Home Shorts Videos Gallary Join
প্রথম পাতা খবর বিনোদন OTT ওয়েব সিরিজ লাইফস্টাইল তথ্য প্রযুক্তি

Jio Recharge Plan: সারা বছর ফ্রি কলিং-ডেটা! এক রিচার্জেই মিলবে ৩৬৫ দিনের অফার

প্রযুক্তির দুনিয়ায় আরও এক ধাপ এগিয়ে গেল Reliance Jio। এক বছরে একবার রিচার্জ করলেই মিলবে ৯১২.৫ GB হাই-স্পিড ডেটা, আনলিমিটেড ভয়েস কল এবং জনপ্রিয় OTT প্ল্যাটফর্মগুলোর একগুচ্ছ সাবস্ক্রিপশন—এমন সুবিধা দিয়েছে জিও তাদের নতুন বার্ষিক প্রিপেইড প্ল্যানে।এই নতুন ₹৩,৫৯৯ মূল্যের প্ল্যানে রয়েছে ৩৬৫ দিনের ভ্যালিডিটি। প্রতিদিন ২.৫ GB করে হাই-স্পিড ইন্টারনেট মিলবে, ফলে মোট ডেটা হয়ে দাঁড়ায় ৯১২.৫ GB। সেই সঙ্গে থাকবে প্রতিদিন ১০০টি SMS এবং দেশের যেকোনও নম্বরে আনলিমিটেড কল করার সুবিধা।বিশেষ আকর্ষণ হিসেবে এই প্ল্যানে থাকছে Amazon Prime Video (Mobile Edition)–এর এক বছরের সাবস্ক্রিপশন। সঙ্গে থাকছে JioTV, JioCinema এবং JioCloud অ্যাপগুলোর এক্সেসও। অর্থাৎ বিনোদন, স্টোরেজ এবং লাইভ টিভি—সবই একসাথে পাওয়া যাবে একটি মাত্র রিচার্জে।

যাঁরা আরও বেশি ডেটা চান, তাঁদের জন্য জিও নিয়ে এসেছে ₹৩,২২৭ মূল্যের আরেকটি বার্ষিক প্ল্যান। এখানে প্রতিদিনের নির্দিষ্ট সীমার বাইরে গিয়ে ব্যবহারকারীরা আনলিমিটেড 5G ডেটা উপভোগ করতে পারবেন। যদিও এই প্ল্যানে JioCinema Premium পরিষেবা অন্তর্ভুক্ত নয়।এই দুই প্ল্যানই বাজারে ব্যবহারকারীদের আগ্রহ কাড়তে শুরু করেছে। কম দামে একাধিক পরিষেবা পাওয়ার সুযোগ থাকায় অনেকেই এই অফারে সাড়া দিচ্ছেন। বিশেষত, যাঁরা OTT কনটেন্ট উপভোগ করেন ও নিয়মিত হাই-স্পিড ইন্টারনেট ব্যবহার করেন, তাঁদের জন্য এই প্ল্যানগুলি বেশ লাভজনক হতে চলেছে।

Frequently Asked Questions (FAQ)

১. এই বার্ষিক প্ল্যানে কতদিনের ভ্যালিডিটি থাকে?
→ উভয় প্ল্যানেই ৩৬৫ দিনের ভ্যালিডিটি রয়েছে।

২. প্রতিদিন কতটা ডেটা পাওয়া যায় ₹৩,৫৯৯ প্ল্যানে?
→ প্রতিদিন ২.৫ GB করে মোট ৯১২.৫ GB ডেটা পাওয়া যাবে।

৩. কোন OTT প্ল্যাটফর্মগুলি অন্তর্ভুক্ত রয়েছে?
→ Amazon Prime Video (Mobile Edition), JioTV, JioCinema ও JioCloud।

৪. কল ও SMS সুবিধা কেমন?
→ প্রতিদিন ১০০টি SMS ও আনলিমিটেড ভয়েস কল সুবিধা রয়েছে।

৫. বিকল্প কোনও বার্ষিক প্ল্যান আছে কি?
→ হ্যাঁ, ₹৩,২২৭ মূল্যের প্ল্যানে রয়েছে আনলিমিটেড 5G ডেটা, তবে JioCinema Premium অন্তর্ভুক্ত নয়।