ভারতীয় রেল পরিষেবায় যাত্রীদের জন্য বড়সড় ঘোষণা। ২০২৫ সালের ১ জুলাই থেকে বাড়ছে ট্রেনের যাত্রাভাড়া। দীর্ঘ চার বছর পর রেল কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিতে চলেছে। যদিও এই বৃদ্ধি আপাতদৃষ্টিতে সামান্য, তবে দীর্ঘপথের যাত্রীদের খরচ কিছুটা হলেও বাড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সাধারণ, দূরপাল্লার যাত্রীদের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে ১ পয়সা করে ভাড়া বাড়ানো হয়েছে নন-এসি মেল ও এক্সপ্রেস ট্রেনের ক্ষেত্রে। অন্যদিকে, এসি শ্রেণির ট্রেনে প্রতি কিলোমিটারে ২ পয়সা বেশি গুনতে হবে যাত্রীদের। এছাড়া, ৫০০ কিমির বেশি দূরত্বে যাতায়াতকারী সেকেন্ড ক্লাস সাধারণ যাত্রীদের জন্য ভাড়া বেড়েছে ০.৫ পয়সা/কিমি হারে।
তবে রেলের তরফে আশ্বাস, ছোট দূরত্বের যাত্রীদের জন্য কোনও বাড়তি চাপ পড়বে না। শহরতলি (Suburban) লোকাল ট্রেন, মাসিক সিজন টিকিট (Monthly Season Ticket) ও ৫০০ কিমি বা তার কম দূরত্বের সাধারণ দ্বিতীয় শ্রেণির টিকিটে কোনও ভাড়া বৃদ্ধি হবে না। এই সামান্য পরিবর্তনের মাধ্যমে রেলমন্ত্রক প্রায় ১৩,০০০ কোটি অতিরিক্ত আয় করার লক্ষ্য স্থির করেছে। এই অর্থ রেলের দৈনন্দিন পরিচালন খরচ ও পরিকাঠামো উন্নয়নে ব্যয় করা হবে বলে জানানো হয়েছে।
২০১৯–২০ অর্থবর্ষের পর এই প্রথমবার ট্রেনের যাত্রাভাড়ায় কোনও পরিবর্তন হচ্ছে। কোভিড-১৯ পরবর্তী পরিস্থিতিতে দীর্ঘদিন যাত্রীদের কোনও অতিরিক্ত বোঝা না দিয়ে পরিষেবা চালু রেখেছিল রেল। তবে এখন সরকারের মতে, পরিষেবা উন্নত করতে ও ঘাটতি পূরণে সীমিত ভাড়া বৃদ্ধি অপরিহার্য। রেলমন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই বৃদ্ধি এমনভাবে নির্ধারণ করা হয়েছে যাতে নিয়মিত ট্রেনযাত্রী বা দৈনিক যাতায়াতকারীরা প্রভাবিত না হন। মূলত দীর্ঘপথের এককালীন যাত্রীদের উপরেই এই পরিবর্তনের প্রভাব পড়বে। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের মৃদু বৃদ্ধি যাত্রীদের পকেটে বড় চাপ ফেলবে না, কিন্তু সরকারের আয় বৃদ্ধিতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
প্রশ্নোত্তর (FAQ)
১. নতুন ভাড়া কবে থেকে কার্যকর হচ্ছে?
→ ১ জুলাই, ২০২৫ থেকে নতুন ভাড়া কার্যকর হবে।
২. কী ধরনের ট্রেনে ভাড়া বেড়েছে?
→ নন-এসি মেল ও এক্সপ্রেস ট্রেনে ১ পয়সা/কিমি এবং এসি ট্রেনে ২ পয়সা/কিমি বৃদ্ধি হয়েছে।
৩. কোন ট্রেন বা যাত্রীরা এই বৃদ্ধির বাইরে থাকছেন?
→ শহরতলি ট্রেন, মাসিক সিজন টিকিট এবং ৫০০ কিমির কম দূরত্বের সাধারণ যাত্রীদের জন্য ভাড়া অপরিবর্তিত থাকবে।
৪. সরকার কত অতিরিক্ত আয়ের লক্ষ্য স্থির করেছে?
→ প্রায় ১৩,০০০ কোটি অতিরিক্ত আয়ের পরিকল্পনা করা হয়েছে।
৫. শেষ কবে রেল ভাড়া বাড়ানো হয়েছিল?
→ ২০২০ সালের পর এই প্রথম রেলভাড়ায় পরিবর্তন আনা হচ্ছে।