বর্তমানে মানুষের জীবনের অপরিহার্য অঙ্গ হল মোবাইল ফোন (Smartphone)। এটা ছাড়া কার্যত জীবন অচল। এমন গুরুত্বপূর্ণ একটি জিনিস সাবধানে রাখতে তাই অনেকেই ব্যবহার করেন ফোন কভার। বাজারে সুদৃশ্য অনেক রকম ফোন কভার বা কেসই উপলব্ধ রয়েছে। আবার অনেকে একেবারে সাধারণ স্বচ্ছ কভারই বেশি পছন্দ করেন।
কিন্তু এই ধরণের কভারের একটি বড় সমস্যা হল দাগ লেগে যাওয়া। প্রথম প্রথম স্বচ্ছ কভারের আবরণে ফোন দেখতে বেশ সুন্দর লাগলেও ব্যবহারের সঙ্গে সঙ্গে দাগ পড়তে থাকে কভারে। এক সময় স্বচ্ছ কভারটি ঢেকে যায় হলুদ দাগে যা মোটেই ভালো দেখায় না। এমতাবস্থায় কি পুরনো কভার বদলে আবারও নতুন কিনবেন? তার দরকারই পড়বে না যদি এই দুই টোটকা আপনার জানা থাকে। ঘরেই সামান্য কিছু উপকরণ দিয়েই পুরনো ফোনের কভার করে তুলতে পারবেন নতুনের মতো ঝকঝকে। কীভাবে চলুন জেনে নিই-
প্রথম টোটকা– এর জন্য দরকার বেকিং সোডা। প্রথমে কভারটি ফোনের থেকে আলাদা করে সিঙ্কের উপরে রাখুন। এবার খানিকটা বেকিং সোডা নিয়ে কভারের দাগ লাগা জায়গাগুলির উপরে ঢেলে দিন। এবার একটি নরম টুথব্রাশ জলে ভিজিয়ে বৃত্তাকার ভাবে হালকা হাতে ঘষতে থাকুন বেকিং সোডা আবৃত দাগের উপরে। বেকিং সোডা যেকোনো রকম দাগ তুলতে খুবই কার্যকরী। কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন দাগ হালকা হতে শুরু করেছে। এরপর ফের পরিস্কার জলে কভার ধুয়ে শুকনো করে মুছে নিন। যদি তারপরেও হলুধ ভাব থেকে যায় তাহলে গরম জলে কিছুটা বাসন মাজার সাবান গুলে সেই মিশ্রণ কভারে ঢেলে ঘষুন। উঠে যাবে সমস্ত দাগ।
দ্বিতীয় টোটকা– একটি ছোট পাত্রে কিছুটা উষ্ণ গরম জল নিন। তার মধ্যে ঢালুন কয়েক ফোঁটা বাসন মাজার লিকুউড সাবান। বেশি কড়া যেন না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। এরপর ফোনের কভারটির উপরে সাবান গোলা জল দিয়ে নরম ব্রাশ দিয়ে ঘষতে থাকুন। দেখবেন দাগ হালকা হতে শুরু করেছে। সম্পূর্ণ হলুদ ভাব উঠে যাওয়ার পরে পরিস্কার ঠাণ্ডা জলে কভার ধুয়ে শুকনো করে নিন।