সামুদ্রিক জগৎ মাঝে মাঝেই এমন সব চমক দেয় যা কল্পনারও বাইরে। সম্প্রতি তামিলনাড়ুর উপকূলে এক বিশাল আকৃতির ‘ওরফিশ’ ধরা পড়ায় আবারও আলোচনায় এসেছে এই রহস্যময় প্রাণীটি। অস্ট্রেলিয়ার তাসমানিয়া উপকূলেও প্রায় একই সময়ে এই মাছের দেখা মেলে। ফলত, প্রাচীন বিশ্বাস ও আধুনিক বিজ্ঞানের মধ্যে শুরু হয়েছে তুলনামূলক বিশ্লেষণ।বিশ্বের দীর্ঘতম হাড়-যুক্ত মাছ হিসেবে পরিচিত ‘ওরফিশ’-এর বৈজ্ঞানিক নাম Regalecus glesne। সাধারণত ২০০ থেকে ১০০০ মিটার গভীর জলে বাস করে এই বিশাল মাছ। দৈর্ঘ্যে এটি ৮-৯ মিটার পর্যন্ত লম্বা হতে পারে। সমুদ্রের গভীরে থাকাই এর স্বাভাবিক চলাফেরার এলাকা, তাই এটি ভেসে উপরে আসা একেবারেই বিরল ঘটনা।
তবে ঠিক এই বিরল ঘটনাই ঘটেছে সম্প্রতি দুটি ভিন্ন মহাদেশে। ভারতের তামিলনাড়ু এবং অস্ট্রেলিয়ার তাসমানিয়া—দুটো জায়গাতেই এই মাছের হঠাৎ উপস্থিতি নতুন করে আলোড়ন তৈরি করেছে। কারণ একটাই—লোকবিশ্বাস অনুযায়ী, এই মাছের তটভূমিতে ওঠা প্রাকৃতিক বিপর্যয়ের পূর্বাভাস হতে পারে।এই তত্ত্ব অবশ্য একেবারে অমূলক নয়। ২০১১ সালে জাপানে বিধ্বংসী ভূমিকম্প এবং সুনামির আগেও বহু ওরফিশ জলে ভেসে উঠেছিল। এমনকি মেক্সিকোতেও বড় ভূমিকম্পের আগে ওরফিশের উপস্থিতি নথিভুক্ত হয়েছে। এই প্রেক্ষাপটেই প্রশ্ন উঠেছে—আসন্ন কি কোনও বিপর্যয়?
কিন্তু আধুনিক বিজ্ঞান ভিন্ন কথা বলে। বিশেষজ্ঞদের মতে, ওরফিশের তীরে ওঠার পেছনে থাকতে পারে একাধিক প্রাকৃতিক কারণ—জলের তাপমাত্রা বৃদ্ধি, কোনওরকম শারীরিক আঘাত বা অসুস্থতা। ২০১৯ সালের এক গবেষণায় স্পষ্ট বলা হয়েছে, ভূমিকম্প এবং ওরফিশ উপস্থিতির মধ্যে কোনও পরিসংখ্যানগত সম্পর্ক নেই। অর্থাৎ, এই মাছকে ‘ডুমসডে ফিশ’ বলে আখ্যা দিলেও তা এখনো প্রমাণসিদ্ধ নয়।তবে রহস্যময় এই প্রাণীর আচরণ নিয়ে মানুষের আগ্রহ কমছে না। উপকূলবর্তী অঞ্চলে মাছ ধরার সঙ্গে যুক্ত মানুষদের মধ্যেও ছড়িয়ে পড়েছে উদ্বেগ ও কৌতূহল—আরও কোনও বিপদ কি অপেক্ষা করছে?
প্রশ্নোত্তর (FAQs):
-
ওরফিশ কী ধরনের মাছ?
এটি বিশ্বের দীর্ঘতম হাড়-যুক্ত সামুদ্রিক মাছ, সাধারণত সমুদ্রের গভীরে থাকে এবং খুব কমই উপরে দেখা যায়। -
এই মাছের দৈর্ঘ্য কত হতে পারে?
প্রায় ৩০ ফুট বা ৯ মিটার পর্যন্ত লম্বা হতে পারে একটি পূর্ণবয়স্ক ওরফিশ। -
এই মাছকে ‘ডুমসডে ফিশ’ বলা হয় কেন?
লোকবিশ্বাস অনুযায়ী, প্রাকৃতিক বিপর্যয়ের পূর্বাভাস হিসেবে এই মাছ উপকূলে উঠে আসে। -
বিজ্ঞান কী বলে এই বিষয়ে?
বিজ্ঞানীরা মনে করেন এর কারণ হতে পারে জলের তাপমাত্রা, আঘাত বা অসুস্থতা—ভূমিকম্পের সঙ্গে কোনও সরাসরি সম্পর্ক প্রমাণিত নয়। -
সম্প্রতি কোথায় কোথায় এই মাছ দেখা গেছে?
তামিলনাড়ু উপকূল ও তাসমানিয়া (অস্ট্রেলিয়া) উপকূলে সম্প্রতি দুটি ওরফিশ ধরা পড়েছে।