Home Shorts Videos Gallary Join
প্রথম পাতা খবর বিনোদন OTT ওয়েব সিরিজ লাইফস্টাইল তথ্য প্রযুক্তি

রাজস্থানের বুকে ছুটবে বুলেট ট্রেন! ৭ জেলা জুড়ে ৯টি স্টেশন, দেখুন কোন কোন জেলার মধ্য দিয়ে যাবে

দেশের পরিবহণ পরিকাঠামোয় আরও এক নতুন পালক। দিল্লি থেকে আহমেদাবাদ পর্যন্ত ছুটবে দেশের দ্রুততম বুলেট ট্রেন। তারই বড় অংশ রাজস্থানের বুক চিরে চলবে, তৈরি হবে ন’টি অত্যাধুনিক স্টেশন, পেরোবে সাতটি জেলা এবং তিন শতাধিক গ্রাম। এই হাইস্পিড রেলপথটি মোট দৈর্ঘ্যে ৮৮৬ কিলোমিটার হলেও, এর মধ্যে প্রায় ৬৫৭ কিলোমিটার রাজস্থান রাজ্যের মধ্য দিয়ে বিস্তৃত। রাজ্যের মধ্যে দিয়ে ট্রেনটি যাবে আলওয়ার, জয়পুর, আজমের, ভিলওয়ারা, চিতোরগড়, উদয়পুর এবং ডুংগরপুর জেলার উপর দিয়ে। রেল দফতরের তথ্য অনুযায়ী, এই ৭টি জেলার ৩৩৫টি গ্রাম এই প্রকল্পের আওতায় আসবে।

সব মিলিয়ে রাজস্থানে থাকছে ৯টি স্টেশন। এই স্টেশনগুলির মধ্যে উল্লেখযোগ্য—উদয়পুর, ডুংগরপুর (খেরওয়াড়া), ভিলওয়ারা, চিতোরগড়, আজমের, কিশনগড়, জয়পুর এবং আলওয়ার (বেহরোড়)। প্রত্যেকটি স্টেশনেই থাকছে আধুনিক পরিকাঠামো, যা ভবিষ্যতের পরিবহণ ব্যবস্থাকে অনেকটা বদলে দিতে পারে বলেই মনে করা হচ্ছে। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই বুলেট ট্রেন সর্বোচ্চ ৩৫০ কিমি/ঘণ্টা গতিতে চলতে পারবে। তবে চালনায় গড় গতিবেগ থাকবে ৩২০ কিমি/ঘণ্টা। ফলে, দিল্লি থেকে আহমেদাবাদ যাত্রা অনেক কম সময়ে সম্পন্ন হবে। এই প্রকল্পে যাত্রীদের সুবিধা যেমন বাড়বে, তেমনি পণ্য পরিবহণ ক্ষেত্রেও বাড়বে গতি ও দক্ষতা।

পরিকাঠামো উন্নয়নের অংশ হিসেবে নাগৌর জেলার সংভর হ্রদের আশেপাশে একটি হাইস্পিড ট্রায়াল ট্র্যাক তৈরি করা হচ্ছে। এই ট্র্যাক ভবিষ্যতের পরীক্ষামূলক দৌড়ের জন্য ব্যবহৃত হবে, যার মাধ্যমে ট্রেনের গতি ও নিরাপত্তা যাচাই করা হবে। সরকারি স্তরে আশা করা হচ্ছে, এই প্রকল্প চালু হলে শুধু রাজস্থান নয়, উত্তর ভারতের আন্তঃরাজ্য যোগাযোগ ব্যবস্থাও নতুন দিশা পাবে। স্থানীয় স্তরে বাড়বে কর্মসংস্থান, বাণিজ্য এবং পর্যটন। বিশেষত পর্যটননির্ভর জেলা যেমন উদয়পুর, জয়পুর—তাদের কাছে এই সংযোগ নতুন দিগন্ত খুলে দিতে পারে।

 প্রশ্নোত্তর (FAQ)

১. দিল্লি–আহমেদাবাদ বুলেট ট্রেন কত কিলোমিটার পথ অতিক্রম করবে?
→ মোট ৮৮৬ কিমি, যার মধ্যে ৬৫৭ কিমি রাজস্থানের মধ্য দিয়ে যাবে।

২. রাজস্থানে এই ট্রেনের স্টেশন কোথায় কোথায় হবে?
→ জয়পুর, আজমের, উদয়পুর, আলওয়ার (বেহরোড়), কিশনগড়, চিতোরগড়, ভিলওয়ারা, ডুংগরপুর (খেরওয়াড়া) সহ মোট ৯টি স্টেশন।

৩. বুলেট ট্রেনের সর্বোচ্চ ও কার্যকর গতি কত?
→ সর্বোচ্চ ৩৫০ কিমি/ঘণ্টা, কার্যকর গতি ৩২০ কিমি/ঘণ্টা।

৪. রাজস্থানে মোট কতটি গ্রাম এই প্রকল্পের আওতায় পড়বে?
→ মোট ৩৩৫টি গ্রাম এই রুটের আওতায় আসবে।

৫. কোথায় তৈরি হচ্ছে হাইস্পিড ট্রায়াল ট্র্যাক?
→ নাগৌর জেলার সংভর হ্রদের কাছে।