বয়স বাড়ছে? চিন্তা কমুক। এবার ৭০ বছরের ঊর্ধ্বে নাগরিকদের জন্য কেন্দ্রীয় সরকার নিয়ে এল এক যুগান্তকারী স্বাস্থ্যসুরক্ষা প্রকল্প—আয়ুষ্মান বয় বন্দনা (Ayushman Vay Vandana)। এই প্রকল্পে মিলবে সম্পূর্ণ বিনামূল্যে ৫ লক্ষ টাকার স্বাস্থ্য কভারেজ, যার ফলে প্রবীণ নাগরিকদের আর চিকিৎসা খরচের বোঝা বইতে হবে না।
২০২৪ সালের অক্টোবর মাসে চালু হওয়া এই প্রকল্পের মাধ্যমে যে কোনও ৭০ বছর বা তার বেশি বয়সি ভারতীয় নাগরিক বছরে ৫ লক্ষ টাকার বিনামূল্যে স্বাস্থ্যবিমা কভার পেতে পারেন। এতে অন্তর্ভুক্ত রয়েছে সেকেন্ডারি ও টারশিয়ারি হাসপাতাল চিকিৎসা—যার মধ্যে রয়েছে হৃদযন্ত্রের সার্জারি, হিপ রিপ্লেসমেন্ট, ডায়ালিসিস, ছানি অপারেশন ইত্যাদি।
জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ডিসেম্বর ২০২৪ পর্যন্ত দেশে ২৫ লক্ষেরও বেশি প্রবীণ এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন। ইতিমধ্যেই ২২ হাজারের বেশি মানুষ প্রকৃত চিকিৎসা পরিষেবা পেয়েছেন যার আর্থিক মূল্য প্রায় ₹৪০ কোটি। এই সংখ্যাই প্রমাণ করে যে প্রকল্পটি কতটা প্রয়োজনীয় ও কার্যকর।
নিবন্ধন প্রক্রিয়াও সহজ ও ডিজিটাল। যেকোনো তালিকাভুক্ত হাসপাতাল, আয়ুষ্মান অ্যাপ, সরকারি পোর্টাল বা টোল-ফ্রি নম্বর (১৪৫৫৫) ব্যবহার করেই এই প্রকল্পে যুক্ত হওয়া সম্ভব। তাছাড়া মোবাইল থাকলেই অনেক প্রবীণ নাগরিক নিজেরাই রেজিস্ট্রেশন করতে পারবেন, কোনও মধ্যস্থতার প্রয়োজন হবে না।
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল দিল্লি সরকারের বাড়তি উদ্যোগ। তারা রাজ্যের বাসিন্দাদের জন্য এই প্রকল্পে অতিরিক্ত ₹৫ লক্ষ যুক্ত করেছে, যার ফলে দিল্লির প্রবীণ নাগরিকরা বছরে মোট ১০ লক্ষ টাকার বিনামূল্যে স্বাস্থ্য কভার পেয়ে থাকেন।
এই প্রকল্প প্রবীণদের মধ্যে চিকিৎসা সংক্রান্ত নিরাপত্তার এক নতুন আশ্বাস নিয়ে এসেছে। চিকিৎসা খরচের ভয়ে অনেক প্রবীণই প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত হন—এই প্রকল্প তাদের জন্য আশার আলো হতে চলেছে।
প্রশ্নোত্তর (FAQ):
১. কে এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন?
যে কোনও ভারতীয় নাগরিক, যাঁর বয়স ৭০ বছর বা তার বেশি, এই প্রকল্পে নাম লেখাতে পারেন।
২. কী ধরনের চিকিৎসা এই বিমার আওতায় আসবে?
হৃদরোগ সার্জারি, ছানি অপারেশন, কিডনি ডায়ালিসিস, হিপ রিপ্লেসমেন্ট সহ বেশ কিছু জটিল চিকিৎসা এতে কভার করা হয়।
৩. নিবন্ধন করার পদ্ধতি কী?
তালিকাভুক্ত হাসপাতাল, আয়ুষ্মান অ্যাপ, সরকারি পোর্টাল বা টোল-ফ্রি নম্বর ১৪৫৫৫-এর মাধ্যমে রেজিস্ট্রেশন করা যাবে।
৪. দিল্লির প্রবীণ নাগরিকদের জন্য আলাদা কোনও সুবিধা আছে?
হ্যাঁ, দিল্লি সরকার অতিরিক্ত ৫ লক্ষ কভার দিচ্ছে, ফলে মোট ১০ লক্ষ পর্যন্ত সুবিধা পাওয়া যাবে।
৫. এখন পর্যন্ত কতজন মানুষ প্রকল্পের সুবিধা পেয়েছেন?
ইতিমধ্যে ২২ হাজারের বেশি প্রবীণ নাগরিক এই প্রকল্পের অধীনে চিকিৎসা পেয়েছেন, যার মূল্য ৪০ কোটি ছাড়িয়েছে।