Hoop Diary
কোজাগরী লক্ষ্মীপূজোয় এই বিশেষ কাজটি করুন সংসারে আসবে বিপুল অর্থ ও সমৃদ্ধি
আজ কোজাগরী লক্ষ্মী পূজা। হিন্দু বাঙালির ঘরে ঘরে হিন্দু নারীরা ‘এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারি ঘরে থাকো আলো করে’ এই প্রার্থনা করে পুজো করেন। ধনসম্পত্তি বৃদ্ধির আশায় তারা এই কাজ করেন।
কোজাগরী কথাটির অর্থ হলো কো জাগরী অর্থ কে জেগে আছেন। কথিত আছে কোজাগরী পূর্ণিমার আগের দিন রাত্রে বেলা মা লক্ষ্মী প্রত্যেকের ঘরে ঘরে একবার গিয়ে দেখেন কেউ তার জন্য অপেক্ষা করছে কিনা।
এইদিন কয়েকটি কাজ করলে অত্যন্ত শুভ ফল পাওয়া যায়। সারা দিন উপবাস করে লক্ষ্মী পুজো করে যদি ব্রাহ্মন ভোজন করাতে পারেন সুফল পেতে পারেন।
এই দিন গঙ্গায় স্নান করতে হবে। এমন কাজ করলে পূণ্য অর্জন করা যায়। এই দিন সদর দরজায় মায়ের পদচিহ্ন আঁকতে হবে। তাছাড়া চৌকাঠে আঁকতে পারেন।
এইদিন মায়ের সামনে পাঁচটি কড়ি রেখে সেই কড়ি পুজো দিন।লক্ষ্মী পুজোতে বাড়িতে দক্ষিণাবর্ত শঙ্খ রাখুন।