Home Shorts Videos Gallary Join
প্রথম পাতা খবর বিনোদন OTT ওয়েব সিরিজ লাইফস্টাইল তথ্য প্রযুক্তি

IMD Rain Alert: নিম্নচাপ আরও ভয়ংকর! মঙ্গলবার দিনভর ঝড়-বৃষ্টিতে ভাসবে এই জেলাগুলি

বছরের এই সময়টায় বর্ষা যেন নিজের চেহারা পাল্টে নিচ্ছে। উত্তর বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া একটি নিম্নচাপের ফলে দক্ষিণ ও উত্তর—দুই বাংলাতেই শুরু হয়েছে প্রবল বৃষ্টির পূর্বাভাস। ইতিমধ্যে রাজ্যের একাধিক জেলায় জারি করা হয়েছে হাই অ্যালার্ট। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন উপকূলবর্তী অঞ্চলে একটি নিম্নচাপ তৈরি হয়েছে, যা আগামী দিনে আরও শক্তি সঞ্চয় করতে পারে। এর প্রভাবেই ২৯ জুন থেকে ১ জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টির প্রভাবে জল জমে যেতে পারে শহর ও গ্রামের নিম্নাঞ্চলে। বিশেষ করে উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনায় আগামী কয়েকদিন ব্যাপক বৃষ্টি চলবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। ২৯ জুন দক্ষিণ ২৪ পরগনায় প্রতিদিন ৭–১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবার ৩০ জুন একইরকম বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং হুগলিতে।

শুধু বৃষ্টি নয়, বৃষ্টির সঙ্গে সঙ্গেই উপকূলবর্তী অঞ্চলে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বায়ুর গতি থাকতে পারে ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিমি, দমকা হাওয়া পৌঁছাতে পারে ৫৫ কিমি/ঘণ্টা পর্যন্ত। এর ফলে সমুদ্র থাকবে উত্তাল। তাই সমুদ্রবর্তী অঞ্চলের জেলেদের ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে—আগামী কয়েক দিন যেন কেউ সমুদ্রে পাড়ি না দেয়। এদিকে, এই নিম্নচাপের প্রভাব পড়তে চলেছে উত্তরবঙ্গেও। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা—এই জেলাগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে ১ জুলাই পর্যন্ত। পাহাড়ি এলাকায় বৃষ্টির কারণে ধসের আশঙ্কাও থাকছে বলে জানানো হয়েছে।

আবহাওয়ার এমন রূপ বদলের কারণে বিদ্যুৎচমক, বজ্রপাত এবং দমকা হাওয়া আরও বেশি মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে। ঘণ্টায় ৩০–৪০ কিমি বেগে বইতে পারে এই দমকা হাওয়া। শহরাঞ্চলে জল জমে যাওয়া, ট্র্যাফিক জ্যাম ও যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হওয়ার আশঙ্কা থাকছে। নদী ও পাহাড় সংলগ্ন এলাকাগুলিতে আকস্মিক বন্যা বা ধসের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। আবহাওয়া পরিস্থিতি বুঝে রাজ্য ও জেলা প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে। আপৎকালীন প্রস্তুতি, উদ্ধারকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের সক্রিয়তা আগামী কয়েকদিনে বড় ভূমিকা নিতে পারে।

প্রশ্নোত্তর (FAQ)

১. কবে থেকে ভারী বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গে?
→ ২৯ জুন থেকে ১ জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি চলবে।

২. কোন কোন জেলায় সবচেয়ে বেশি বৃষ্টি হতে পারে?
→ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বর্ধমান, পুরুলিয়া ইত্যাদি।

৩. উত্তরবঙ্গে কেমন আবহাওয়া থাকবে?
→ দার্জিলিং, কালিম্পং সহ উত্তরবঙ্গেও ভারী বৃষ্টি ও ধসের আশঙ্কা রয়েছে।

৪. উপকূলে ঝোড়ো হাওয়া কেমন থাকবে?
→ ঘণ্টায় ৩৫–৫৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে, সমুদ্র থাকবে উত্তাল।

৫. জেলেদের জন্য কী সতর্কতা জারি করা হয়েছে?
→ সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।