যাত্রীদের স্বস্তি ও রেলের আয় বৃদ্ধির মধ্যে ভারসাম্য রাখতে নতুন পদক্ষেপ নিতে চলেছে ভারতীয় রেল। আগামী ১ জুলাই ২০২৫ থেকে চালু হচ্ছে নতুন ভাড়া কাঠামো ও কড়া Tatkal টিকিট বুকিং ব্যবস্থা।
কী পরিবর্তন আসছে?
নতুন ব্যবস্থায়, Mail/Express ট্রেনে non-AC শ্রেণির যাত্রীদের প্রতি কিলোমিটারে ১ পয়সা বেশি গুনতে হবে। AC ক্লাসে এই বাড়তি ভাড়া ২ পয়সা প্রতি কিলোমিটার। সাধারণ দ্বিতীয় শ্রেণির ক্ষেত্রে ৫০০ কিমি অবধি কোনো ভাড়া বাড়ছে না, তবে তার বেশি যাত্রার জন্য প্রতি কিলোমিটারে ০.৫ পয়সা বেশি দিতে হবে।
সাবার্বান ট্রেন এবং মাসিক সিজন টিকিট ব্যবহারকারীদের জন্য স্বস্তির খবর—এই ক্ষেত্রগুলোতে কোনো ভাড়া বৃদ্ধি হচ্ছে না।
Tatkal টিকিটে নতুন শৃঙ্খলা
১ জুলাই থেকে Tatkal টিকিট অনলাইনে বুক করতে হলে Aadhaar যাচাই বাধ্যতামূলক। এরপর ১৫ জুলাই থেকে শুরু হচ্ছে আরও কড়াকড়ি—OTP ভেরিফিকেশন ছাড়া কোনো টিকিট বুকিং সম্ভব নয়, তা অনলাইন হোক বা কাউন্টার কিংবা এজেন্ট মারফত।
রেলের মতে, এই সিদ্ধান্ত জাল টিকিট এবং অতিরিক্ত চার্জের অভিযোগ রুখতে সহায়ক হবে। এজেন্টদের ভূমিকা সীমিত করতে Tatkal সময়সীমার প্রথম ৩০ মিনিটে তাদের বুকিং নিষিদ্ধ করা হয়েছে। নির্দিষ্ট করে, AC শ্রেণির জন্য সকাল ১০টা থেকে ১০:৩০, এবং non-AC শ্রেণির জন্য ১১টা থেকে ১১:৩০ পর্যন্ত এজেন্টরা বুকিং করতে পারবেন না।
প্রশ্নোত্তর (FAQ)
১. কবে থেকে নতুন ভাড়া কাঠামো কার্যকর হচ্ছে?
১ জুলাই ২০২৫ থেকে নতুন ভাড়া ও Tatkal নিয়ম চালু হবে।
২. AC ও non-AC ট্রেনে কত বাড়ছে ভাড়া?
non-AC ট্রেনে ১ পয়সা/কিমি এবং AC ট্রেনে ২ পয়সা/কিমি বাড়ানো হয়েছে।
৩. Tatkal বুকিংয়ে Aadhaar বাধ্যতামূলক কেন?
এটি জালিয়াতি বন্ধ এবং সুষ্ঠু বুকিং নিশ্চিত করতে।
৪. এজেন্টরা কখন Tatkal টিকিট বুক করতে পারবেন না?
AC: সকাল ১০টা থেকে ১০:৩০, non-AC: ১১টা থেকে ১১:৩০ পর্যন্ত।
৫. সাধারণ ট্রেন বা মাসিক পাসের ক্ষেত্রে কোনো পরিবর্তন?
না, এই ক্যাটাগরিতে ভাড়া আগের মতোই থাকবে।