শহরের ঘাম ঝরানো গরমে এবার ট্রেনযাত্রায় মিলবে স্বস্তি। শিয়ালদহ ডিভিশনের অন্যতম ব্যস্ত রুট রাণাঘাট লাইনে খুব শীঘ্রই চালু হতে চলেছে সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত (AC) লোকাল ট্রেন। ইতিমধ্যেই দু’টি ১২-কোচের এসি ইএমইউ (EMU) রেক এসে পৌঁছেছে এবং পরীক্ষামূলক যাত্রাও সম্পন্ন হয়েছে। যাত্রীদের জন্য এই পরিষেবা চালুর প্রস্তুতি তুঙ্গে।
এই ট্রেনের মূল আকর্ষণ শুধুই এসি নয়—নতুন প্রযুক্তিতে গড়া স্টেনলেস স্টিলের কোচ, নিরাপত্তার জন্য সিসিটিভি নজরদারি, LED তথ্যপ্রদর্শক, দ্বি-স্তরযুক্ত সিলড উইন্ডো ও অটোমেটিক স্লাইডিং ডোর ব্যবস্থা থাকছে। প্রতিটি রেকে বসার ব্যবস্থা থাকছে প্রায় ১,১০০ যাত্রীর জন্য। কোচগুলি ভেস্টিবিউল গ্যাংওয়ে-র মাধ্যমে একে অপরের সঙ্গে সংযুক্ত, ফলে চলাফেরা সহজতর হবে।
কম ভাড়ায় মিলছে আধুনিক পরিষেবা
যাত্রীর পকেটের কথা মাথায় রেখেই নির্ধারিত হয়েছে টিকিটের দাম। ১০ কিলোমিটার পর্যন্ত দূরত্বে ভাড়া রাখা হয়েছে মাত্র ২৯। ১১ থেকে ১৫ কিলোমিটারের মধ্যে ভাড়া ₹৩৭। যারা নিয়মিত যাতায়াত করেন, তাঁদের জন্য আছে মাসিক পাস—৫৯০ (১০ কিমি পর্যন্ত) এবং ৭৮০ (১৫ কিমি পর্যন্ত)। এই পরিষেবায় যাত্রীরা পাবেন মেট্রোর মতো আরাম, লোকালের মতো দামে।
ট্রায়াল সম্পূর্ণ, অপেক্ষা কেবল সূচি ঘোষণার
রেল সূত্রে জানা গেছে, সমস্ত প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে। যাত্রী পরিষেবা শুরুর জন্য প্রয়োজন শুধু সময়সূচির ঘোষণা। ধারণা করা হচ্ছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই চালু হবে এই এসি লোকাল পরিষেবা।
যাত্রায় আরাম, নিরাপত্তায় নিশ্চিন্ত
নতুন এই এসি লোকাল ট্রেনগুলি শুধুমাত্র আরাম নয়, নিরাপত্তার দিকেও বিশেষভাবে মনোযোগ দিয়েছে। প্রত্যেক কোচে থাকবে সিসিটিভি ক্যামেরা, LED ডিসপ্লে, সিলড জানলা এবং গার্ড-চালিত দরজা, যা নির্দিষ্ট স্টেশনে খোলা ও বন্ধ হবে স্বয়ংক্রিয়ভাবে। এই ব্যবস্থা দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই কমাবে বলেই মনে করছেন রেল আধিকারিকরা।
প্রাথমিকভাবে কোথায় চলবে ট্রেন?
এই এসি লোকাল পরিষেবা প্রথমে চালু হবে শিয়ালদহ-রাণাঘাট শাখায়। রেল দফতর সূত্রে আরও জানা গিয়েছে, ভবিষ্যতে যাত্রী চাহিদা অনুযায়ী অন্য রুটেও এই ধরনের এসি লোকাল রেক চালানোর পরিকল্পনা রয়েছে।
প্রায়শই জিজ্ঞাস্য প্রশ্ন (FAQs)
১. কবে থেকে শুরু হবে এই এসি লোকাল পরিষেবা?
→ ট্রায়াল শেষ হয়েছে, খুব শীঘ্রই সময়সূচি ঘোষণা করে পরিষেবা শুরু হবে।
২. কোথা থেকে কোথায় চলবে এই ট্রেন?
→ প্রথম পর্যায়ে চলবে শিয়ালদহ থেকে রাণাঘাট রুটে।
৩. টিকিটের ভাড়া কত?
→ ১০ কিমি পর্যন্ত ২৯ এবং ১১–১৫ কিমি দূরত্বে ৩৭।
৪. মাসিক পাসের সুবিধা কী?
→ ১০ কিমির জন্য ₹৫৯০ এবং ১৫ কিমির মধ্যে ₹৭৮০ মাসিক পাসে যাতায়াত করা যাবে।
৫. ট্রেনের নিরাপত্তা ব্যবস্থা কেমন?
→ থাকছে সিসিটিভি ক্যামেরা, LED ডিসপ্লে, সিলড জানলা ও অটোমেটিক দরজা ব্যবস্থা।