ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই যে খরচের চাপ নেই, তা কিন্তু নয়। ICICI ব্যাংক এবার তাদের গ্রাহকদের জন্য একগুচ্ছ নতুন সার্ভিস চার্জ চালু করতে চলেছে। আগামী ১ জুলাই, ২০২৫ থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে, যার ফলে প্রতিদিনকার লেনদেনে বড়সড় প্রভাব পড়তে চলেছে।নতুন কাঠামো অনুযায়ী, মেট্রো শহরে নন-ICICI ATM ব্যবহার করলে মাসে ৩টি লেনদেন ফ্রি থাকবে। এরপর থেকে প্রতি ফিনান্সিয়াল ট্রানজ্যাকশনে ২৩ এবং নন-ফিনান্সিয়ালে ₹৮.৫ চার্জ নেওয়া হবে। নন-মেট্রো এলাকায় এই বিনামূল্য সুযোগ ৫টি পর্যন্ত বাড়ানো হয়েছে। ICICI ব্যাংকের নিজস্ব ATM-এ মাসে ৫টি ফ্রি ফিনান্সিয়াল লেনদেন অনুমোদিত; অতিরিক্ত হলে একই হারে চার্জ প্রযোজ্য হবে।
আন্তর্জাতিক ATM ব্যবহারে প্রতিটি লেনদেনে ১২৫ ও ৩.৫% রূপান্তর ফি ধার্য করা হয়েছে। নন-ফিনান্সিয়াল লেনদেনেও চার্জ পড়বে ২৫। তবে সিনিয়র সিটিজেনদের জন্য বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে।IMPS ট্রান্সফারেও ধাপে ধাপে চার্জ নির্ধারণ করা হয়েছে। ১,০০০ পর্যন্ত হলে ২.৫, ১,০০১ থেকে ১ লাখ পর্যন্ত ৫ এবং ১ থেকে ৫ লাখ পর্যন্ত লেনদেনে ৫ করে খরচ পড়বে।নগদ জমা ও উত্তোলনে মাসে তিনবার পর্যন্ত বিনামূল্য লেনদেন অনুমোদিত, তার পরবর্তী প্রতিটি লেনদেনে ১৫০ করে চার্জ ধার্য হবে। ১ লাখের বেশি জমার ক্ষেত্রে প্রতি ১,০০০-এ ৩.৫ বা ১৫০, যেটা বেশি হবে, সেটাই প্রযোজ্য হবে।
ডিমান্ড ড্রাফট (DD) তৈরিতে প্রতি ১,০০০-এর জন্য ২ ফি ধার্য হয়েছে। ন্যূনতম চার্জ ৫০, সর্বোচ্চ ১৫,০০০ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।ডেবিট কার্ড ব্যবহারে বার্ষিক ফি সংক্রান্ত পরিবর্তনও উল্লেখযোগ্য। গ্রামীণ এলাকার জন্য বার্ষিক ফি ১৫০, এবং রেগুলার গ্রাহকের জন্য তা ৩০০। কার্ড হারিয়ে গেলে রিপ্লেসমেন্ট চার্জও ৩০০ নির্ধারণ করা হয়েছে।এই পরিবর্তনগুলি সম্পর্কে আগে থেকেই অবগত হতে ব্যাংক গ্রাহকদের জন্য বিশেষ নির্দেশিকা জারি করেছে। এর ফলে আগাম পরিকল্পনা করে খরচ কমানো সম্ভব হবে।
সাধারণ প্রশ্নাবলি (FAQ)
-
নতুন চার্জগুলি কখন থেকে কার্যকর হবে?
→ ১ জুলাই ২০২৫ থেকে। -
মেট্রো ও নন-মেট্রে ATM লেনদেনে বিনামূল্য সীমা কত?
→ মেট্রোতে ৩টি এবং নন-মেট্রোতে ৫টি লেনদেন পর্যন্ত ফ্রি। -
আন্তর্জাতিক ATM লেনদনে কী ধরনের অতিরিক্ত চার্জ আছে?
→ প্রতি লেনদেনে ১২৫ ও ৩.৫% কনভার্সন চার্জ, নন-ফিনান্সিয়ালে ২৫। -
IMPS-এ কত রকমের চার্জ ধার্য করা হয়েছে?
→ ১,০০০ পর্যন্ত ২.৫, ১,০০১–১ লাখে ৫, ১–৫ লাখে ১৫। -
ডেবিট কার্ডের ফি কতভাবে পরিবর্তিত হলো?
→ গ্রামীণ ক্ষেত্রে ১৫০, রেগুলার ক্ষেত্রে ৩০০, রিপ্লেসমেন্ট চার্জ ৩০০।