএলে গুজরাট টাইটান্সদের জয়ের দিকে নিয়ে যেতে গ্রাউন্ড জিরো থেকে কাজ করেছেন তিনি। মহম্মদ কাইফের মতে, হার্দিকই অধিনায়ক হওয়ার যোগ্য।

Related Articles