Home Shorts Videos Gallary Join
প্রথম পাতা খবর বিনোদন OTT ওয়েব সিরিজ লাইফস্টাইল তথ্য প্রযুক্তি

মধ্যবিত্তের বাজেটে সুপারহিট প্ল্যান আনল Jio, সস্তায় আনলিমিটেড কল, SMS ও OTT সব একসঙ্গে

Reliance Jio ফের একবার গ্রাহকদের জন্য নিয়ে এসেছে অত্যন্ত আকর্ষণীয় একটি রিচার্জ প্ল্যান। মাত্র ৭৪৯ টাকার বিনিময়ে এই প্ল্যানে মিলছে ইন্টারনেট, আনলিমিটেড কল, প্রতিদিনের এসএমএস ছাড়াও OTT সাবস্ক্রিপশন ও ক্লাউড স্টোরেজ— সব কিছু একসাথে।

এই রিচার্জ প্ল্যানটির মেয়াদ ৭২ দিন। প্রতিদিন মিলবে ২ জিবি হাই-স্পিড ডেটা, যার ফলে মোট ডেটা ব্যবহারের পরিমাণ দাঁড়াবে ১৪৪ জিবি। এর সঙ্গে আরও অতিরিক্ত ২০ জিবি ডেটাও দেওয়া হচ্ছে, অর্থাৎ গ্রাহকরা পাবেন মোট ১৬৪ জিবি ইন্টারনেট ডেটা।

এছাড়া রয়েছে আনলিমিটেড ভয়েস কলিং সুবিধা সমস্ত নেটওয়ার্কে। প্রতিদিন ১০০টি করে এসএমএস পাঠানোর সুবিধাও থাকছে এই প্ল্যানে।

এখানেই শেষ নয়। বিনামূল্যে পাওয়া যাবে ৯০ দিনের JioHotstar সাবস্ক্রিপশন, যেখানে সিনেমা, ওয়েব সিরিজ, লাইভ ক্রিকেট সহ একাধিক কনটেন্ট উপভোগ করা যাবে একেবারে ফ্রি-তে।

ডিজিটাল ইউজারদের কথা মাথায় রেখে Jio আরও যুক্ত করেছে ৫০ জিবি JioAICloud স্টোরেজ, যেখানে রাখা যাবে গুরুত্বপূর্ণ নথিপত্র, ফাইল ও ফটো। JioTV ও JioAICloud অ্যাপের অ্যাক্সেসও দেওয়া হচ্ছে এই প্ল্যানে।

Jio-র মতে, যারা একাধিক পরিষেবা এক প্ল্যাটফর্মে চান এবং বাজেটের মধ্যেই একটি ভ্যালু-ফর-মানি রিচার্জ খুঁজছেন, তাঁদের জন্য এটি একটি আদর্শ বিকল্প।

সাধারণ প্রশ্ন ও উত্তর (FAQ):

১. ₹৭৪৯ প্ল্যানে ঠিক কী কী সুবিধা পাওয়া যাচ্ছে?
এই প্ল্যানে ৭২ দিনের জন্য প্রতিদিন ২ জিবি হাই-স্পিড ডেটা, অতিরিক্ত ২০ জিবি ডেটা, আনলিমিটেড কল, ১০০টি এসএমএস প্রতিদিন, ৯০ দিনের JioHotstar সাবস্ক্রিপশন ও ৫০ জিবি ক্লাউড স্টোরেজ পাওয়া যাচ্ছে।

২. এই প্ল্যানটি কাদের জন্য উপযুক্ত?
যাঁরা OTT কনটেন্ট দেখেন, অনেক ডেটা ব্যবহার করেন, রোজ কল ও এসএমএস করেন— তাঁদের জন্য এই প্ল্যান বিশেষ উপযোগী।

৩. JioHotstar সাবস্ক্রিপশনটি কীভাবে কাজ করবে?
রিচার্জ করার পর ব্যবহারকারীদের Jio নম্বরের সঙ্গে লিঙ্ক থাকা অ্যাকাউন্টে ৯০ দিনের জন্য Hotstar সাবস্ক্রিপশন অ্যাকটিভ হয়ে যাবে।

৪. ক্লাউড স্টোরেজ কীভাবে ব্যবহার করা যাবে?
JioAICloud অ্যাপে লগ ইন করলেই ব্যবহারকারী ৫০ জিবি স্টোরেজে ফাইল, ছবি, ভিডিও আপলোড করে রাখতে পারবেন।

৫. এই প্ল্যানে ডেটা শেষ হয়ে গেলে কী হবে?
দৈনিক ডেটা লিমিট শেষ হয়ে গেলে ইন্টারনেটের গতি কমে যাবে, তবে মূল রিচার্জের মেয়াদ পর্যন্ত পরিষেবা চালু থাকবে।