Hoop Life

Kitchen Tips: মাছ রান্নার আগে কেন নুন-হলুদ মাখানো হয় জানেন!

মাছ ভাজার আগে সব সময় নুন বা হলুদ মাখিয়ে নিতে হয়, এর কারণ কিন্তু বৈজ্ঞানিক, কোনো রকম কুসংস্কার নয়, মাত্র তিনটি কারণে জন্যই এই কাজটি করা হয়, আমরা অনেক প্রাচীনকাল থেকেই দেখে আসছি, যখনই মাছ ভাজা হয় তখনই তাদের নুন, হলুদ মাখিয়ে নেওয়া হয়। তাই এর তো নিশ্চয়ই কোন কারণ আছে। তবে এর কারণ অনেকেই কিন্তু জানে না আর দেরি না করে জেনে নিন মাছ ভাজার আগে কেন মাছে নুন, হলুদ মাখানো হয়?

১) মাছ ভাজার আগে মাঝে যদি হলুদ মাখানো হয়, তাহলে বলা হয় যে হলুদ মাখালে নাকি তেল কম শোষণ করে মাছ, তাই এটি শরীরের জন্য খুব ভালো।

২) হলুদের মধ্যে থাকে আন্টি ব্যাকটেরিয়াল উপাদান। সেই জন্য ফ্রিজ থেকে মাছ বার করার পর অথবা মাছ কিনে আনার পরে মাছ যখন মরে যায়, তখন কিন্তু মাছের মধ্যে ব্যাকটেরিয়া জন্মাতে পারে, বা অনেকক্ষণ রেখে দিলে মাছ সহজে নষ্ট হয়ে যেতে পারে, তখন হলুদ লাগিয়ে রাখলে মাছ কিন্তু সহজে নষ্ট হয় না।

৩) ওই একই কারণে নুন ব্যবহার করা হয়। নুন যদি মাঝ মাখিয়ে রাখা যায়, তাহলে কিন্তু মাছ সহজে নষ্ট হয় না। এছাড়াও মাছের ভেতরে নুন ঢুকতে পারে সহজে। এছাড়া যদি মাছ ভাজা হয়, তাহলে কিন্তু মাছের ভেতরে নুন না ঢুকে স্বাদ নষ্ট হয়ে যায়।

whatsapp logo

Shreya Chatterjee

আমি শ্রেয়া চ্যাটার্জী। বর্তমানে Hoophaap-এর লেখিকা। লাইফস্টাইল এবং বিনোদনমূলক লেখা আপনাদের কাছে তুলে ধরি। অনলাইনের সুবাদে রান্নার রেসিপি, রূপচর্চা, কুকিং টিপস, বেড়ানোর জায়গার সন্ধান এগুলো যেমন জানা প্রয়োজন, ঠিক তেমনি মনোরঞ্জনের জন্য শর্টফিল্ম, সিরিজ এগুলোরও সমান গুরুত্ব। সমস্ত খবরকেই লেখার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। অনেক ধন্যবাদ সকলক