whatsapp channel

Sreelekha Mitra: নাচ-অভিনয় অতীত, রবীন্দ্রসংগীত গেয়ে শ্রোতাদের মন জয় করলেন শ্রীলেখা

বাংলা বিনোদন জগতের ঠোঁট কাটা নায়িকা যদি কাউকে বলতে হয় তো তিনি হলেন শ্রীলেখা মিত্র। একেক রকম সময় একেক রকম কথা বলে তিনি সমালোচনার শীর্ষে উঠে আসেন। মাঝে মধ্যে কিন্তু…

Shreya Chatterjee

Shreya Chatterjee

বাংলা বিনোদন জগতের ঠোঁট কাটা নায়িকা যদি কাউকে বলতে হয় তো তিনি হলেন শ্রীলেখা মিত্র। একেক রকম সময় একেক রকম কথা বলে তিনি সমালোচনার শীর্ষে উঠে আসেন। মাঝে মধ্যে কিন্তু তবে সবসময় যে না মাঝেমধ্যে ইনস্টাগ্রাম চর্চা করতে দেখা যায়। কোন কিছুতেই মন্তব্য করতে এক্কেবারে ভুল করেন না তার অনুরাগীরা এতটা স্বাধীনচেতা একজন মহিলা, তাকে ঠিক কতটা সমাজের সবাই মেনে নেয় এমনটাও কিন্তু সত্যি ভাবার বিষয়। কিন্তু যাইহোক শ্রীলেখা শেষ হবে কান দেয় না তার সম্পর্কে যে যা খুশি বলছে বলুক যে যায় তিনি অনেকটাই স্বাধীনচেতা একজন নারী।

শিলাদিত্য সান্যালকে শ্রীলেখা মিত্র বিয়ে করেছিলেন প্রায় ১৯ বছর আগে। তার পরে দু বছর পরে জন্ম নেয় তার একমাত্র কন্যা তারপরে ২০১৩ সালে তাদের মধ্যে থেকে বিবাহ বিচ্ছেদ হয়ে যায় তারপর থেকে আর বিয়ে করেননি স্ত্রী লেখা মেয়েকে নিয়ে তিনি একাকী মেয়েকে বড় করে তুলেছেন, তবে নানা রকম ভাবে কটাক্ষের শিকার হতে হয় অভিনেত্রীকে, তবে এই সমস্ত বিষয়ে খুব একটা পাত্তা দেননা তিনি। এ বিষয়ে তার জীবনকে দিব্যি খুব সুন্দর ভাবে চালিয়ে যাচ্ছেন তিনি। একা একাই মেয়েকে বড় করছেন।

‘সখী ভাবনা কাহারে’ গান কে আবারও সোশ্যাল মিডিয়ার একেবারে প্রথমের দিকে উঠে এলো শ্রীলেখা মিত্রের নাম।এবার নিজের ঘর থেকেই রবীন্দ্রসঙ্গীত গাইলেন অভিনেত্রী এর আগেই আমরা নাচতে দেখেছি অভিনয় তো আমরা প্রত্যেকেই জানি কিন্তু গান শুনেও অনুরাগীরা বেশ প্রশংসা করেছেন তবে সকলের প্রশংসা করেছেন এমনটাও নয় কেউ কেউ নিন্দাও করেছেন। অভিনেত্রী তো একেবারে মন থেকে প্রান থেকে গিয়েছেন তা তার এক্সপ্রেশন থেকেই বোঝা যাচ্ছে। ভীষণ সুন্দরী একজন অভিনেত্রী একেবারে বাড়ির পোশাকে আর নো মেকআপ লুকিয়ে দরাজ গলায় গাইছেন অভিনেত্রী।

নিন্দার পাশাপাশি অসংখ্য প্রশংসা ও কুড়িয়েছেন অভিনেত্রী। আপনি যদি ভিডিওটি দেখতে মিস করে থাকেন আমাদের Hoophaap এর পাতায় চটপট দেখে ফেলুন শ্রীলেখার গানের ভিডিও-

whatsapp logo
Shreya Chatterjee
Shreya Chatterjee

আমি শ্রেয়া চ্যাটার্জী। বর্তমানে Hoophaap-এর লেখিকা। লাইফস্টাইল এবং বিনোদনমূলক লেখা আপনাদের কাছে তুলে ধরি। অনলাইনের সুবাদে রান্নার রেসিপি, রূপচর্চা, কুকিং টিপস, বেড়ানোর জায়গার সন্ধান এগুলো যেমন জানা প্রয়োজন, ঠিক তেমনি মনোরঞ্জনের জন্য শর্টফিল্ম, সিরিজ এগুলোরও সমান গুরুত্ব। সমস্ত খবরকেই লেখার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। অনেক ধন্যবাদ সকলক