Home Shorts Videos Gallary Join
প্রথম পাতা খবর বিনোদন OTT ওয়েব সিরিজ লাইফস্টাইল তথ্য প্রযুক্তি

যাত্রীদের জন্য বড় খবর! হাওড়া-পুরুলিয়া ট্রেন হবে লোকাল, সময়সূচি নিয়ে আপডেট

যাত্রীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পূর্ব রেলের তরফে চালু করা হল হাওড়া–পুরুলিয়া নতুন MEMU ট্রেন পরিষেবা। ৩০ জুন, ২০২৫ থেকে এই নতুন ট্রেন চলাচল শুরু করেছে, যা মাসাগ্রাম, ইন্দাস, বাঁকুড়া হয়ে পৌঁছচ্ছে পুরুলিয়ায়। রাজ্যের দুই প্রান্তের মধ্যে এই নতুন সংযোগ অনেকটাই সাশ্রয়ী ও সময়োপযোগী বলেই মনে করা হচ্ছে। প্রতিদিন বিকেল ৪:১৫ মিনিটে হাওড়া থেকে ছাড়ে এই মেমু ট্রেন, রাত ১১:৫৫ মিনিট নাগাদ পৌঁছে যায় পুরুলিয়ায়। ফিরতি পথে ট্রেন ছাড়ে ভোর ৪টা নাগাদ, পৌঁছে হাওড়া বেলা ১১:৪০ মিনিটে। তবে সপ্তাহে একদিন, শুক্রবার সন্ধ্যায় হাওড়া থেকে এবং শনিবার সকালে পুরুলিয়া থেকে ট্রেন চলবে না—কারণ সেই সময় টিকিয়াপাড়া কার শেডে রেকটির রক্ষণাবেক্ষণ করা হবে।

মোট ২৮২ কিমি পথ পাড়ি দেয় এই ট্রেনটি, পথে পড়ে ৪৮টি স্টেশন। আট কামরার এই MEMU রেক যাত্রীদের জন্য একটি নতুন, কম খরচের বিকল্প হয়ে উঠছে। কারণ, হাওড়া থেকে পুরুলিয়া রুটে যাত্রা ভাড়া মাত্র ৬০ টাকা, যেখানে খড়গপুর হয়ে একই পথে যাতায়াতে ভাড়া পড়ে ৬৫ টাকা। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, এই পরিষেবা পূর্ব রেলওয়ে ও দক্ষিণ-পূর্ব রেলওয়ের যৌথ উদ্যোগে পরিচালিত হবে। হাওড়া থেকে মাসাগ্রাম পর্যন্ত পূর্ব রেল এবং মাসাগ্রাম থেকে পুরুলিয়া পর্যন্ত দক্ষিণ-পূর্ব রেল দায়িত্বে থাকবে।

এখানেই শেষ নয়। রেল দফতর এক ধাপ এগিয়ে ভাবছে—এই একই রেক দিনের বেলা হাওড়া থেকে শিয়ালদহ লাইনের শেওড়াফুলি পর্যন্ত একটি লোকাল ট্রেন পরিষেবা চালু করার প্রস্তাব বিবেচনাধীন। তবে এখনও পর্যন্ত এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। এই উদ্যোগ শুধুমাত্র হাওড়া ও পুরুলিয়ার যোগাযোগ ব্যবস্থাকে সহজ করছে না, বরং আগামী দিনে শহরতলি রুটেও বাড়তি পরিষেবার সম্ভাবনা তৈরি করছে। বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপ একদিকে যেমন কম খরচে যাতায়াতের সুযোগ বাড়াবে, তেমনই রাজ্যের আঞ্চলিক রেল পরিষেবা পরিকাঠামোকেও আরও শক্তিশালী করবে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর (FAQ)

১. হাওড়া–পুরুলিয়া MEMU ট্রেন কবে থেকে চালু হয়েছে?
→ ৩০ জুন, ২০২৫ থেকে এই ট্রেন পরিষেবা চালু হয়েছে।

২. এই ট্রেন সপ্তাহে কতদিন চলে এবং কবে বন্ধ থাকে?
→ ট্রেনটি সপ্তাহে ছয় দিন চলে, শুক্রবার সন্ধ্যা ও শনিবার সকালে পরিষেবা থাকে না।

৩. ট্রেনটি কোন কোন স্টেশনে থামে?
→ ট্রেনটি মোট ৪৮টি স্টেশনে থামে, যার মধ্যে রয়েছে মাসাগ্রাম, ইন্দাস, বাঁকুড়া প্রভৃতি।

৪. এই ট্রেনে যাত্রা খরচ কত?
→ হাওড়া থেকে পুরুলিয়া পর্যন্ত ভাড়া মাত্র ৬০।

৫. শেওড়াফুলি লোকাল পরিষেবা কবে থেকে চালু হবে?
→ এই পরিষেবার প্রস্তাব বিবেচনাধীন, এখনও কোনও সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।