Finance News

Fixed Deposit: ফিক্সড ডিপোজিটে বিরাট সুদ দিচ্ছে অ্যাক্সিস ব্যাঙ্ক, দেখে নিন সুদের হার

কোনো উৎস থেকে মোটা অঙ্কের টাকা পাওয়া গেলে কিংবা অবসর জীবনে পাওয়া টাকা কিংবা কোনো এক সময়ের জন্য সঞ্চিত অর্থকে সুরক্ষিত রাখার উদ্দেশ্যেই ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট খুলে থাকেন অনেকেই। এই ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টে একদিকে টাকা যেমন সুরক্ষিত থাকে, তেমনই একটি নির্দিষ্ট সময়সীমা অবধি সেই টাকা রাখলেই ভালো সুদ পাওয়া যায়। যে কারণে সময়কাল শেষ হয়ে যাওয়ার পর রিটার্ন মেলে বেশ ভালো।

আর এবার অ্যাক্সিস ব্যাঙ্ক তাদের ফিক্সড ডিপোজিট স্কিমে আরো অতিরিক্ত সুদ দিতে চলেছে। জানা গেছে, সম্প্রতি ফিক্সড ডিপোজিটের সুদের হার বাড়িয়েছে এই বেসরকারি ব্যাঙ্ক। এবার থেকে এর ব্যাপক লাভ পেতে চলেছেন গ্রাহকেরা। এবার থেকে স্কিমের মেয়াদ অনুযায়ী সুদের হার মিলবে। জানা গেছে, এই সুদের হার ৩.৫০ শতাংশ থেকে ৭.১০ শতাংশ। এবার একনজরে দেখে নিন জর কেমন মেয়াদে কেমন সুদ পাবেন গ্রাহকরা।

■ ৭ থেকে ২৯ দিনের মেয়াদ – ৩.০০ শতাংশ হারে সুদ।

■ ৩০ থেকে ৪৫ দিনের মেয়াদ – ৩.৫০ শতাংশ হারে সুদ।

■ ৪৬ থেকে ৬০ দিনের মেয়াদ – ৪.২৫ শতাংশ হারে সুদ।

■ ৬১ দিন থেকে ৩ মাসের মেয়াদ – ৪.৫০ সৎসনশ হারে সুদ।

■ ৩ মাস থেকে ৬ মাসের মেয়াদ – ৪.৭৫ শতাংশ হারে সুদ।

■ ৬ থেকে ৯ মাসের মেয়াদ – ৫.৭৫ শতাংশ হারে সুদ।

■ ৯ মাস থেকে ১ বছর মেয়াদ – ৬.০০ শতাংশ হারে সুদ।

■ ১ বছর থেকে ১ বছর ৪ দিনের মেয়াদ – ৬.৭০ শতাংশ হারে সুদ।

■ ১ বছর ৫ দিন থেকে ১৫ মাসের মেয়াদ – ৬.৭০ শতাংশ হারে সুদ।

■ ১৫ মাস থেকে ২ বছরের মেয়াদ – ৭.১০ শতাংশ হারে সুদ।

■ ২ বছর থেকে ৩ বছরের মেয়াদ – ৭.১০ শতাংশ হারে সুদ।

■ ৩ বছর থেকে ৫ বছরের মেয়াদ – ৭.১০ শতাংশ হারে সুদ।

■ ৫ বছর থেকে ১০ বছরের মেয়াদ – ৭.০০ শতাংশ হারে সুদ।

Related Articles