Home Shorts Videos Gallary Join
প্রথম পাতা খবর বিনোদন OTT ওয়েব সিরিজ লাইফস্টাইল তথ্য প্রযুক্তি

গাড়ি কেনা আর স্বপ্ন নয়, ৮০,০০০ ডাউন দিয়ে পেয়ে যান ৭ সিটের স্টাইলিশ গাড়ি

ভারতের সবচেয়ে সাশ্রয়ী সাত আসনের গাড়ি রেনল্ট ট্রাইবার এবার আসছে নতুন সাজে। ২০২৫ সালের শেষের দিকে বাজারে আসতে চলেছে এই MPV-র আপডেটেড ফেসলিফ্ট সংস্করণ। আগের মডেলের গঠন একই থাকলেও বাহ্যিক রূপ এবং অভ্যন্তরীণ সুবিধার ক্ষেত্রে থাকছে বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন।নতুন ট্রাইবারে দেখা যাবে পরিবর্তিত টেল-ল্যাম্প, বুট লিড, সামনের গ্রিল এবং বাম্পার ডিজাইন। গাড়ির আকৃতি বা সাইড প্রোফাইল যদিও অপরিবর্তিত রাখা হয়েছে, তবু সামগ্রিক স্টাইলিংয়ে আনা হয়েছে আধুনিক ছোঁয়া। অভ্যন্তরের দিকেও নজর দেওয়া হয়েছে। নতুন ড্যাশবোর্ড ডিজাইন, উন্নত ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, সফট-টাচ প্যানেল এবং আরও আধুনিক ইনফোটেইনমেন্ট সিস্টেমের সম্ভাবনা থাকছে।

বিশেষত RXL+ ও তার উপরের ভ্যারিয়েন্টগুলিতে থাকছে ৮ ইঞ্চির টাচস্ক্রিন ডিসপ্লে, Android Auto ও Apple CarPlay সাপোর্ট, রিয়ার ক্যামেরা এবং আরও উন্নত সেফটি ফিচার। রেনল্টের তরফে এখনও নিশ্চিত না করা হলেও, শোনা যাচ্ছে, নতুন মডেলে ছ’টি এয়ারব্যাগও থাকতে পারে। স্ট্যান্ডার্ড নিরাপত্তার জন্য থাকছে ABS, EBD, ESC এবং ট্র্যাকশন কন্ট্রোল-সহ ১৭টি গুরুত্বপূর্ণ সেফটি ফিচার।ইঞ্জিন বিভাগে কোনও পরিবর্তন আনা হচ্ছে না। আগের মতোই থাকছে ১.০ লিটার ন্যাচারালি অ্যাস্পিরেটেড পেট্রোল ইঞ্জিন, যা ৭২ পিএস পাওয়ার ও ৯৬ এনএম টর্ক জেনারেট করতে সক্ষম। সঙ্গে থাকবে ৫-স্পিড ম্যানুয়াল ও অপশনাল AMT গিয়ার বক্স। ফুয়েল ইকনমির দিক থেকেও নতুন মডেলটি আগের মতোই কার্যকর। ম্যানুয়াল ভার্সনে আনুমানিক ১৮ কিমি/লি এবং AMT ভার্সনে ২০ কিমি/লি মাইলেজ দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। গাড়ির ৪০ লিটার ট্যাঙ্ক একবারে পূর্ণ করে প্রায় ৬০০ কিমি পর্যন্ত যাত্রা করা যাবে।

বর্তমানে রেনল্ট ট্রাইবারের এক্স-শোরুম দাম শুরু হচ্ছে ₹৬.১০–৬.২৫ লক্ষ থেকে, এবং সর্বোচ্চ দাম প্রায় ₹৮.৯৮ লক্ষ। ফেসলিফ্ট সংস্করণের ক্ষেত্রে দাম ১০,০০০–২০,০০০ টাকা পর্যন্ত বেশি হতে পারে বলে অনুমান।সব মিলিয়ে, যাঁরা একটি সাশ্রয়ী কিন্তু স্টাইলিশ ও নিরাপদ সাত আসনের গাড়ির সন্ধানে রয়েছেন, তাঁদের জন্য ২০২৫ সালের শেষ দিকে আসা এই নতুন ট্রাইবার একটি উল্লেখযোগ্য অপশন হতে চলেছে।

 কিছু সাধারণ প্রশ্ন:

  1. রেনল্ট ট্রাইবার ফেসলিফ্ট কবে বাজারে আসতে পারে?
    ২০২৫ সালের শেষ নাগাদ, সম্ভবত আগস্ট মাসে।

  2. নতুন ট্রাইবারে ইঞ্জিনে কোনো পরিবর্তন হচ্ছে কি?
    না, আগের মতোই ১.০ লিটার পেট্রোল ইঞ্জিন ব্যবহার করা হবে।

  3. নতুন সংস্করণে কোন সেফটি ফিচারগুলো যুক্ত হচ্ছে?
    সম্ভাব্য ৬টি এয়ারব্যাগ ছাড়াও থাকছে ABS, EBD, ESC ও ট্র্যাকশন কন্ট্রোল।

  4. গাড়িটির দাম কত বাড়তে পারে?
    আনুমানিক ১০,০০০–২০,০০০ বাড়তে পারে ফেসলিফ্ট সংস্করণে।

  5. ফুয়েল ইকনমি কতটা উন্নত?
    ম্যানুয়াল ভার্সনে প্রায় ১৮ কিমি/লি এবং AMT-তে ২০ কিমি/লি মাইলেজ পাওয়া যাবে।